জীবনের ঝুঁকি নিয়ে চাষের জমি পাহারা

Bangla Video: নিচে হাতি উপরে হাইভোল্টেজ বিদ্যুতের তার! প্রাণ হাতে নিয়ে চলছে ফসল পাহারা

জলপাইগুড়ি: নিচে হাতি, উপরে হাই ভোল্টেজ বিদুৎ পরিবাহী তার! তার‌ই মাঝে চলছে ফসল পাহারা। হ্যাঁ, ঠিক এভাবেই উপরে-নিচে জীবনের ঝুঁকি নিয়ে ফসল পাহারা দিচ্ছেন জলপাইগুড়ির মহাবীর বস্তির কৃষকরা।

কিন্তু কেন এই অবস্থা? উত্তর জানলে অবাক হতে হবে। আষাঢ়-শ্রাবণ এই দু’মাস চাষ হয় জলপাইগুড়ির এই এলাকায়। আষাঢ় মাসে বৃষ্টির কারণে পাহাড়ি এলাকা থেকে নেমে আসা জলে নিচের জমিতে চাষাবাদ করেন মহাবীর বস্তির কৃষকরা। পাহাড়ি এলাকা থেকে নেমে আসা বৃষ্টির জল ছাড়া এখানে কৃষি কাজের জন্য জলের বিকল্প উৎস নেই। স্বাভাবিকভাবেই ঘোর বর্ষাকালের জন্য অপেক্ষা করে থাকেন এখানকার কৃষকরা।

আর‌ও পড়ুন: ‘বাগানিয়ার বাজার’ চা বাগানের মহিলাদের মাথা তুলে দাঁড়ানোর লড়াইয়ের ফসল

কিন্তু সেখানেও বিপত্তি দেখা দিয়েছে। বর্ষার জলে এলাকায় ধান সহ অন্যান্য শাক-সবজির চাষ ভাল হলেও সেখানে ভিলেন হয়ে দাঁড়িয়েছে হাতির আক্রমণ। শত বাধার সম্মুখীন হয়েও এই দুই মাস খানিক ভাল ফসল ফলালেও সবকিছু বিফলে যাচ্ছে বন্যপ্রাণীদের হানার জন্য। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েই কৃষকরা রাতে ফসল পাহারা দিতে বাধ্য হচ্ছেন। এখানকার মানুষজনের এখন একটাই প্রশ্ন, কবে এই যন্ত্রণার হাত থেকে নিস্তার মিলবে।

সুরজিৎ দে