রেজিনগরে বোমাবাজি 

Bomb Blast: হঠাৎ বিকট আওয়াজ, রক্তে ভাসল চারিদিক! ভোটের আগে ভয়ঙ্কর ঘটনা বাংলায়! শিশু সহ ৫ জনের মৃত্যুর সঙ্গে লড়াই

মুর্শিদাবাদ: রেজিনগরে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বোমাবাজি। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার রেজিনগর। বোমাবাজিতে আহত দু’পক্ষের মোট পাঁচজন। তার মধ্যে একজন শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার রেজিনগরের আন্দুলবেড়ীয়ায়। ঘটনায় আহত হন পঞ্চায়েত সদস্য সামিম সেখ। যদিও সামিম সেখের পাল্টা অভিযোগ, যারা আক্রমণ করেছে তারা সকলেই কংগ্রেস কর্মী। তবে, আহত সজল সেখের অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করে জানানো হয়েছে দুই পক্ষই তৃণমূল কর্মী।

আহত অবস্থায় ইয়ার হোসেন, সামিম সেখ, সজল সেখ ও এক শিশু ভর্তি আছে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
জানা গিয়েছে, দেওয়াল লিখনের জেরেই এই বোমাবাজির ঘটনা ঘটে। আহত হয় শিশু সহ মোট পাঁচ জন।

আরও পড়ুন: লজে শুভেন্দুর বৈঠক, মেদিনীপুরে বড় সিদ্ধান্ত বিজেপির! মুছেই গেল দিলীপ ঘোষের জাদু?

জানা গিয়েছে, দেওয়াল লিখনকে কেন্দ্র করে বর্তমান ব্লক সভাপতি মাঞ্জু সেখের গোষ্ঠীর সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী গোষ্ঠীর সংঘর্ষ হয়। ঘটনায় আহত দুই পক্ষের পাঁচ জন। ইয়ার হোসেন রবিউল আলমের গোষ্ঠীর সদস্য, সামিম সেখ ব্লক সভাপতি মাঞ্জু সেখের গোষ্ঠীর সদস্য।

ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। লোকসভা নির্বাচনের আগেই বোমাবাজির ঘটনায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা।

—– কৌশিক অধিকারী