কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ বীরভূম সীমান্তের গ্রাম রামনগরে ১৯ বছর ধরে পূজিত হয়ে আসছেন দেবী লক্ষ্মী। তবে এই গ্রামে কোনও দুর্গাপুজো না হওয়ার কারণে প্রচলন হয়েছিল লক্ষ্মীপুজোর। যা চলে আসছে আজও । ফলে ১০দিন ধরে উৎসব চলে গ্রামে। দুর্গাপুজোর পরেই কোজাগরী লক্ষ্মী পুজোতে ১০ দিন ধরে চলে মেলা ও বিভিন্ন অনুষ্ঠান। ময়ূরাক্ষী নদী থেকে ঘট ভরে নিয়ে এসে, ভোর পর্যন্ত চলে দেবী লক্ষ্মীর আরাধনা ।
আরও পড়ুন : এ বছর দীপান্বিতা লক্ষ্মীপুজো কবে? পুজোর শুভ মুহূর্ত কখন? জানুন পঞ্জিকা কী বলছে
এই বছর লক্ষ্মীপুজোতে একাধিক থিমের আয়োজন করা হয়। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আনন্দ দিতে আকর্ষণীয় শো-য়ের আয়োজন করা হয়েছে। গ্রামবাসী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে ২০০৫ সালে সূচনা করা হয়েছিল এই লক্ষ্মীপুজোর। যা আজও মহাসমারহে চলে আসছে রামনগর গ্রামে, এই লক্ষ্মী পুজা আর এই পুজো ঘিরেই গ্রামে বসে আট দিনের মেলা । লক্ষ্মী পুজোতেই গ্রামের সব পরিবারে থাকে সকল ধরনের আয়োজন। এই বছর থিমের আকারে দেবী ধনলক্ষ্মীর আরাধনায় ব্রত হয়েছিলেন গ্রামের বাসিন্দারা।