Category Archives: পূর্ব মেদিনীপুর

HS Exam Result 2024: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধাতালিকায় সায়ন্তন! নিউরোসায়েন্স নিয়ে গবেষণার ইচ্ছে ৫ম স্থানাধিকারীর

কাঁথি: পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। মেধাতালিকায় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলগুলি থেকে মোট চারজন স্থান পেয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই হাই স্কুল থেকে মেধাতালিকায় পঞ্চম স্থান পেয়েছেন সায়ন্তন মাইতি। সায়ন্তন পূর্ব মেদিনীপুর জেলার প্রথম স্থানাধিকারী। উচ্চ মাধ্যমিকের সায়ন্তনের প্রাপ্ত নম্বর ৪৯২। সায়ন্তন ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষাতেও মেধাতালিকায় স্থান লাভ করেছিলেন।

কাঁথির করকুলি এলাকার বাসিন্দা সায়ন্তনের বাবা-মা দু’জনেই শিক্ষক শিক্ষিকা। ছোট থেকেই মেধাবী সায়ন্তন। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ভাল ফল করে তাক লাগালেন তিনি। পড়াশোনার পাশাপাশি তার ছবি আঁকা, গল্প লেখা ও গল্পের বই পড়তে ভাল লাগে। সব থেকে বেশি পছন্দ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। নিয়ম করে ১৫ থেকে ১৬ ঘণ্টা পড়াশোনা করত সায়ন্তন। উচ্চ মাধ্যমিকের পড়াশোনার চাপে ছবি আঁকা বা গল্প লেখা জন্য সময় হত না।

আরও পড়ুন: ১০টায় ঘুম থেকে উঠেও উচ্চমাধ্যমিকে মেধাতালিকায়! চমকে দেওয়া ফল আলিপুরদুয়ারের অন্বেষার

সায়ন্তন জানান, বাড়িতে বাবা-মা দু’জনেই শিক্ষক হওয়ায় পড়াশোনার ক্ষেত্রে সাহায্য পেয়েছে। এর পাশাপাশি স্কুলের শিক্ষক এবং গৃহ শিক্ষকদের সহায়তায় ভাল ফল করেছে। আগামী দিনে তার লক্ষ্য ডাক্তারি পড়া। সেখান থেকেই নিউরোসায়েন্স নিয়ে গবেষণা করা। প্রসঙ্গত ছোট এই মেধাবী ছাত্রটির লক্ষ্য ছিল উচ্চ মাধ্যমিকে প্রস্তুতির জন্য দৈনিক ১৮ ঘণ্টা পড়াশোনা করার। ভাল ফল আশা করেছিল, তবে এতটা ভাল হবে বলে ভাবতেই পারেনি।

সায়ন্তন ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় স্থান লাভ করেছিল। সেবার ৬৮৭ নম্বর পেয়ে মাধ্যমিকের মেধাতালিকায় সপ্তম স্থান লাভ করেছিল। এবার উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় সে ৪৯২ নম্বর পেয়ে পঞ্চম স্থান অর্জন করেছে। সদ্য ১৮ বছরে পা দেওয়া মেধাবী সায়ন্তনের মনে প্রভাব ফেলেছে শিক্ষক নিয়োগ প্রসঙ্গও।

সৈকত শী

Digha News: কালো মেঘে ঢাকল আকাশ, তোলপাড় করা সমুদ্র, রাতে উত্তাল দিঘা সৈকত সরণী জুড়ে প্রশাসনের মাইকিং

দিঘা: একদিকে অমাবস্যার ভরা কোটাল অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া সবমিলিয়ে উত্তাল সমুদ্র। দিঘায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে গার্ড ওয়াল টপকে সৈকত সরণীতে। পুলিশ প্রশাসনের মাইকিং করে সতর্কতার বার্তা। মঙ্গলবার রাতে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত সৈকত সরণি জুড়ে মাইকিং করে সতর্কতার প্রচার চালান দিঘা পুলিশ প্রশাসন। স্কুল কলেজে গরমের ছুটি থাকায় স্বস্তি খুঁজে নিতে বহু মানুষ সংখ্যক মানুষ পাড়ি দিয়েছে দিঘায়।

বৈশাখে এবার দিঘায় বাড়তি পাওনা জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস দেখে আত্মহারা পর্যটকেরা। আর এই জলোচ্ছ্বাসে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকে সদা তৎপর পুলিশ প্রশাসন। এমনিতেই সকালে জোয়ারের সময় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিদিন জোয়ারের সময় সকাল ও রাত্রিতে ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ড ওয়াল টপকে সৈকত সরণীতে। আর জলোচ্ছ্বাসে চুটিয়ে মজা উপভোগ করছে পর্যটকেরা।

আরও পড়ুন – ১৭ বছর বয়সী প্রেমিকার সঙ্গে সঙ্গম! মেয়ের মা এনেছিল মারাত্মক অভিযোগ, ৪০ বছরের পুরনো অভিযোগে ৪ সন্তানের বাবা জেলে

দিনের পাশাপাশি রাতেও বহু পর্যটক জলোচ্ছ্বাসের মজা নিতে সৈকত সরণীতে ভিড় করছে। জলোচ্ছ্বাস উপভোগ করতে গিয়ে পর্যটকদের কোনওবিপদ না হয় সেদিকে নজর রেখেছে প্রশাসন।বহু পর্যটক গার্ড ওয়াল এর ওপরে দাঁড়িয়ে জলোচ্ছ্বাসের মজা উপভোগ করছেন। উত্তাল সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে ফলে যে কোনও সময় ঘটে যেতে পারে বিপদ।

ফলে দিঘা সৈকত সরণী জুড়ে প্রশাসনের পাশাপাশি নুলিয়া ও পুলিশেসতর্ক রয়েছে। চলছে মাইকিং। হাওয়া অফিস সূত্রে জানা যায় আগামী কয়েক দিন আবহাওয়া প্রায় একই রকম থাকবে। ফলে জোয়ারের সময় উত্তাল থাকবে সমুদ্র জলোচ্ছ্বাস দেখা যাবে। আর তাতেই সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করেছে দিঘা পুলিশ ও প্রশাসন।

Saikat Shee 

Weather Update: দু’ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবল বেগে ধেয়ে আসছে ঝড় সঙ্গে মাঝারি বৃষ্টি, ভিজতে চলেছে দুই জেলা

কলকাতা: সোমবার তীব্র দহন থেকে স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। পূর্বাভাস মতো মঙ্গলবার তাপমাত্রাও কমেছে কিছুটা। অনেকেই সোমবার রাতে স্বস্তির ঘুম দিয়েছেলেন বৃষ্টির জেরে রাজ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ছিল বেশ কিছু জেলায়। এ বার বৃষ্টির পূর্বাভাস এল দক্ষিণবঙ্গের আরও দুই জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সর্তকতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলায়। পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলায় আগামী দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়। হালকা থেকে মাঝারি বর্ষণের সঙ্গে সঙ্গেই ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিচার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

প্রসঙ্গত আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাস্প প্রবেশ করার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগে যে কারণে বৃষ্টি হচ্ছিল না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আরও কয়েক দিন তাপমাত্রা একটু কম থাকবে, তাই দহন জ্বালা থেকে আরও কিছু দিন স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গের মানুষ। তবে বিক্ষিপ্ত ভাবে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে।

Digha Weather Updates: দিঘায় বিরাট ঢেউ! অমাবস্যার কোটালে সমুদ্রের এমন রূপ আগে দেখেননি! বড় সতর্কতা জারি!

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস! গরমে জলোচ্ছ্বাসের আনন্দে মাতল পর্যটকরা। দক্ষিণবঙ্গ জুড়ে গরম থাকলেও দিঘায় পর্যটকের ভিড়। কারণ সরকার গরমের জন্য স্কুল, কলেজ ছুটি ঘোষণা করেছে। তার পরই ভিড় বেড়েছে দিঘায়। গরম থেকে মুক্তি পেতে সমুদ্রস্নানেমেতে উঠেছেন পর্যটকেরা।
দিঘায় প্রবল জলোচ্ছ্বাস! গরমে জলোচ্ছ্বাসের আনন্দে মাতল পর্যটকরা। দক্ষিণবঙ্গ জুড়ে গরম থাকলেও দিঘায় পর্যটকের ভিড়। কারণ সরকার গরমের জন্য স্কুল, কলেজ ছুটি ঘোষণা করেছে। তার পরই ভিড় বেড়েছে দিঘায়। গরম থেকে মুক্তি পেতে সমুদ্রস্নানেমেতে উঠেছেন পর্যটকেরা।
এবার দিঘায় আসা পর্যটকদের বাড়তি পাওনা সামুদ্রিক জলোচ্ছ্বাস। সাধারণত আষাঢ় মাসের প্রথম দিক থেকে দিঘা সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যায়। তবে এবার বৈশাখ মাসেও সমুদ্রের জলোচ্ছ্বাস।
এবার দিঘায় আসা পর্যটকদের বাড়তি পাওনা সামুদ্রিক জলোচ্ছ্বাস। সাধারণত আষাঢ় মাসের প্রথম দিক থেকে দিঘা সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যায়। তবে এবার বৈশাখ মাসেও সমুদ্রের জলোচ্ছ্বাস।
বড় বড় ঢেউ আছড়ে পড়ছে গার্ড ওয়ালের ওপর দিয়ে সৈকত সরণীতে। মূলত অমাবস্যার কোটাল অন্যদিকে দমকা হাওয়ার কারণে উত্তাল দিঘা সমুদ্র। তাই জোয়ারের সময় জলোচ্ছ্বাসের দেখা মিলেছে দিঘায়
বড় বড় ঢেউ আছড়ে পড়ছে গার্ড ওয়ালের ওপর দিয়ে সৈকত সরণীতে। মূলত অমাবস্যার কোটাল অন্যদিকে দমকা হাওয়ার কারণে উত্তাল দিঘা সমুদ্র। তাই জোয়ারের সময় জলোচ্ছ্বাসের দেখা মিলেছে দিঘায়
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিছু জেলায় মঙ্গলবার থেকেই থেকেই বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিঘার আকাশ মেঘে ঢাকা। বইছে তীব্র ঠান্ডা বাতাস। কিন্তু বৃষ্টির দেখা নেই।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিছু জেলায় মঙ্গলবার থেকেই থেকেই বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিঘার আকাশ মেঘে ঢাকা। বইছে তীব্র ঠান্ডা বাতাস। কিন্তু বৃষ্টির দেখা নেই।
গরমে যারা সমুদ্র সৈকত দিঘায় গিয়েছেন তাঁরা এদিন হঠাৎ আশ্চর্য ঘটনার সাক্ষী থেকেছেন। মঙ্গলবার দিঘার সমুদ্রে হঠাৎ জলোচ্ছ্বাস দেখা যায়। আর তা দেখতে উপচে পড়ল ভিড়। এই জলোচ্ছ্বাসের জেরে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে চলে আসে। আর তাতেই আত্মহারা পর্যটকরা। জলোচ্ছ্বাসের বড় বড় ঢেউয়ে স্নান সেরে আনন্দ উপভোগ করেন পর্যটকরা।
গরমে যারা সমুদ্র সৈকত দিঘায় গিয়েছেন তাঁরা এদিন হঠাৎ আশ্চর্য ঘটনার সাক্ষী থেকেছেন। মঙ্গলবার দিঘার সমুদ্রে হঠাৎ জলোচ্ছ্বাস দেখা যায়। আর তা দেখতে উপচে পড়ল ভিড়। এই জলোচ্ছ্বাসের জেরে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে চলে আসে। আর তাতেই আত্মহারা পর্যটকরা। জলোচ্ছ্বাসের বড় বড় ঢেউয়ে স্নান সেরে আনন্দ উপভোগ করেন পর্যটকরা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমেত সর্বত্রই কালবৈশাখীর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ তারিখ পর্যন্ত দমকা হাওয়ায় সমুদ্র উত্তল থাকবে তাই মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমেত সর্বত্রই কালবৈশাখীর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ তারিখ পর্যন্ত দমকা হাওয়ায় সমুদ্র উত্তল থাকবে তাই মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে।
দমকা হাওয়া সকাল সকাল থেকেই উত্তাল সমুদ্র। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ড ওয়াল টপকে সৈকত সরণীতে। অসময়ের এই সামুদ্রিক জলোচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে উঠল দিঘায় আসা পর্যটকেরা।
দমকা হাওয়া সকাল সকাল থেকেই উত্তাল সমুদ্র। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ড ওয়াল টপকে সৈকত সরণীতে। অসময়ের এই সামুদ্রিক জলোচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে উঠল দিঘায় আসা পর্যটকেরা।
প্রসঙ্গত সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কম। স্কুল কলেজ ছুটি থাকায় গরমের স্বস্তি পেতে দিঘা বহু মানুষ ভিড় করেছে। সমুদ্রস্নানের পাশাপাশি অসময়ে দিঘার জলোচ্ছ্বাস পর্যটকদের বাড়তি পাওনা।
প্রসঙ্গত সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কম। স্কুল কলেজ ছুটি থাকায় গরমের স্বস্তি পেতে দিঘা বহু মানুষ ভিড় করেছে। সমুদ্রস্নানের পাশাপাশি অসময়ে দিঘার জলোচ্ছ্বাস পর্যটকদের বাড়তি পাওনা।
 মঙ্গলবার দিঘার তীব্র জলোচ্ছ্বাসে মেতে ওঠে পর্যটকেরা। তীব্র জলোচ্ছ্বাসে কোন দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে সজাগ বৃষ্টি প্রশাসনের। তৎপর রয়েছে নুলিয়া ও পুলিশ। (তথ্য ও ছবি: সৈকত শী)
মঙ্গলবার দিঘার তীব্র জলোচ্ছ্বাসে মেতে ওঠে পর্যটকেরা। তীব্র জলোচ্ছ্বাসে কোন দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে সজাগ বৃষ্টি প্রশাসনের। তৎপর রয়েছে নুলিয়া ও পুলিশ। (তথ্য ও ছবি: সৈকত শী)

 

Weather: দিঘা-মন্দারমণিতে চরম উত্তাল সমুদ্র, রাজ্যে আর কতদিন চলবে ঝড়বৃষ্টি? কোন কোন জেলায় ভারী বৃষ্টি? জানিয়ে দিল আলিপুর

*সোমবারের পর মঙ্গলবারও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে শেষ পর্যন্ত কালবৈশাখীর ঝড়বৃষ্টির চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
*সোমবারের পর মঙ্গলবারও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে শেষ পর্যন্ত কালবৈশাখীর ঝড়বৃষ্টির চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
*সোমবার বিকেলের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর ঝড়বৃষ্টি হয়েছে। তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেয়েছে মানুষ। এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমেছে। মঙ্গলবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী, ঝড়বৃষ্টির পূর্বাভাস। ফাইল ছবি। 
*সোমবার বিকেলের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর ঝড়বৃষ্টি হয়েছে। তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেয়েছে মানুষ। এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমেছে। মঙ্গলবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী, ঝড়বৃষ্টির পূর্বাভাস। ফাইল ছবি।
*অবশেষে চলতে থাকা তীব্র দাবদাহ থেকে মুক্তি পেলে দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সোমবার বিকেলের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে। ফাইল ছবি। 
*অবশেষে চলতে থাকা তীব্র দাবদাহ থেকে মুক্তি পেলে দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সোমবার বিকেলের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে। ফাইল ছবি।
*কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা প্রায় দু-তিন ডিগ্রি কমেছে। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। সোমবার কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে দক্ষিণবঙ্গ জুড়ে মোট ৬ জন মারা গিয়েছে। ফাইল ছবি। 
*কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা প্রায় দু-তিন ডিগ্রি কমেছে। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। সোমবার কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে দক্ষিণবঙ্গ জুড়ে মোট ৬ জন মারা গিয়েছে। ফাইল ছবি।
*একদিকে বাংলাদেশ থেকে একটি ঘূর্ণবাত ঢুকছে, অন্যদিকে ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত বলয় সৃষ্টি হয়েছে। জোড়া ঘূর্ণবাতের কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি। 
*একদিকে বাংলাদেশ থেকে একটি ঘূর্ণবাত ঢুকছে, অন্যদিকে ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত বলয় সৃষ্টি হয়েছে। জোড়া ঘূর্ণবাতের কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
*হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দিঘা-সহ মেদিনীপুর জেলায় চলতি সপ্তাহের শেষ পর্যন্তই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে মনোরম আবহাওয়া বঙ্গজুড়ে। ফাইল ছবি। 
*হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দিঘা-সহ মেদিনীপুর জেলায় চলতি সপ্তাহের শেষ পর্যন্তই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে মনোরম আবহাওয়া বঙ্গজুড়ে। ফাইল ছবি।
*সোমবারের পর মঙ্গলবারও উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। তীব্র গরম থাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার ফলে জেলায় জেলায় বজ্রপাতের সম্ভাবনা। ফাইল ছবি। 
*সোমবারের পর মঙ্গলবারও উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। তীব্র গরম থাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার ফলে জেলায় জেলায় বজ্রপাতের সম্ভাবনা। ফাইল ছবি।
*আগামী ৪-৫দিন পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখীর ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা কিছুটা কমেছে। ফাইল ছবি। 
*আগামী ৪-৫দিন পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখীর ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা কিছুটা কমেছে। ফাইল ছবি।
*আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমবে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়া। ফাইল ছবি। 
*আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমবে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়া। ফাইল ছবি।
*৭ মে মঙ্গলবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাঁথি, হলদিয়ায, এগরা সর্বত্রই বিকেলের পর পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
*৭ মে মঙ্গলবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাঁথি, হলদিয়ায, এগরা সর্বত্রই বিকেলের পর পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।

East Medinipur News: দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী! উত্তাল সমুদ্র নিয়ে বিরাট খবর

দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। মৎস্যজীবীদের জন্য জারি সতর্কবার্তা। আবহাওয়া বদলে অবশেষে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে মৎস্যজীবীদের জন্য জারি হল সতর্কবার্তা। সোমবার থেকে বদলেছে বাংলার আবহাওয়ায়।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। মৎস্যজীবীদের জন্য জারি সতর্কবার্তা। আবহাওয়া বদলে অবশেষে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে মৎস্যজীবীদের জন্য জারি হল সতর্কবার্তা। সোমবার থেকে বদলেছে বাংলার আবহাওয়ায়।
বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম-থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৮ মে পর্যন্ত মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। যদিও বর্তমানে ব্যান পিরিয়ড চলছে।
বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম-থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৮ মে পর্যন্ত মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। যদিও বর্তমানে ব্যান পিরিয়ড চলছে।
হাওয়া-বদলের জোর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতে যে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধ করে দেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে আগামী মঙ্গলবার ও বুধবার সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।
হাওয়া-বদলের জোর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতে যে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধ করে দেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে আগামী মঙ্গলবার ও বুধবার সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।
পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। এই দুই জেলারই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের অনেকেই সমুদ্র মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সপ্তাহের শুরুর দু’দিন তাঁদের সমুদ্রযাত্রায় নিষেধ করা হয়েছে ঝড় বৃষ্টির কথা মাথায় রেখে।
পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। এই দুই জেলারই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের অনেকেই সমুদ্র মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সপ্তাহের শুরুর দু’দিন তাঁদের সমুদ্রযাত্রায় নিষেধ করা হয়েছে ঝড় বৃষ্টির কথা মাথায় রেখে।
সোম-থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে বাংলার কোনও জায়গাতেই তাপমাত্রা ৪০-এর উপরে থাকবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু বৃষ্টিপাতই নয়, সঙ্গে বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।
সোম-থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে বাংলার কোনও জায়গাতেই তাপমাত্রা ৪০-এর উপরে থাকবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু বৃষ্টিপাতই নয়, সঙ্গে বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।
কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল থাকবে সমুদ্র। এতদিন পর্যন্ত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে পারছিল না বাংলায়। সেই কারণেই এই শুষ্ক গরম ছিল দক্ষিণের জেলাগুলিতে। তবে সোমবার থেকেই দাবদাহ থেকে তো আপাতত মুক্তি মিলছেই, সঙ্গে আবহাওয়ার এতটাই ভোল-বদল হয়ে যে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতর সতর্কবার্তা জারি করেছে মৎস্যজীবীদের জন্য।
কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল থাকবে সমুদ্র। এতদিন পর্যন্ত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে পারছিল না বাংলায়। সেই কারণেই এই শুষ্ক গরম ছিল দক্ষিণের জেলাগুলিতে। তবে সোমবার থেকেই দাবদাহ থেকে তো আপাতত মুক্তি মিলছেই, সঙ্গে আবহাওয়ার এতটাই ভোল-বদল হয়ে যে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতর সতর্কবার্তা জারি করেছে মৎস্যজীবীদের জন্য।
মৎস্যজীবীদের সতর্কতা বিষয়ে দিঘা ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে সমুদ্র উত্তল থাকলে ও মৎস্যজীবীদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। কারণ সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে পাড়ি দেওয়া মৎস্যজীবীদের ট্রলার এখন মৎস্য খুঁটিগুলিতে রয়েছে। তবুও আবহাওয়া দফতরের এই সর্তকতা মৎস্যজীবীদের জানানো হয়েছে।'
মৎস্যজীবীদের সতর্কতা বিষয়ে দিঘা ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে সমুদ্র উত্তল থাকলে ও মৎস্যজীবীদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। কারণ সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে পাড়ি দেওয়া মৎস্যজীবীদের ট্রলার এখন মৎস্য খুঁটিগুলিতে রয়েছে। তবুও আবহাওয়া দফতরের এই সর্তকতা মৎস্যজীবীদের জানানো হয়েছে।’
প্রসঙ্গতা পূর্ব মেদিনীপুর জেলায় সোমবারের পর থেকেই কালবৈশাখীর ঝড় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। এই সপ্তাহে স্বস্তির আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ ঝড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে। মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গতা পূর্ব মেদিনীপুর জেলায় সোমবারের পর থেকেই কালবৈশাখীর ঝড় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। এই সপ্তাহে স্বস্তির আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ ঝড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে। মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Madhyamik Result 2024: মাধ্যমিকের কয়েকদিন আগে বাবার মৃত্যু! চোখের জলে পরীক্ষা ছাত্রের, দারুণ নম্বর পেয়ে চমকে দিল

হলদিয়া: পরীক্ষা শুরুর আগে হঠাৎই বাবার মৃত্যু। মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। কিন্তু এত সব হওয়ার পরও বিন্দুমাত্র বিচলিত না হয়ে জীবনের প্রথম পরীক্ষায় বসে সফলতার সঙ্গে উত্তরণ এক মাধ্যমিক পরীক্ষার্থীর। সুতাহাটার অনন্তপুর দেশপ্রাণ জাতীয় বিদ্যামন্দির স্কুলের ছাত্র বাবার মৃত্যুশোক কাটিয়ে মাধ্যমিক ৮০ শতাংশ নম্বর পেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষায় সফলতা লাভ করল।

মাধ্যমিক পরীক্ষার দেড় মাস আগে বাবা মারা গিয়েছিল। সেই শোক কাটিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে ৮০ শতাংশ নম্বর পেয়েছে হলদিয়ার চাউলখোলা গ্রামের ১৬ বছরের পবিত্র দাস। পবিত্ররা পাঁচ ভাই বোন। পরিবারের ছোট ছেলে সে। বড় দুই দিদির বিয়ে হয়ে গিয়েছে। ছোট দিদি কলকাতায় একটি নেটওয়ার্ক সংস্থার অস্থায়ী কর্মী। দাদা টিউশনি কড়ায়। দুই ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন মা বাসন্তী দেবী।

বাবাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার। বর্তমানে বাড়িতে গরু, ছাগল, মুরগী প্রতিপালন করে এবং ছেলে-মেয়ের সামান্য উপার্জনের টাকায় কোনও রকমে সংসার চলছে। কিন্তু পরিবারে অভাব অনটন থাকলেও ছোট ছেলের পড়াশোনা বন্ধ হতে দেবেন না। তাঁর প্রাপ্ত নম্বর ৫৬৬। পবিত্র বিজ্ঞান বিভাগে পড়ে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। সুতাহাটার অনন্তপুর দেশপ্রাণ জাতীয় বিদ্যামন্দির স্কুলের পড়ুয়া পবিত্র। তাঁর এই সাফল্যে খুশি গ্রামের প্রতিবেশী-সহ স্কুলের শিক্ষক, শিক্ষিকারা।

আরও পড়ুন: ঘরজুড়ে সত্যজিতের ছবি, আমার জন্য মাছের ঝোল আনা… বিদ্যা আমাদের চেয়ে অনেক বেশি বাঙালি: শীর্ষা

পবিত্র জানিয়েছে, তার বাবা চেয়েছিল‌ সে যেন ভাল পড়াশোনা করে একদিন ইঞ্জিনিয়ার হতে পারে। বাবার স্বপ্ন পূরণ করতে জীবনের পরবর্তী লড়াইয়ে নামতে প্রস্তুত। পবিত্রর স্কুলের শিক্ষকরা জানিয়েছে প্রথম থেকেই ও খুব ভাল পড়াশোনায়। কিন্ত পরীক্ষার কিছুদিন আগে ওর বাবা মারা যাওয়ার জন্য পড়াশোনা কিছুটা ব্যাহত হয়েছিল, না হলে আরও বেশি নম্বর পেতে পারত। স্কুলের প্রধান শিক্ষক সুকুমার মণ্ডল, সহ-শিক্ষক জয়দেব পালরা জানান, তাঁরা পবিত্রর পাশে রয়েছেন। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি ফী মুকুব-সহ সমস্ত রকম ভাবে সহযোগিতা করতে প্রস্তুত শিক্ষক শিক্ষিকারা।

পবিত্রের মা বাসন্তী দাস বলেন, “বিজ্ঞান বিভাগের সমস্ত বিষয়ে পৃথক শিক্ষক দেওয়ার ক্ষমতা নেই। তবুও চেষ্টা করব ছেলের যেন পড়াশোনায় কোনওরকম সমস্যা না হয়।” পড়াশোনার ফাঁকে কম্পিউটারে তালিম নেওয়ার পাশাপাশি মাকে সাহায্য করতে বাড়িতে পশুপাখি প্রতিপালন করে পবিত্র। প্রত্যেকদিন সন্ধ্যা হলেই নিয়ম করে প্লাস্টারহীন ছোট ঘরে বসে পড়াশোনায় মন দেয় সে। জীবনের লক্ষ্য আরও বড়। তাই সামনের সংগ্রামের লড়াইয়ের মনে মনে প্রস্তুতি নিচ্ছে পবিত্র। বাবার স্বপ্ন পূরণের প্রাথমিক ধাপ পেরিয়েছে। আগামী দিনে সব বাধাবিপত্তি এড়িয়ে পড়াশোনায় সফল হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে পবিত্র।

সৈকত শী

Rain: বৃষ্টি শুরু বাংলায়, উত্তাল সমুদ্র ফুঁসছে, ৭ জেলায় কালবৈশাখী? ৫দিন কোন জেলায় কত বৃষ্টি? বিরাট পূর্বাভাস

*বৃষ্টি শুরু বাংলায়। বাঁকুড়ায় শুরু হয়েছে একেবারে ঝিরিঝিরি বৃষ্টি। দক্ষিণের একাধিক জেলায় সপ্তাহের শুরুতেই বৃষ্টিপাতের পূর্বাভাস ছিলই। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই সকাল থেকেই মেঘলা আকাশ। বইছে ঝোড়ো হাওয়া। দুপুরের গড়ালেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশ কয়েকটি জেলায় আকাশ কালো হয়ে রয়েছে, যে কোনও মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে। বইছে ঝোড়ো হাওয়া। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
*বৃষ্টি শুরু বাংলায়। বাঁকুড়ায় শুরু হয়েছে একেবারে ঝিরিঝিরি বৃষ্টি। দক্ষিণের একাধিক জেলায় সপ্তাহের শুরুতেই বৃষ্টিপাতের পূর্বাভাস ছিলই। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই সকাল থেকেই মেঘলা আকাশ। বইছে ঝোড়ো হাওয়া। দুপুরের গড়ালেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশ কয়েকটি জেলায় আকাশ কালো হয়ে রয়েছে, যে কোনও মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে। বইছে ঝোড়ো হাওয়া। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
*বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলায় আগামী দু’ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা। ফাইল ছবি। 
*বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলায় আগামী দু’ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা। ফাইল ছবি।
*আগামিকাল, মঙ্গলবার কলকাতায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। আজ, সোমবার দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ ফাইল ছবি। 
*আগামিকাল, মঙ্গলবার কলকাতায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। আজ, সোমবার দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ ফাইল ছবি।
*ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। এটা নিয়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আগামী ৪৮ ঘণ্টায় ঝড়বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।
*ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। এটা নিয়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আগামী ৪৮ ঘণ্টায় ঝড়বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।
*সমুদ্রে দমকা ঝোড়ো হাওয়া। গতিবেগ ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার হতে পারে। উপকূলে জলোচ্ছ্বাসের সতর্কতা। মৎস্যজীবীদের জন্য সতর্কতা মঙ্গলবার পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
*সমুদ্রে দমকা ঝোড়ো হাওয়া। গতিবেগ ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার হতে পারে। উপকূলে জলোচ্ছ্বাসের সতর্কতা। মৎস্যজীবীদের জন্য সতর্কতা মঙ্গলবার পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
*বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হতে পারে কয়েকজেলার কিছু এলাকা। কালবৈশাখীর সতর্কতা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে বা তার বেশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
*বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হতে পারে কয়েকজেলার কিছু এলাকা। কালবৈশাখীর সতর্কতা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে বা তার বেশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
*ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া।
*ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া।
*কলকাতা-সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
*কলকাতা-সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
*অবশেষে দক্ষিণবঙ্গ জুড়ে স্বস্তির বার্তা হাওয়া অফিসের। সোমবার থেকেই জেলায় জেলায় আবহাওয়া বদলাবে। আবহাওয়া বদলে কমবে তাপমাত্রা ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তীব্র দাবদাহ থেকে মুক্তি পাবে বঙ্গবাসী। ফাইল ছবি। 
*অবশেষে দক্ষিণবঙ্গ জুড়ে স্বস্তির বার্তা হাওয়া অফিসের। সোমবার থেকেই জেলায় জেলায় আবহাওয়া বদলাবে। আবহাওয়া বদলে কমবে তাপমাত্রা ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তীব্র দাবদাহ থেকে মুক্তি পাবে বঙ্গবাসী। ফাইল ছবি।
*দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই সোমবার থেকেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি। 
*দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই সোমবার থেকেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
*আগামী ৪-৫দিন পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখীর ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি। 
*আগামী ৪-৫দিন পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখীর ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
*আজ সোমবার দুপুরের পর পর পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-সহ জেলার সর্বত্রই কালবৈশাখীর সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফাইল ছবি। 
*আজ সোমবার দুপুরের পর পর পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-সহ জেলার সর্বত্রই কালবৈশাখীর সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফাইল ছবি।
*সোমবার সকাল থেকেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই আংশিক মেঘলা আকাশ। বইছে ঝোড়ো হাওয়া। আগামী কয়েকদিন একইরকম থাকবে, পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া। ফাইল ছবি। 
*সোমবার সকাল থেকেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই আংশিক মেঘলা আকাশ। বইছে ঝোড়ো হাওয়া। আগামী কয়েকদিন একইরকম থাকবে, পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া। ফাইল ছবি।
*শেষ ২৪ ঘণ্টায় রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়া। ৭ মে সোমবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। ফাইল ছবি। 
*শেষ ২৪ ঘণ্টায় রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়া। ৭ মে সোমবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। ফাইল ছবি।
*পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কাঁথি হলদিয়ায় এগরা সর্বত্রই সোমবার দুপুরের পর পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। ফাইল ছবি। 
*পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কাঁথি হলদিয়ায় এগরা সর্বত্রই সোমবার দুপুরের পর পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। ফাইল ছবি।
*আগামী ৪-৫দিন পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখীর ঝড়-বৃষ্টি-সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা জেলার সর্বত্রই। ফাইল ছবি। 
*আগামী ৪-৫দিন পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখীর ঝড়-বৃষ্টি-সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা জেলার সর্বত্রই। ফাইল ছবি।
*পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও অন্যান্য জেলায় কালবৈশাখীর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কালবৈশাখীর ঝড়বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি। 
*পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও অন্যান্য জেলায় কালবৈশাখীর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কালবৈশাখীর ঝড়বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
*চলতি সপ্তাহে বাংলা জুড়ে তীব্র দাবদাহ থেকে মুক্তি মিলবে সাধারণ মানুষের। আগামী কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে কমছে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি। 
*চলতি সপ্তাহে বাংলা জুড়ে তীব্র দাবদাহ থেকে মুক্তি মিলবে সাধারণ মানুষের। আগামী কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে কমছে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি।
*বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব। সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র উপকূল ও সমুদ্রের মধ্যে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। সমুদ্রের জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। দিঘা থেকে বকখালি সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে জোয়ারের সময়। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। ফাইল ছবি।
*বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব। সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র উপকূল ও সমুদ্রের মধ্যে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। সমুদ্রের জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। দিঘা থেকে বকখালি সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে জোয়ারের সময়। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। ফাইল ছবি।

BJP Candidate Soumendu Adhikari: কোটিপতি সৌমেন্দু! শুভেন্দুর ভাইয়ের জমি-গাড়ি-গয়নার পরিমান চোখ কপালে তুলবে! প্রকাশ্যে এল হিসেব

*হাতে রয়েছে নগদ মাত্র ৩০ হাজার টাকা। নির্বাচনী অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৫ হাজার টাকা। কিন্তু বিভিন্ন সেভিংস অ্যাকাউন্ট বিনিয়োগ, ফ্যাট-গাড়ি-জমিজমা মিলিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর। প্রতিবেদনঃ সৈকত শী। 
*হাতে রয়েছে নগদ মাত্র ৩০ হাজার টাকা। নির্বাচনী অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৫ হাজার টাকা। কিন্তু বিভিন্ন সেভিংস অ্যাকাউন্ট বিনিয়োগ, ফ্যাট-গাড়ি-জমিজমা মিলিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর। প্রতিবেদনঃ সৈকত শী। 
*২৫ মে কাঁথি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। প্রতি লোকসভায় মূলত রাজ্যের শাসক ও প্রধান বিরোধী দলের লড়াই। এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অধিকারী পরিবার থেকেই। অধিকারী পরিবারের ছোট পুত্র সৌমেন্দু এই লোকসভার প্রার্থী। আর নির্বাচন কমিশনে দেওয়া সৌমেন্দুর হল নামায় কোটি কোটি টাকার সম্পত্তি। সংগৃহীত ছবি। 
*২৫ মে কাঁথি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। প্রতি লোকসভায় মূলত রাজ্যের শাসক ও প্রধান বিরোধী দলের লড়াই। এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অধিকারী পরিবার থেকেই। অধিকারী পরিবারের ছোট পুত্র সৌমেন্দু এই লোকসভার প্রার্থী। আর নির্বাচন কমিশনে দেওয়া সৌমেন্দুর হল নামায় কোটি কোটি টাকার সম্পত্তি। সংগৃহীত ছবি।
*২ মে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী, তার মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়ন পত্রের হলফনামায় অস্থাবর ও স্থাবর মিলিয়ে আড়াই কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে সৌমেন্দু অধিকারীর। যার মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮ লক্ষ ৭৯ হাজার ৯৯৩ টাকা। সংগৃহীত ছবি। 
*২ মে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী, তার মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়ন পত্রের হলফনামায় অস্থাবর ও স্থাবর মিলিয়ে আড়াই কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে সৌমেন্দু অধিকারীর। যার মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮ লক্ষ ৭৯ হাজার ৯৯৩ টাকা। সংগৃহীত ছবি।
*সৌমেন্দু অধিকারী হলফনামায় জানিয়েছেন, তাঁর হাতে রয়েছে মাত্র নগদ ৩০ হাজার টাকা। তাঁর নির্বাচনী অ্যাকাউন্টে রয়েছে ৫ হাজার টাকা। এছাড়াও তার বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিস মিলে মোট ১৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৫ লক্ষ ৫২ হাজার ৫৩২ টাকা। সংগৃহীত ছবি। 
*সৌমেন্দু অধিকারী হলফনামায় জানিয়েছেন, তাঁর হাতে রয়েছে মাত্র নগদ ৩০ হাজার টাকা। তাঁর নির্বাচনী অ্যাকাউন্টে রয়েছে ৫ হাজার টাকা। এছাড়াও তার বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিস মিলে মোট ১৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৫ লক্ষ ৫২ হাজার ৫৩২ টাকা। সংগৃহীত ছবি।
*একটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট রয়েছে ৯ লক্ষ ৮২ হাজার ৭৮৪ টাকা। এ ছাড়াও মিউচুয়াল ফান্ড ও বিভিন্ন জীবনবীমায় বিনিয়োগ রয়েছে ৪৮ লক্ষ ১৫ হাজার ১৬০ টাকা। সৌমেন্দুর কাছে রয়েছে মোট ২০ গ্রাম সোনা ও তিনটি গাড়ি। সংগৃহীত ছবি। 
*একটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট রয়েছে ৯ লক্ষ ৮২ হাজার ৭৮৪ টাকা। এ ছাড়াও মিউচুয়াল ফান্ড ও বিভিন্ন জীবনবীমায় বিনিয়োগ রয়েছে ৪৮ লক্ষ ১৫ হাজার ১৬০ টাকা। সৌমেন্দুর কাছে রয়েছে মোট ২০ গ্রাম সোনা ও তিনটি গাড়ি। সংগৃহীত ছবি।
*বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫৩ লক্ষ টাকার। সম্পত্তিতে তিনি দেখিয়েছেন তাঁর কৃষিযোগ্য জমি রয়েছে। এ ছাড়াও দুটি ফ্ল্যাট রয়েছে যার মধ্যে একটি কলকাতায়। তার ব্যবসাযোগ্য জমি ও বিল্ডিং রয়েছে। সংগৃহীত ছবি। 
*বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫৩ লক্ষ টাকার। সম্পত্তিতে তিনি দেখিয়েছেন তাঁর কৃষিযোগ্য জমি রয়েছে। এ ছাড়াও দুটি ফ্ল্যাট রয়েছে যার মধ্যে একটি কলকাতায়। তার ব্যবসাযোগ্য জমি ও বিল্ডিং রয়েছে। সংগৃহীত ছবি।
*সৌমেন্দু অধিকারী তার হলফনামায় সম্পত্তির বিবরণে জানিয়েছেন জায়গা জমি বেশিরভাগই তিনি উপহারস্বরূপ পেয়েছেন। সৌমেন্দু তার হলফনামায় আরও জানিয়েছেন, তাঁর একটি গাড়ির ঋণ রয়েছে। সেই ঋণের পরিমাণ ২ লক্ষ ৮৭ হাজার ৯৭০ টাকা। সংগৃহীত ছবি। 
*সৌমেন্দু অধিকারী তার হলফনামায় সম্পত্তির বিবরণে জানিয়েছেন জায়গা জমি বেশিরভাগই তিনি উপহারস্বরূপ পেয়েছেন। সৌমেন্দু তার হলফনামায় আরও জানিয়েছেন, তাঁর একটি গাড়ির ঋণ রয়েছে। সেই ঋণের পরিমাণ ২ লক্ষ ৮৭ হাজার ৯৭০ টাকা। সংগৃহীত ছবি।
*সৌমেন্দু অধিকারী তার হলফনামায় সম্পত্তির বিবরণে জানিয়েছেন জায়গা জমি বেশিরভাগই তিনি উপহারস্বরূপ পেয়েছেন। সৌমেন্দু তার হলফনামায় আরও জানিয়েছেন, তাঁর একটি গাড়ির ঋণ রয়েছে। সেই ঋণের পরিমাণ ২ লক্ষ ৮৭ হাজার ৯৭০ টাকা। সংগৃহীত ছবি। 
*সৌমেন্দু অধিকারী তার হলফনামায় সম্পত্তির বিবরণে জানিয়েছেন জায়গা জমি বেশিরভাগই তিনি উপহারস্বরূপ পেয়েছেন। সৌমেন্দু তার হলফনামায় আরও জানিয়েছেন, তাঁর একটি গাড়ির ঋণ রয়েছে। সেই ঋণের পরিমাণ ২ লক্ষ ৮৭ হাজার ৯৭০ টাকা। সংগৃহীত ছবি।
*সৌমেন্দু আয়ের উৎস হিসেবে দেখিয়েছে ব্যবসা ও সমাজসেবা। সৌমেন্দুর হলফনামা অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে সৌমেন্দু অধিকারীর আয় ১১ লক্ষ ২০৯০ টাকা। সংগৃহীত ছবি। 
*সৌমেন্দু আয়ের উৎস হিসেবে দেখিয়েছে ব্যবসা ও সমাজসেবা। সৌমেন্দুর হলফনামা অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে সৌমেন্দু অধিকারীর আয় ১১ লক্ষ ২০৯০ টাকা। সংগৃহীত ছবি।
*কাঁথি লোকসভা কেন্দ্রে এ বারের লোকসভা নির্বাচনে হেভিওয়েট প্রার্থী সৌমেন্দু অধিকারী। তার বিপরীতে রয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের উত্তম বারিক। এবং বাম কংগ্রেস মিলিত জোটের প্রার্থী উর্বশী বন্দ্যোপাধ্যায়। মূলত এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপির লড়াই। কে হাসবে তা জানা যাবে ৪ জুন। সংগৃহীত ছবি।
*কাঁথি লোকসভা কেন্দ্রে এ বারের লোকসভা নির্বাচনে হেভিওয়েট প্রার্থী সৌমেন্দু অধিকারী। তার বিপরীতে রয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের উত্তম বারিক। এবং বাম কংগ্রেস মিলিত জোটের প্রার্থী উর্বশী বন্দ্যোপাধ্যায়। মূলত এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপির লড়াই। কে হাসবে তা জানা যাবে ৪ জুন। সংগৃহীত ছবি।

Lok Sabha Election 2024: আর মাত্র ২০ দিন! কঠিন তমলুকে ‘হেভিওয়েট’ নয়, ‘ঘরের ছেলে’ হয়েই থাকতে চান CPIM-এর সায়ন

ময়না: লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত বেশি প্রচারের ঝড় উঠেছে প্রতিটি দলের। সকাল থেকে রাত্রি কোনও সময়ই ভোটের প্রচার বাদ যাচ্ছে না। এমনকী উৎসবের দিনগুলোতেও প্রচার ও জনসংযোগ কর্মসূচি জারি রেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

রবিবাসরীয় প্রচারে বাড়ি বাড়ি জনসংযোগে জোর তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দোপাধ‍্যায়। ২৫ মে তমলুক লোকসভার ভোট গ্রহণ। মাঝে মাত্র কুড়ি দিন। ৫ মে রবিবার ভোট প্রচারে বাড়ি বাড়ি জনসংযোগে জোর দিলেন সায়ন বন্দোপাধ‍্যায়।

আরও পড়ুন: ফোনের গ‍্যালারিতেই সেভ হয়ে যাবে ইউটিউব ভিডিও! ডেটা ছাড়াই দেখুন যখন খুশি, ৯৯% লোকজনই জানেন না এই সহজ উপায়

পশ্চিমবঙ্গের মোট ৪২ টি লোকসভা আসনের নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রটি এবার বাড়তি গুরুত্ব পেয়েছে। তমলুক লোকসভা কেন্দ্রটি এবার নির্বাচনে হাই প্রোফাইল লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে বামেদের বাজি হাইকোর্টের আইনজীবী তথা ও যুব বাম নেতা সায়ন বন্দোপাধ‍্যায়।

লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই তমলুকের মাঠঘাট রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে সায়ন বন্দোপাধ‍্যায়। তীব্র দাবদহ উপেক্ষা করে ভোট প্রচার ও জনসংযোগ জারি রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রথম রবিবারই ময়নার তিল খোজা গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে টোটোয় করে ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে জনসংযোগ সারলেন সায়ন।

লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ব্যস্ততা তুঙ্গে উঠেছে। তীব্র দাবদহ উপেক্ষা করেও তাই প্রচারে ঝড় তুলতে মরিয়া প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা চষে প্রচার চালাচ্ছেন।

এবার লোকসভা ভোটের প্রচারে অভিনবত্ব আনতে একাধিক উপায় অবলম্বন করেছে সায়ন বন্দোপাধ‍্যায়। তীব্র রোদের মধ্যেই টোটোয় করে ময়নার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন তিনি।

সৈকত শী