Tag Archives: Dengue Cases in West Bengal

Dengue Cases: ক্রমেই চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, কী বলছে স্বাস্থ্য দফতর?

পশ্চিম মেদিনীপুর: বর্ষাকাল শুরু হতেই ধীরে ধীরে চিন্তা বাড়ছে ডেঙ্গি নিয়ে। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একাধিক ব্যক্তির ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার খবর সামনে এসেছে। ইতিমধ্যেই জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭০-এর বেশি। ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

গতবছর‌ও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়িয়েছিল জেলা প্রশাসনের। বিভিন্ন জায়গায় বসাতে হয়েছিল হেলথ ক্যাম্প। তবে এবার পরিস্থিতি সামলাতে আগে থেকেই তৎপর পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। যদিও তারই মধ্যে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে গ্রামীণ ভিআরপিদের নিয়ে বারংবার আলোচনা, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন কিংবা পঞ্চায়েত প্রশাসনের তরফে একাধিক বৈঠক করা হচ্ছে। পুর এলাকার পাশাপাশি শহরতলি, গ্রামগুলিতে বিভিন্ন জায়গায় ডেঙ্গি প্রতিরোধে স্প্রে, ওষুধ প্রয়োগ করা হয়েছে।

আর‌ও পড়ুন: ধর্মঘট উঠলেও দাম কমেনি আলুর, বাজারে গিয়ে চোখে জল ক্রেতাদের

তবে চলতি বছর বর্ষা শুরু হতে না হতেই প্রায় একশোর দিকে এগোচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানা গিয়েছে, এ পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭৩ জন। পুর এলাকার পাশাপাশি নারায়ণগড় ব্লক, পিংলা ব্লক সহ প্রায় সব ব্লকে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে একাধিক জন। তবে ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সৌম্য শঙ্কর ষড়ঙ্গী। তিনি বলেন, কারোর জ্বর বা জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। পাশাপাশি রক্ত পরীক্ষা করাও জরুরি।

শুধু তাই নয় সর্বতোভাবে মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তবে দিনের পর দিন যেভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে চাপ বাড়ছে জেলা স্বাস্থ্য বিভাগের উপর।

রঞ্জন চন্দ

Dengue in West Bengal: ডেঙ্গির বাড়বাড়ন্তে সিঁদুরে মেঘ! জেলা ধরে ধরে সতর্ক করল নবান্ন, বিরাট পদক্ষেপ রাজ্যের

কলকাতা: বর্ষা এসেছে। উত্তরে প্রবল বৃষ্টি চলছে, দক্ষিণেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলছে। কিন্তু বৃষ্টির পরিমাণ না বাড়লে ডেঙ্গি-ম্যালেরিয়ার আশঙ্কা থাকবেই। ফলে ফের পুরসভাগুলিকে সতর্ক করল নবান্ন। মশাবাহিত মারণরোগ ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা নিয়ে এদিন সকালে মুখ্যসচিব বৈঠক করেন বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে। “পুরসভাগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্নের উপর আরও বেশি নজর দিতে হবে। কোনও পুরসভার ঢিলেমি মানা হবে না।” জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যসচিবের।

গতবারের থেকে শিক্ষা নিয়ে যে যে এলাকায় গতবার ডেঙ্গি সংক্রমণ সবথেকে বেশি ছিল সেই এলাকার জেলাশাসকদের এদিনের বৈঠকে বিশেষভাবে সতর্ক করল নবান্ন। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলাকে বিশেষ ভাবে সতর্ক করল নবান্ন। মালদহের ইংরেজবাজার, কালিয়াচক, উত্তরবঙ্গের কয়েকটি চা বাগান এলাকায় বর্তমানে ডেঙ্গি সংক্রমণ রয়েছে। সেই এলাকার জেলাশাসকদের ও পুরসভাগুলিকে বাড়তি নজর দেওয়ার নির্দেশ এদিনের বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: বর্ষায় বিষধরের উপদ্রব বাড়ে, সাপ কামড়ালে প্রথমেই কী করবেন? জেনে রাখুন ডাক্তারের পরামর্শ

গত সপ্তাহেই ১১০০ ছাড়িয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জুন মাস শেষ হতে চললেও তেমন বৃষ্টি হয়নি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। ফলে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এই মশাবাহিত রোগ। ডেঙ্গির বাহক মশা এডিস ইজিপ্টাই শুষ্ক শীতল আবহাওয়ায় জন্মায় না। রাজ্যের একাংশে ব্যাপক গরম রয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মশার উপদ্রব। তাই রাজ্যজুড়ে ডেঙ্গি হচ্ছেই।

আরও পড়ুন: আপনার শিশু কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে? ম্যাজিকের মতো কাজ করে এই ঘরোয়া টোটকা, জানুন

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের ১৬টি জেলায় ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তার মধ্যে মালদা শীর্ষে। ডেঙ্গির এই বাড়বাড়ন্তে সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ মানুষজন। নবান্ন বুধবারই তাই জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Dengue Cases Increasing: এখনই ডেঙ্গির বাড়বাড়ন্ত! আক্রান্তের সংখ্যা শুনলে চমকে যাবেন

আলিপুরদুয়ার: বর্ষাকাল এখনও আসেনি। তার আগেই জেলায় ডেঙ্গির প্রকোপ। আক্রান্তে নিরিখে জেলার মধ্যে শীর্ষে অবস্থান করছে কালচিনি ব্লক। এখনই এই অবস্থা হওয়ায় রীতিমত শঙ্কিত জেলাবাসী।

আলিপুরদুয়ারের বাকি ব্লক মিলিয়ে যখন মোট আক্রান্তের সংখ্যা ৮, সেখানে কালচিনি ব্লকেই এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২২ জন। বরাবরই জেলার মধ্যে ডেঙ্গি প্রবণ ব্লক বলে পরিচিত কালচিনি। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে কালচিনি ব্লকে ২২২৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে ২২২০ আক্রান্তের হদিস মিলেছিল ভারত-ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁ ও তার পার্শ্ববর্তী এলকাগুলোতে। ২০১৯-এর সেই ডেঙ্গি আতঙ্কই আবার ফের চোখ রাঙাতে শুরু করেছে। তবে ২০১৯-এর মত ফের যাতে ডেঙ্গি ছড়িয়ে না পড়ে তার জন্য ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে ব্লক ও স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং কর্মীরা।

আর‌ও পড়ুন: ISF প্রার্থী একাই লিফলেট বিলি করছেন!

ডেঙ্গি রুখতে অভিযান চলছে কালচিনি গ্রাম পঞ্চায়েতে। এখানে এখনও পর্যন্ত আক্রান্ত ৭ জন। এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক শ্রীকান্ত মণ্ডল বলেন, ডেঙ্গি রুখতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।তবে আক্রান্তরা অধিকাংশই এখন সুস্থ রয়েছেন।

অনন্যা দে