ধৃতিমান সরকার

Police Super: ভোট মিটতেই পশ্চিম মেদিনীপুরের এসপি পদে কমিশনের সরিয়ে দেওয়া ধৃতিমান

পশ্চিম মেদিনীপুর: ভোট পর্ব শেষ হয়ে ফল ঘোষণার পর ১৫ দিন পেরোতে না পেরোতেই আবারও পশ্চিম মেদিনীপুরের এসপি পদে ফিরি আনা হল ধৃতিমান সরকারকে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তাঁকে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন।

লোকসভা নির্বাচনের পর্ব শেষ হওয়ার পর নবান্ন বদলি হওয়া পুলিশ আধিকারিকদের পুরনো পদে ফেরানোর কাজ শুরু করেছে। সেই ধারা অনুসরণ করেই পশ্চিম মেদিনীপুরের এসপি পদে ফিরি আনা হল ধৃতিমান সরকারকে। যদিও এ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।

আর‌ও পড়ুন: প্রভু জগন্নাথের স্নানযাত্রায় ইসকনে উপচে পড়ল ভিড়

লোকসভা নির্বাচনের চার দিন আগে নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে ধৃতিমান সরকারকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত নয় এমন পদে বদলি করে দেয়। পরিবর্তে পশ্চিম মেদিনীপুরের নতুন এসপি করা হয় কুলদীপ সুরেশকে। নির্বাচন কমিশনের তরফে চাওয়া তিন আইপিএস পুলিশ কর্তার মধ্যে থেকে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার হিসেবে বেছে নেওয়া হয়েছিল ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ সুরেশ-কে।

আইপিএস দীনেশ কুমারের পর ২০২৩ সালের ৯ মার্চ থেকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন ধৃতিমান। লোকসভা নির্বাচনের পূর্ব মিটিয়ে সেই তাঁকে আবারও গুরু দায়িত্বে ফেরাল রাজ্য-প্রশাসন।

রঞ্জন চন্দ