Tag Archives: Crops

Bangla Video: নিচে হাতি উপরে হাইভোল্টেজ বিদ্যুতের তার! প্রাণ হাতে নিয়ে চলছে ফসল পাহারা

জলপাইগুড়ি: নিচে হাতি, উপরে হাই ভোল্টেজ বিদুৎ পরিবাহী তার! তার‌ই মাঝে চলছে ফসল পাহারা। হ্যাঁ, ঠিক এভাবেই উপরে-নিচে জীবনের ঝুঁকি নিয়ে ফসল পাহারা দিচ্ছেন জলপাইগুড়ির মহাবীর বস্তির কৃষকরা।

কিন্তু কেন এই অবস্থা? উত্তর জানলে অবাক হতে হবে। আষাঢ়-শ্রাবণ এই দু’মাস চাষ হয় জলপাইগুড়ির এই এলাকায়। আষাঢ় মাসে বৃষ্টির কারণে পাহাড়ি এলাকা থেকে নেমে আসা জলে নিচের জমিতে চাষাবাদ করেন মহাবীর বস্তির কৃষকরা। পাহাড়ি এলাকা থেকে নেমে আসা বৃষ্টির জল ছাড়া এখানে কৃষি কাজের জন্য জলের বিকল্প উৎস নেই। স্বাভাবিকভাবেই ঘোর বর্ষাকালের জন্য অপেক্ষা করে থাকেন এখানকার কৃষকরা।

আর‌ও পড়ুন: ‘বাগানিয়ার বাজার’ চা বাগানের মহিলাদের মাথা তুলে দাঁড়ানোর লড়াইয়ের ফসল

কিন্তু সেখানেও বিপত্তি দেখা দিয়েছে। বর্ষার জলে এলাকায় ধান সহ অন্যান্য শাক-সবজির চাষ ভাল হলেও সেখানে ভিলেন হয়ে দাঁড়িয়েছে হাতির আক্রমণ। শত বাধার সম্মুখীন হয়েও এই দুই মাস খানিক ভাল ফসল ফলালেও সবকিছু বিফলে যাচ্ছে বন্যপ্রাণীদের হানার জন্য। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েই কৃষকরা রাতে ফসল পাহারা দিতে বাধ্য হচ্ছেন। এখানকার মানুষজনের এখন একটাই প্রশ্ন, কবে এই যন্ত্রণার হাত থেকে নিস্তার মিলবে।

সুরজিৎ দে

Crops Insurance: কৃষকদের জন্য বিরাট সুখবর! ১ টাকাও খরচ হবে না কারও, করে ফেলুন এই বিমা

উত্তর দিনাজপুর: জীবন বীমা, বাইকের বীমা সব বিমায় তো করেছেন? কিন্তু ফসল বীমা করেছেন কী? আপনার ফসলের জন্য করে ফেলুন এই বীমা।কিভাবে করতে হয় এই বীমা কি কি লাভ হয় শুনুন? গাড়ি, বাড়ি কিংবা স্বাস্থ্য সেবার জন্য সাধারণত আমরা বীমা করে থাকি। এই বীমা করা থাকলে বীমা কোম্পানির মারফত আমাদের কোনওরকম ক্ষয়ক্ষতি হলে সে কোম্পানি আমাদের আর্থিক সুরক্ষা প্রদান করে।

তবে আমরা সচরাচর জীবন বীমা, স্বাস্থ্য বীমা কিংবা হোম বীমা অথবা অটো বীমা করিয়ে থাকে। তবে আপনি যদি কৃষক হন, তবে আপনার জমির ফসলে করে ফেলুন ‘বাংলার শস্য বীমা’। খরা ও বন্যার কারণে প্রায় প্রতিবছরই কোনও না কোনও স্থানে ফসল নষ্ট হতে দেখা যায়। এই ‘শস্য বীমা’ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনার ফসলকে সুরক্ষা প্রদান করবে।

আরও পড়ুনঃ জবাব নেই ছোলার ছাতুর! অতিরিক্ত খেলেও কিন্তু শরীরের বিরাট ক্ষতি! কারা ভুলেও ছোঁবেন না? জানুন

ফসল কাটার পরে ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগ, মৌসুমী বৃষ্টিপাত, কীটপতঙ্গ, ফসলের রোগ ইত্যাদির কারণে ফসল লাগানোর পর যদি কোন রকম ক্ষয়ক্ষতি হয় তবে ফসল বীমা কৃষককে সুরক্ষা প্রদান করে। পাট, ভুট্টা, ধান, গম, আলু প্রভৃতি ফসলের উপর পাওয়া যাবে এই আর্থিক সাহায্য। যদিও বীমার ক্ষেত্রে কিছু টাকার প্রিমিয়াম দিতে হয়। ইটাহার ব্লক কৃষি সহকর্তা গৌরব সাহা জানান, কৃষি কল্যাণমূলক একটি প্রকল্প হল বাংলার শস্য বীমা। আমরা যেমন বাড়ি, গাড়ি বা জীবন বীমা করে থাকি।

এই সমস্ত বীমার ক্ষেত্রে যেমন একটা প্রিমিয়াম দিতে হয়। তবে এ ক্ষেত্রে কোনওরকম প্রিমিয়াম কৃষকদের দিতে হবে না পুরো প্রিমিয়াম রাজ্য সরকার বহন করবে। এক্ষেত্রে শুধুমাত্রই প্রথমে শস্য বীমা প্রকল্পের ফর্মটি ডাউনলোড করে বের করতে হবে। তারপর, ফর্মে কৃষকের নাম ও ঠিকানা লিখতে হবে। জমির কাগজ, ভোটার কার্ড ও আধার কার্ড ও ব্যাংকের পাসবুক জমা দিয়ে, কত টাকার ফসল নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও উল্লেখ করতে হবে।

পিয়া গুপ্তা

North Dinajpur News: চালকুমড়ো, ঢেঁড়স, পান জলের তলায়! বাড়বে বাজারদর, আফসোস চাষির

উত্তর দিনাজপুর: চলতি বছর বর্ষায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলার চাষবাস। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, আবার দক্ষিণে বৃষ্টি নেই। কখনও টানা বৃষ্টি কখনও আবার প্রচণ্ড রোদ। আবহাওয়ার এই খামখেয়ালিপণায় ক্ষতির সম্মুখীন চাষিরা।
কয়েকদিনের টানা বৃষ্টিতে বানভাসি তিস্তা। নদীর জল ঢুকে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের ফসল। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর, রাজুভিটা-সহ একাধিক এলাকায় চাষের জমিতে জল বসে গিয়েছে। নষ্ট হয়েছে বিভিন্ন কৃষিজ ফসল।

বেশিরভাগ কৃষক আগাম ফসল ফলিয়ে লাভবান হন। কিন্তু এবার টানা বৃষ্টির কারণে ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে বিঘার পর বিঘা ফসল। উত্তর দিনাজপুরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পটল, কাঁকরোল, শসা, বরবটি, আনারস ও পান। ফসল পচে যাওয়ায় সমস্যায় পড়ছেন কৃষকরা। তাঁরা জানান, প্রতি বছর বর্ষায় তিস্তার জল মহানন্দা নদীতে প্রবেশ করে। দুই নদীর মিলিত প্রবাহ এলাকা ভাসিয়ে ঢুকে পড়ে চাষের জমিতেও।

আরও পড়ুন- উড়বে ড্রোন, বহুতলের ছাদ থেকে চলবে নজরদারি, ২১ জুলাই কেমন নিরাপত্তা ধর্মতলায়?

কৃষক সোহেল হোসেন জানান, প্রায় দশ কাঠা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। এলাকার প্রায় ৫ হাজার চাষির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর কথায়, “চালকুমড়ো, ঢেঁড়স, পান সবই ফসল জলের তলায়। গত বছরের তুলনায় এবার ক্ষতির পরিমাণও বেশি।” কৃষকদের দাবি, বিপুল পরিমাণে ফসল নষ্ট হয়ে যাওয়াতে তাঁরা সমস্যায় পড়ছেন। ইসলামপুর ব্লকের এই কৃষিজ ফসল নষ্ট হওয়াতে বাজারে সবজির দাম চড়া হবারও সম্ভাবনা রয়েছে।

পিয়া গুপ্তা

Agriculture News: আমন চাষে ক্ষতি হলে মিলবে সরকারি বিমা! জেনে নিন কীভাবে পাবেন

জলপাইগুড়ি: কৃষকদের জন্যে সুখবর! ধান চাষ করে ক্ষতি হলেই মিলবে বিমা! তবে সব প্রকার ধানে নয় বরং আমন ধান চাষ করলেই পাওয়া যাবে এই বিমা। কীভাবে আমন ধান চাষ করলে লাভের পরিমাণ বেশি হতে পারে সেই পরামর্শই দেওয়া হয়েছে জলপাইগুড়ির কৃষককুলকে।

কীভাবে মিলবে বিমা? কৃষিদফতরের তরফে কৃষকদের ইতিমধ্যেই জানানো হয়েছে যে শীঘ্রই কৃষি দফতরে এসে নিজেদের নাম অন্তর্ভুক্ত করার কথা। এছাড়াও কীকীপদ্ধতি রয়েছে আবেদনের তাও জানিয়ে দেবেন কৃষি দফতরের আধিকারিকরা। পাশাপাশি বৃষ্টির জমা জলকে ব্যবহার করে দ্রুত আমন ধান চাষের বার্তা দিল কৃষি দফতর।

আরও পড়ুন: কাশ্মীরের আপেল ফলবে এবার এই রাজ্যেই ! চাষ করতে পারলেই বিপুল লাভ! জানুন পদ্ধতি

এরপরও যদি কোনও কারণে আমন ধান চাষ নষ্ট হয় তা হলে তার জন্যে বিমা মিলবে কৃষিদফতরের তরফেই। মূলত, কৃষকদের পাশে থাকতে, সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে কৃষি দফতরের তরফে। এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা কৃষি দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, দ্রুত বীজতলা তৈরি করে আমন ধান চাষের প্রক্রিয়া শুরু করলে জুলাই মাস থেকেই কৃষকেরা এই চারা রোপণ করতে পারবে।

উপরন্তু, কৃষকদের এই ফসলের বীমা করার ব্যবস্থা থাকবে। যাতে কৃষকদের কোনও ক্ষতির সম্মুখীন না হয়। গত ১১ জুন থেকে জলপাইগুড়ি সহ উত্তরে হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। জেলার অধিকাংশ কৃষি জমিতেই রয়েছে চাষের উপযোগী জল। আর এই জলকেই ব্যবহার করে দ্রুত আমন ধানের বীজতলা তৈরির পরামর্শ দিয়েছে কৃষি দফতর।

আরও পড়ুন: Electric গাড়ি কিনবেন? কম সুদে ঋণ দিচ্ছে SBI, ২০ লাখে কত EMI পড়বে দেখুন

উল্লেখ্য, ২০২৩ সালে জলপাইগুড়ি জেলায় মোট ১ লক্ষ ১১ হেক্টর জমিতে চাষ হয়েছিল আমন ধান। এবারেও সেই পরিমাণ বা কিছুটা বেশি জমিতে আমন ধান ভাল চাষ হবে বলে আশা করছে কৃষি দফতর। কৃষি দফতরের এহেন উদ্যোগে খুশি জলপাইগুড়ির কৃষকেরাও।

সুরজিৎ দে