প্রতীকী ছবি

Dengue Cases: ক্রমেই চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, কী বলছে স্বাস্থ্য দফতর?

পশ্চিম মেদিনীপুর: বর্ষাকাল শুরু হতেই ধীরে ধীরে চিন্তা বাড়ছে ডেঙ্গি নিয়ে। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একাধিক ব্যক্তির ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার খবর সামনে এসেছে। ইতিমধ্যেই জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭০-এর বেশি। ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

গতবছর‌ও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়িয়েছিল জেলা প্রশাসনের। বিভিন্ন জায়গায় বসাতে হয়েছিল হেলথ ক্যাম্প। তবে এবার পরিস্থিতি সামলাতে আগে থেকেই তৎপর পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। যদিও তারই মধ্যে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে গ্রামীণ ভিআরপিদের নিয়ে বারংবার আলোচনা, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন কিংবা পঞ্চায়েত প্রশাসনের তরফে একাধিক বৈঠক করা হচ্ছে। পুর এলাকার পাশাপাশি শহরতলি, গ্রামগুলিতে বিভিন্ন জায়গায় ডেঙ্গি প্রতিরোধে স্প্রে, ওষুধ প্রয়োগ করা হয়েছে।

আর‌ও পড়ুন: ধর্মঘট উঠলেও দাম কমেনি আলুর, বাজারে গিয়ে চোখে জল ক্রেতাদের

তবে চলতি বছর বর্ষা শুরু হতে না হতেই প্রায় একশোর দিকে এগোচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানা গিয়েছে, এ পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭৩ জন। পুর এলাকার পাশাপাশি নারায়ণগড় ব্লক, পিংলা ব্লক সহ প্রায় সব ব্লকে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে একাধিক জন। তবে ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সৌম্য শঙ্কর ষড়ঙ্গী। তিনি বলেন, কারোর জ্বর বা জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। পাশাপাশি রক্ত পরীক্ষা করাও জরুরি।

শুধু তাই নয় সর্বতোভাবে মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তবে দিনের পর দিন যেভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে চাপ বাড়ছে জেলা স্বাস্থ্য বিভাগের উপর।

রঞ্জন চন্দ