All posts by Ratnadeep Ray

পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রত্নদীপ রায় বর্তমানে নিউজ১৮ বাংলায় সিনিয়র সাব-এডিটর পদে কর্মরত। দেশ-বিদেশ, রাজনীতি এবং খেলাধুলার খবর নিয়ে তিনি লেখালেখি করতে আগ্রহী। ছাত্রজীবনে রত্নদীপ রায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা নিয়ে এমএ পাশ করেছেন। তারপরেই তিনি সাংবাদিকতার জীবন শুরু করেন। যোগাযোগ করতে পারেন: ratnadeep.ray@nw18.com -এ

FIR against TMC Leader: মা-বোনদের হুমকির অভিযোগ! অশোকনগরের তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় FIR মহিলাদের

উত্তর ২৪ পরগনা: এবার বিতর্কিত মন্তব্য করায় অশোকনগরের শাসকদলের নেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন ‘রাত দখল’-এর ডাক দিয়ে রাস্তায় নামা প্রতিবাদী মহিলারা।

জানা গিয়েছে শাসকদলের ওই নেতা, প্রাক্তন কাউন্সিলর। এলাকার মা বোনেদের ছবি বিকৃত করে টানিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন মঞ্চ থেকে, তার ভিডিও ফুটেজ ও সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশট-সহ নথি পেনড্রাইভে পুলিশের কাছে জমা দেওয়া হয়। পাশাপাশি, লিখিত আকারে এফআইআর দায়ের করা হয় ওই শাসক নেতার বিরুদ্ধে। অশোকনগরের মহিলাদের তরফে নাগরিক সমাজের পক্ষ থেকে অবিলম্বে শাসকদলের নেতার এমন হুমকির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয় এদিন পুলিশের কাছে।

আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে ব্যাপক প্রভাব, এক ধাক্কায় কমল রোগীর ভর্তির পরিমাণ এবং অস্ত্রোপচারের সংখ্যা

যদিও থানার ভারপ্রাপ্ত আধিকারিক না থাকার কারণে দীর্ঘ সময় থানাতেই দাঁড়িয়ে থাকতে হয় প্রতিবাদী মহিলাদের। এদিন অভিযুক্ত নেতার বিরুদ্ধে থানায় হাজির হন এলাকার সকল বয়সের মহিলারা। যার মধ্যে ছিলেন শিক্ষিকা থেকে ছাত্রী, আইনজীবী থেকে গৃহবধুরাও। শাসক নেতার এমন হুমকির কারণে তাঁরাও রীতিমতো আতঙ্কিত বলে জানান। পাশাপাশি মহিলাদের তরফে এও জানানো হয় যে, শুধু একটি এফআইআর নয়, এরপরও আরও বেশ কয়েকটি এফআইআর করা হবে এই প্রাক্তন কাউন্সিলার তথা বর্তমানে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর স্বামী অতীশ সরকারের বিরুদ্ধে।

আরও পড়ুন: আয়ু বাড়াতে চান? কমিয়ে দিন ঘুম, পরামর্শ ১২ বছর ধরে দিনে ৩০ মিনিট ঘুমানো ব্যক্তির

এমনকী জেলার নানা প্রান্তের মহিলারাও বিভিন্ন থানায় এই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করবে বলেও জানান প্রতিবাদী মহিলারা। তাঁরা থানায় অভিযোগ জানালে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়। প্রশাসনের তরফে এই শাসক নেতার হুমকি ঘিরে কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার।

Independence Day: বন্দেমাতরম গানের স্রষ্টার আঁতুর ঘর নৈহাটির কাঁঠালপাড়ায়! আজও বহন করছে স্বাধীনতার ইতিহাস

উত্তর ২৪ পরগনা: ব্রিটিশ শাসনাধীন উনিশ শতকের বাঙালি মনীষীদের মধ্যে ‘কমলাকান্ত’ ছদ্মনামে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই বাঙালির কলমেই ধরা দিয়েছিল স্বাধীনতার লড়াইয়ে শক্তি জোগানো ‘বন্দেমাতরম’ গান। গানটি ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্র হয়ে ওঠে।

নৈহাটি স্টেশন থেকে হাটা পথে বড়জোর মিনিট দশেক গেলেই পৌঁছে যাবেন বন্দেমাতরম-এর স্রষ্টা তথা সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের জন্ম ভিটেয়। ১৮৩৮ সালে এই বাড়িতেই জন্মগ্রহণ করেন তিনি। পরবর্তীতে নৈহাটির কাঁঠালপাড়ার এই বাড়িতেই বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা বঙ্কিমচন্দ্র কাটিয়েছিলেন তাঁর বাল্য, কৈশোর ও যৌবনের মূল্যবান সময়। তাই এই কাঁঠালপাড়া বঙ্কিমচন্দ্রের পাড়া নামেই পরিচিত।

আরও পড়ুন: আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের! আদালতের নজরদারিতে হবে তদন্ত

সারা বছরই সাহিত্য অনুরাগী থেকে ইতিহাস চর্চা ও উৎসাহী মানুষজন ঘুরতে আসেন সাহিত্যিকের এই জন্মভিটেয়। সাদা রঙের এই বঙ্কিম ভবনের অন্দরে রয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশ শাসনাধীন ভারতের নানা গুরুত্বপূর্ণ নথি-সহ সাহিত্যিকের পরিবার পরিজন ও ব্যবহারের নানা সামগ্রী। তবে ভিটেয় প্রবেশের প্রথমেই চোখে পড়বে তিন কামরার বৈঠকখানা বাড়িটি। সেই ভবনের লাগোয়া এক প্রাচীন শিবমন্দিরও রয়েছে। তার উল্টো দিকের সংরক্ষিত বসত ভিটেতেই জন্মগ্রহণ করেছিলেন সাহিত্য সম্রাট।

বাড়িটি তৈরি করেছিলেন বঙ্কিমচন্দ্রের বাবা, রায় বাহাদুর যাদব চন্দ্র চট্টোপাধ্যায়। বৈঠকখানা বাড়িটি এখন মিউজিয়াম। সেখানে বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত নানাবিধ স্মারক সযত্নে সংরক্ষিত রয়েছে বলেই জানালেন বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের কিউরেটর গৌতম সরকার। দীর্ঘকাল সংস্কারের অভাবে ভগ্নস্তূপে পরিণত হয়েছিল সাহিত্য সম্রাট এর এই জন্মভিটে। যা পরবর্তী কালে সংস্কার করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের পরিপোষিত গবেষণা এবং বিদ্যাচর্চার কেন্দ্র হয়ে ওঠে এটি। মাত্র ১০ টাকার টিকিট কেটে ঘুরে দেখতে পারেন সাহিত্য সম্রাটের এই বসতভিটে।

আরও পড়ুন: ছুটির আবেদন না করলেই অপসারণ! হাই কোর্টের পর্যবেক্ষণ শুনেই বড় পদক্ষেপ সন্দীপ ঘোষের

দোতলায় বঙ্কিমচন্দ্রের শোয়ার ঘর-সহ ব্যবহারের নানা জিনিস সংরক্ষিত রয়েছে। একতলায় সাহিত্যসম্রাটের আঁতুড়ঘর, বৈঠকখানা-সহ তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ও স্বাধীনতার আন্দোলনের সাক্ষ্য বহন করা নানা সংরক্ষিত দুষ্প্রাপ্য জিনিসও চোখে পড়বে এই গবেষণাকেন্দ্রে। যে বৈঠকখানা বাড়িতে বসে সাহিত্যসম্রাট লেখা শুরু করেছিলেন বন্দেমাতরম গানটি, সেটি দেখতে কিন্তু ভুলবেন না। মূল ভবনের পূর্ব দিকে রয়েছে চট্টোপাধ্যায় পরিবারের পারিবারিক সুদৃশ্য রাধা কৃষ্ণ মন্দির। যেখানে জন্মাষ্টমী ও রথ উৎসব ঘটা করে পালিত হয় আজও। পাশেই রাখা রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পারিবারিক রথটিও।

নৈহাটির কাঁঠালপাড়ার আঁতুড়ঘরে প্রতি বছর জন্মজয়ন্তী পালিত হয় সাহিত্য সম্রাটের। তবে শনি, সোম ও অন্যান্য সরকারি ছুটির দিনে সংগ্রহশালা বন্ধ থাকে। সংগ্রহশালাটি ঘুরে দেখতে চাইলে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আসতে হবে। বাংলার নবজাগরণের অন্যতম এই পীঠস্থান আজও যেন বহন করছে স্বাধীনতার ইতিহাস।

Weather update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, কবে কোথায় বৃষ্টি?

বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। পুরীতে স্থলভাগে ঢুকে ছত্রিশগড়ের দিকে চলে যাবে নিম্নচাপ। ফলে একুশে জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। শনিবার ও সোমবার দু’দিন বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। পুরীতে স্থলভাগে ঢুকে ছত্রিশগড়ের দিকে চলে যাবে নিম্নচাপ। ফলে একুশে জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। শনিবার ও সোমবার দু’দিন বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার দুপুরে নিম্নচাপটির অবস্থান পুরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ছিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ৪৫ থেকে ৫৫ এমনকী সর্বোচ্চ ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের উপকূল-সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
শুক্রবার দুপুরে নিম্নচাপটির অবস্থান পুরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ছিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ৪৫ থেকে ৫৫ এমনকী সর্বোচ্চ ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের উপকূল-সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
শুক্রবার ১৯ শে জুলাই থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি-সহ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলার বেশিরভাগ অংশে বৃষ্টি হবে।
শুক্রবার ১৯ শে জুলাই থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি-সহ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলার বেশিরভাগ অংশে বৃষ্টি হবে।
শনিবার কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।
শনিবার কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।
একুশে জুলাই অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মেঘলা আকাশ এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। বজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।
একুশে জুলাই অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মেঘলা আকাশ এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। বজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।