উত্তেজিত জনতা দুর্ঘটনা গাড়িটি আগুন ধরিয়ে দেয়

Accident: ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র জয়নগরের বেলপুকুর! হিমশিম পুলিশবাহিনী 

জয়নগর: এক নাবালিকা স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, জয়নগর থানার বেলপুকুর মাঠ এলাকার ঘটনা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হয়, সপ্তম শ্রেণীর ছাত্রীর। এই ঘটনার পর উত্তেজিত জনতা মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ বাজারে এল ‘বিরাট’ টোটো! আরও বাড়বে যানজট! টোটাচালকদের এবার বিরাট লাভ

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে ওই ছাত্রীকে। এই ঘটনায় মারাত্মকভাবে আঘাত লাগে ওই ছাত্রীর ও মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। সেই সময় মৃতদেহ নিয়ে রাস্তা আটকে রেখে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা, বিক্ষোভ ঘিরে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে জয়নগর ও বারাইপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছায়।

লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে উত্তেজিত জনতাকে ছত্ত ভঙ্গ করে পুলিশ। তবে বেশ কিছুক্ষণ পর ঘটনার পরিস্থিতি সামাল দেয় পুলিশ। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত খুব জোরে গাড়ি চলাচল করে। যাতে আবারও বড়োসড়ো দুর্ঘটনা না ঘটে, তার জন্য এলাকায় বাম্পারের ব্যবস্থা করতে হবে। এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে সব রকমের পদক্ষেপ নিতে হবে।

সুমন সাহা