সাত সকালেই হাতির মৃত্যু

Jalpaiguri News: ভয়ঙ্কর! জঙ্গল ঘেঁষা গ্রামে ওটা কী! সাতসকালে জমিতে গিয়ে চমকে উঠলেন গ্রামবাসীরা, তারপর…

জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বৈকুণ্ঠপুর বনাঞ্চল এলাকার মানতাধারি গ্রাম পঞ্চায়েত ভালবাসা মোড় গ্রামে ধান ক্ষেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় একটি হাতিকে।

হাতির মৃতদেহ দেখেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। অপর দিকে ঘটনার খবর পেয়েই পৌঁছে যায় বন বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকেরা। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে বলে জানান সি সি এফ বন্যপ্রাণ বিভাগ উত্তরবঙ্গ।

আরও পড়ুন-    শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

এলাকার স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাস বলেন, কীভাবে মৃত্যু হল তাদের জানা নেই কিন্তু মাঝেমধ্যেই চলে আসে তাদের ধানক্ষেতের মধ্যে হাতির দল কিন্তু হঠাৎ ভোরবেলায় যখন ধান ক্ষেতে আসি সেই সময় দেখতে পাই হাতির মৃতদেহ পড়ে রয়েছে ধানক্ষেতের মধ্যে।

সুরজিৎ দে