চুল কেটে ফেলা হচ্ছে 

Cancer Aid: লাইন দিয়ে দাঁড় করিয়ে কুচকুচ করে কেটে ফেলল ছাত্রীদের মাথার চুল! এ কী কাণ্ড কলেজে

বাঁকুড়া: একদল যুবতী কলেজ পড়ুয়ার চুল কেটে ফেলা হল কুচ কুচ করে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায়। যুবতী কিংবা মহিলা, নারী সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই চুল। সুন্দর লম্বা চুল তৈরি করতে প্রয়োজন সময় এবং যত্নের। তাহলে কি কারণে কেটে ফেলা হল এক দল কলেজ ছাত্রীর শখের চুল?

আর‌ও পড়ুন: আঙুর মিষ্টিতে মজে সবাই, ভোটের আগে জুড়ল তৃণমূল আবেগ

লাইন দিয়ে দাঁড় করিয়ে কাঁচি হাতে কুচ কুচ করে কেটে ফেলতে দেখা গেল সকলের কালো ঘন চুল। ছবিটি ধরা পড়েছে বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজে।

আশ্চর্য্য হল ছাত্রীরা হাসি মুখেই নিজেদের যত্ন করে বাড়ানো চুল স্বেচ্ছায় কেটে ফেলেছেন। কারণ তাঁরা এগুলো দান করবে ক্যানসার রোগীদের জন্য। যামিনী রায় কলেজের এন‌এস‌এস ইউনিটের একটি বিশেষ উদ্যোগেই হেয়ার ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়। মোট ১৪ জন ভলেন্টিয়ার কেশ দান করেন। এই ১৪ জনের মধ্যে একজন প্রাক্তন ছাত্রীও উপস্থিত ছিলেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নিয়ম মাফিক ১২ ইঞ্চি করে চুল কেটে প্লাস্টিকের একটি বাগে নাম এবং যাবতীয় তথ্যাদি লিখে জমা করা হয়। এর পর এই চুলের ব্যাগগুলি পৌঁছে যাবে মুম্বইয়ের মাদার ট্রাস্টে। রেডিয়েশনের পর চুল পড়ে যায় ক্যানসার রোগীদের। সেই কথা মাথায় রেখেই কেশ দান করা হল এদিন। চুলহীন মাথা অনেক সময় ক্যানসার রোগীদের মনে হীনম্মন্যতা তৈরি করে। তা দূর করতে ব্যাবহার করা হবে এই চুল। ২০২৩ সালেও এমন একটি কেশ প্রদান শিবিরের আয়োজন করা হয়েছিল যামিনী রায় কলেজে।

নীলাঞ্জন ব্যানার্জী