বহুলা গ্রামের এই জায়গায় নেমেছে ধস।

Bengali News: একের পর এক ধস, খনি এলাকার অদূর ভবিষ্যৎ কি যোশীমঠ?

পশ্চিম বর্ধমান: ধস নামছে একের পর এক। খনি অঞ্চলজুড়ে ধস নামার ঘটনা এখন প্রায় নিয়মিত হয়ে উঠেছে। কখনও ধসের জেরে বাড়িতে দেখা দিচ্ছে ফাটল। কখনও আবার জনবসতিপূর্ণ এলাকাতেই তৈরি হচ্ছে বিশাল গর্ত। বারবার ধসের ঘটনায় বাড়ছে প্রাণহানির আশঙ্কা। এমন অবস্থায় প্রাণ বাঁচাতে অনেকেই ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন। পুনর্বাসনের আশ্বাস পাওয়া গেলেও বাস্তবে তা খুবই কম হচ্ছে।

আরও পড়ুন: মন্দিরের কার্নিশ ভেঙে মৃত কোলের শিশু

প্রসঙ্গত, অন্ডালের বহুলা এলাকায় আবার ধস দেখা গিয়েছে। বহুলা গ্রামে তৈরি হয়েছে বিশাল একটি গর্ত। প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে ধস নামতে দেখা গিয়েছে। যদিও এই খবর পাওয়া মাত্রই ইসিএলের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। গর্ত ভরাট করার জন্য ছাই ফেলে যাওয়া হয়েছে। কিন্তু তাতে আশ্বস্ত হতে পারছেন না গ্রামের মানুষজন। তারা ভয় পাচ্ছেন হয়ত অচিরেই আবার বিশাল আকারের ধস নামতে পারে এলাকায়।

উল্লেখ্য, আগে বর্ষাকালে খনি অঞ্চলে ধসের ঘটনা বেশি করে সামনে আসত। কিন্তু এখন বছরের বিভিন্ন সময়েই ধসের ঘটনা সামনে আসে। যার ফলে পাণ্ডবেশ্বর, অন্ডাল, রানিগঞ্জ সহ খনি এলাকার মানুষের মনে আতঙ্ক বাড়ছে। অনেকেই মনে করছেন, কয়লা উত্তোলনের পর ফাঁকা জায়গা ভালভাবে ভরাট করা হচ্ছে না। যার ফলে বারবার ধসের ঘটনা সামনে আসছে। আর এমন চলতে থাকলে যোশীমঠের মতো করুন পরিণতি হতে পারে বলেও অনেকের আশঙ্কা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন, ইসিএল কর্তৃপক্ষের দিকে। তারা বলছেন ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। কয়লা উত্তোলনের পর ভালভাবে ফাঁকা জায়গা ভরাট করা হচ্ছে না। তার ফলে বারবার ধস নামছে। অন্যদিকে ইসিএল কর্তৃপক্ষের তরফ থেকে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও, আদতে পুনর্বাসন পাচ্ছেন খুব কম সংখ্যক মানুষ। তাছাড়াও সম্প্রতি অতীতে বড় বড় ধসের ঘটনায় প্রাণহানির ছবিও সামনে এসেছে। সব মিলিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন খনি অঞ্চলের মানুষ। অনেকেই প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।

নয়ন ঘোষ