দুর্ঘটনার পর ঘাতক ডাম্পার সামনে বিক্ষোভ গ্রামের বাসিন্দাদের 

Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! পিষে দিল ছ’চাকা গাড়ি, মুহূর্তে শেষ তরতাজা প্রাণ, মর্মান্তিক মৃত্যু নবম শ্রেণীর পড়ুয়ার

মুর্শিদাবাদ: বাড়ি থেকে বেরিয়ে টিউশন পড়তে গিয়ে ছ’চাকা বালি ভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নবম শ্রেণীর পড়ুয়ার। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম চন্দ্রশেখর ঘোষ। সে নবম শ্রেণীর পড়ুয়া ছিল।

বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ডাকবাংলা পানুটিয়া সড়কের পছিপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই পড়ুয়া সাইকেল নিয়ে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। এই ঘটনার পর গ্রামের বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। ও পথ অবরোধ করেন।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বালির গাড়ি থেকে পুলিশ টাকা তোলে অথচ গাড়িতে নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনও নিয়ম মানে না পুলিশ। অভিযোগ করছেন বাসিন্দারা। এই ঘটনার পর পুলিশ মৃত পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ বলে জানা গিয়েছে।

কৌশিক অধিকারী