বাংলাদেশের ভোটের প্রভাব জলপাইগুড়িতে

Bangladesh Election: শেখ হাসিনা ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই খবরে জলপাইগুড়ির গ্রামে যা ঘটল, অবিশ্বাস্য!

জলপাইগুড়ি: প্রতিবেশী দেশ তথা বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলের প্রভাব পড়ল এপার বাংলাতেও। বাদ যায় নি জলপাইগুড়ি শহরও। শেখ হাসিনার জয়ের ফল ঘোষণার পর থেকেই আনন্দে মেতে উঠেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা চাউল হাটির তশর পাড়ার বাসিন্দারা। অকাল আবির খেলায় মাতলেন তারা। ভারতের পতাকা হাতে নিয়ে আবির খেলার মধ্য দিয়ে বাংলাদেশের জয়কেও উদযাপন করতে দেখা গেল সেখানে।

রাজনৈতিক হিংসার মধ্যেও বাংলাদেশে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবেই মিটেছে। নির্বাচনের আগে সারাদেশে হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে, প্রধান বিরোধী দল তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP) এই নির্বাচন বয়কট করায় চতুর্থ বারের মতো শেখ হাসিনার জয় সম্ভাব্য ছিলই। আর এই নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই আনন্দে মেতে ওঠে জলপাইগুড়ি বড় সংলগ্ন এলাকার মানুষেরাও।

আরও পড়ুন: ‘কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে তুঙ্গে শোরগোল

শেখ হাসিনার জয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর এবং মজবুত হবে বলেই মনে করছেন এপার বাংলার মানুষেরা। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই সীমান্ত গ্রামে সোমবার সকাল থেকেই উৎসবের আমেজ।নতুন প্রজন্মের সঙ্গে গ্রামের মানুষ আবির খেলায় মেতে ওঠে এদিন।আনন্দ উৎসবের কারন জানাতে গিয়ে গ্রামের যুবক পুলক রায় বলেন, “প্রতিবেশী দেশে পুনরায় ভারতের বন্ধু সরকার ক্ষমতায় আসার খবর পেয়েই সবাই মিলে এই আনন্দ উৎসবের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছি আমরা।”

আরও পড়ুন: রাজ্যের পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা মমতার! আজ থেকে চালু যোগ্যশ্রী!

প্রসঙ্গত, শেখ হাসিনা অনেক আগেই ভারতকে বাংলাদেশের “বিশ্বস্ত বন্ধু” হিসেবে সম্বোধন করেছেন। হাসিনার এই জয় সেই বন্ধুত্বকেই আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

—– সুরজিৎ দে