দুর্ঘটনাগ্রস্থ বাইক

Bike Accident: শ্বশুরবাড়িতে রং খেলতে যাওয়াই কাল হল! বেঘোরে প্রাণ গেল নব দম্পতির

বাঁকুড়া: রাস্তার ধারে দাঁড়িয়ে শৌচকর্ম করার সময় সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল নব দম্পতির। সিমলাপালের বাসিন্দা বছর ২৬-এর শুধাময় রানা তাঁর স্ত্রীকে নিয়ে শশুরবাড়ি গিয়েছিলেন দোল খেলার জন্য। আনন্দ উৎসব সেরে এই নবদম্পতি বাইকে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না, মুহূর্তেই চলে গেল দু’জনের প্রাণ।

আর‌ও পড়ুন: ক্রিকেট ম্যাচ খেলে আর বাড়ি ফেরা হল না, লরি কেড়ে নিল তরুণ ক্রিকেটারের প্রাণ

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাইপুর থানার অমৃতপালের কাছে। জানা গিয়েছে, ঝাড়গ্রাম-বাঁকুড়া ৯ নম্বর রাজ্য সড়কে দুর্গাপুর থেকে বাঁকুড়া হয়ে ঝাড়গ্রামগামী একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাইককে ধাক্কা মারে। এরপর বাসটি উল্টে যায় রাস্তার পাশের জমিতে। ওই বাইকের চালক ছিলেন সুধাময় রানা, বাইকের পিছনের সিটে বসে ছিলেন তাঁর স্ত্রী। রাস্তার ধারে শৌচকর্ম করার জন্য বাইক দাঁড় করিয়ে নেমেছিলেন তাঁরা। ঠিক তখনই দুর্ঘটনা ঘটে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুর্ঘটনাগ্রস্থ সরকারি বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন‌। অন্যতম উদ্ধারকারী বিশ্বনাথ সেনাপতি জানান, বাসটি উল্টে গেলেও তার ভেতর থাকা যাত্রীদের কারোর তেমন একটা চোট লাগেনি। এই দুর্ঘটনার পরই এলাকার মানুষ বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, রাস্তা সংস্কারের নামে দীর্ঘদিন ধরে সবকিছু খুঁড়ে রেখে দেওয়া হয়েছে। ফলে ক্রমশ দুর্ঘটনা বাড়ছে। অবিলম্বে রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নীলাঞ্জন ব্যানার্জী