বৃদ্ধা ছবি দত্ত

Helpless Old Woman: ছেলেরা খোঁজ রাখে না, অবহেলা ও দারিদ্রে প্রতিবেশীদের ভরসায় দিন কাটে অসহায় স্বামীহীনা বৃদ্ধার

অনন্যা দে, আলিপুরদুয়ার: বয়সের ভারে চলা ফেরার ক্ষমতা প্রায় হারিয়েছেন তিনি।বেশ কয়েক বছর গত হয়েছেন স্বামী। মাথা গোঁজার জন্য রয়েছে ভাঙাচোরা একটি টিনের ঘর। ফালাকাটার বৃদ্ধা ছবি দত্তের জীবন সংগ্রাম চোখে জল আনবে আপনার।

খাবার তৈরি করতে পারেন না,বাইরে বের হতেও কষ্ট হয়। বাড়িতে পানীয় জলের ব্যবস্থা নেই। আলিপুরদুয়ারের ফালাকাটা কলেজপাড়ার ছবি দত্তের জীবন চলছে দারিদ্রের সঙ্গে যুদ্ধ করেই। তিন ছেলে রয়েছে কিন্তু তাঁরা আলাদা থাকেন। মায়ের সঙ্গে দেখা করতে আসেন না তাঁরা। প্রতিবেশীরা কোনও দিন খাবার দিলে খেতে পান। নয়তো না খেয়েই দিন কাটে। অস্পষ্ট কথায় বুঝিয়ে দিলেন ছবি দত্ত, বললেন “আমি ভাল নেই।”

আরও পড়ুন : ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে বিপন্ন জীবন, বীরাঙ্গনা হয়েও ব্রাত্য সাবিত্রীবালা

তবে তার দুরবস্থা জানতে পেরে এগিয়ে এসেছেন ফালাকাটার একদল যুবক।এই যুবকদের মধ্যে এক যুবক শুভব্রত দে জানান, “আমি অসহায় এই বৃদ্ধার বাড়িতে গিয়েছি।বৃদ্ধার সঙ্গে কথা বলেছি।পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে এসেছি।” এই অসহায় বৃদ্ধা যেন প্রতিনিয়ত খাবার পান সে ব্যবস্থাও করবেন যুবকরা।পাশাপাশি প্রতিবেশীদের এই যুবকরা জানিয়েছেন বৃদ্ধাকে একটু দেখভাল করে রাখার জন্য।