হাওড়া আন্দুল রোড আলামপুর মোড় সংলগ্ন রাস্তা

Bad Road: বর্ষাকাল এলেই ব্যস্ততম রাস্তা যেন মরণ ফাঁদ!

হাওড়া: রাস্তা যেন মরণ ফাঁদ। জীবন হাতে নিয়ে রাস্তা পারাপার করছেন চালক থেকে যাত্রী সকলেই। হাওড়া-আন্দুল রোডের আলামপুর মোড় সংলগ্ন রাস্তার অবস্থা এতটাই খারাপ যে প্রাণ হাতে নিয়ে চলতে হচ্ছে সকলকে। অথচ জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর এটি একটি।

ছোট বড় বহু যানবাহন, সাইকেল-বাইক সব মিলেয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি এবং মানুষ যাতায়াত করেন এই পথে। তবে বর্ষাকাল এলেই এই রাস্তা আর রাস্তা থাকে না বরং তা মৃত্যু ফাঁদে পরিণত হয়। এবারেও যথারীতি তেমনই পরিস্থিতি দেখা দিয়েছে। জল জমে রাস্তার উপর তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে প্রায় প্রতিদিন টোটো-অটো উল্টে দুর্ঘটনার মুখে পড়ছেন যাত্রীরা। বৃষ্টি হলে আরও ভয়ানক হয়ে ওঠে এই রাস্তা। ব্যস্ততম রাস্তার দু’পাশে বহু কারখানা। প্রায় সারাদিন বড় বড় যানবাহন চলছে। যেকোনও মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে সকলের আশঙ্কা। সেইদিক থেকে মানুষ নিরুপায় হয়ে নিজেদের জীবন বাজি রেখে যাতায়াত করছে এই পথে।

আর‌ও পড়ুন: জলের তলায় জেটির রাস্তা, নদীর বুকে মাছ নিয়ে হাঁটছেন মৎস্যজীবীরা!

প্রতিবছর বর্ষা এলেই হাওড়া জেলার এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় মানুষ। দুর্ঘটনা ঠেকাতে রাস্তা মেরামতি হয়। তবে কয়েক মাস যেতে না যেতেই আবারও রাস্তার একই অবস্থা হয়ে পড়ে বলে অভিযোগ। এই প্রসঙ্গে যাত্রীদের একাংশের অভিযোগ, প্রতিবছর বিশেষ করে বর্ষার সময় আন্দুল রোডের এই স্থান মানুষের যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। অবস্থা এতটাই খারাপ হয় যে টোটো-অটোয় থাকা যাত্রীরা নিজেদের প্রাণ হাতে করে পারাপার করেন। এই প্রসঙ্গে চালকরা জানান, জলে ডুবে রয়েছে রাস্তা। কোথায় গর্ত ঠিকমত বোঝা যায় না। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, একটি কারখানা নির্মাণ হওয়ার পর থেকেই এই সমস্যা হয়েছে। কারখানা থেকে নির্গত জল রাস্তায় এসে দাঁড়াচ্ছে। তার উপর বৃষ্টি হলে ভয়ানক রূপ নিচ্ছে। প্রতিদিন একাধিক টোটো, অটো উল্টে দুর্ঘটনা ঘটছে চোখের সামনে। যদিও বিষয়টি নিয়ে প্রশাসনের হেলদোল নেই বলে অভিযোগ করেন তিনি।

রাকেশ মাইতি