Category Archives: খেলা

RCB vs DC: দিল্লিকে উড়িয়ে প্লেঅফের আশা জিইয়ে রাখল আরসিবি, রাস্তা কঠিন হল সৌরভদের

পরপর ৬ ম্যাচ হারের পর টানা পাঁচ ম্যাচ জয়। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফের ক্ষীণ আশা জিইয়ে রাখল বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। দিল্লিকে ৪৭ রানে হারাল আরসিবি। অপরদিকে, আরসিবির বিরুদ্ধে হেরে ১৬ পয়েন্ট পৌছানোর লক্ষ্য হাতছাড়া করল দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই এখন প্লেঅফে পৌছতে হলে নিজেদের শেষ ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির হয়ে রজত পাতিদার ঝোড়ো ৩২ বলে ৫২, উইল জ্যাকসের ২৯ বলে ৪১ ও বিরাট কোহলির ১৩ বলে ২৭ রান করেন। ফাফ ডুপ্লেসি, মাহিপাল লোমরর, দীনে কার্তিকরা রান না পাওয়া ২০০-র নীচে থামতে হয় আরসিবিকে। দিল্লির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন খালিল আহমেদ, রাশিখ সালাম।

আরও পড়ুনঃ T20 World Cup 2024 Prize Money: ভারত টি-২০ বিশ্বকাপ জিতলে কত কোটি টাকা পাবে? টাকার অঙ্ক ভেঙে দেবে অতীতের সব রেকর্ড

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেল ৫৭ রানের লড়াকু ইনিংস না খেললে আরও শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হত দিল্লি ক্যাপিটালসকে। মাঝে সাই হোপস ও অক্ষর প্যাটেলের ৫৬ রানের পার্টনারশিপ ছাড়া কোনও জুটি গড়ে ওঠেনি। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। সহজ জয় পায় আরসিবি।

IPL 2024 CSK vs RR: বিরলভাবে আউট জাদেজা, তবুও রাজস্থানকে হারিয়ে প্লে-অফের দৌড়ে এক ধাপ এগোলেন ধোনিরা

রাজস্থানকে পাঁচ উইকেটে হারিয়ে প্লে-অফের দৌড়ে এক ধাপ এগোলেন ধোনিরা। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে উঠলেন ধোনিরা। ধোনিদের জয়ের দিনে চর্চায় উঠে এল জাদেজার উইকেট।

রবিবার চিপকে চেন্নাই বনাম রাজস্থান ম্যাচে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান তোলে রাজস্থান। আরআরের হয়ে ৩৫ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন রিয়ান পরাগ। চেন্নাইয়ের হয়ে সেরা বোলিং করেন সিমারজিৎ সিং। চার ওভার বল করে ৩ উইকেট নিয়ে মাত্র ২৬ রান দিয়েছেন সিমরজিৎ। পরে ব্যাট করতে নেমে ১.৪ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান ঋতুরাজের, ৪১ বলে ৪২ করে অপরাজিত থাকেন ঋতুরাজ।

আরও পড়ুন: কেকেআরকে প্লে-অফে তুলেই লজ্জার রেকর্ড নারিনের, কী করেছেন নাইট তারকা?

চেন্নাইয়ের জয়ের দিনে সবচেয়ে বেশি চর্চায় জাদেজার উইকেট। ১৬ তম ওভারে ব্যাট করছিলেন জাদেজা এবং ঋতুরাজ। আবেশ খানের বলে জাদেজা দুই রান নিতে চাইলেও ঋতুরাজ রাজি হননি। কিন্তু জাদেজা ক্রিজ থেকে বেরিয়ে যান। তখন সঞ্জু স্যামসন বল ধরে উইকেটের দিকে ছুড়তে যান। বল উইকেটে না লেগে জাদেজার গায়ে লাগে। রাজস্থান আউট চাইলে অবস্ট্রাক্টিং দ্য ফিলড নিয়মে আউট হন জাদেজা।

আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

এ দিন জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রইল চেন্নাই। অন্য দিকে, ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই রইল রাজস্থান।

T20 World Cup 2024 Prize Money: ভারত টি-২০ বিশ্বকাপ জিতলে কত কোটি টাকা পাবে? টাকার অঙ্ক ভেঙে দেবে অতীতের সব রেকর্ড

আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪। আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। প্রথমবার টি-২০ বিশ্বকাপের ইতিহাসে অংশ নিতে চলেছে মোট ২০টি দেশ। ফাইনাল ২৯ জুন।
আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪। আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। প্রথমবার টি-২০ বিশ্বকাপের ইতিহাসে অংশ নিতে চলেছে মোট ২০টি দেশ। ফাইনাল ২৯ জুন।
৫ জুন থেকে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই।
৫ জুন থেকে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই।
টি-২০ বিশ্বকাপ শুরুর দিন যত এগিয়ে আসছে ততই প্রতিযোগিতার নানা বিষয় নিয়ে জানার কৌতুহল বাড়ছে ক্রিকেট প্রেমিদের। টি-২০ বিশ্বকাপ জিতলে কত টাকা পাওয়া যায় এই বিষয়টি কিন্তু অনেকের কাছেই অজানা।
টি-২০ বিশ্বকাপ শুরুর দিন যত এগিয়ে আসছে ততই প্রতিযোগিতার নানা বিষয় নিয়ে জানার কৌতুহল বাড়ছে ক্রিকেট প্রেমিদের। টি-২০ বিশ্বকাপ জিতলে কত টাকা পাওয়া যায় এই বিষয়টি কিন্তু অনেকের কাছেই অজানা।
এবার টি-২০ বিশ্বকাপে কার্যত টাকার বৃষ্টি করবতে চলেছে আইসিসি। কারণ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট পুরস্কার অর্থ হল ৫.৬ মিলিয়ন ডলার। ভারতীয় টাকায় যার মূল্য ৪৬.৭৭ কোটি টাকা।
এবার টি-২০ বিশ্বকাপে কার্যত টাকার বৃষ্টি করবতে চলেছে আইসিসি। কারণ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট পুরস্কার অর্থ হল ৫.৬ মিলিয়ন ডলার। ভারতীয় টাকায় যার মূল্য ৪৬.৭৭ কোটি টাকা।
জয়ী দল পাবে ১.৬ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় যার মূল্য ১৩.৩৬ কোটি টাকা। রানার্স দল পাবে ৬.৬৮ কোটি টাকা। অর্থাৎ টি-২০ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া দলের ওপরও টাকা বর্ষণ করা হবে।
জয়ী দল পাবে ১.৬ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় যার মূল্য ১৩.৩৬ কোটি টাকা। রানার্স দল পাবে ৬.৬৮ কোটি টাকা। অর্থাৎ টি-২০ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া দলের ওপরও টাকা বর্ষণ করা হবে।
একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলই পাবে প্রায় ৩.৩২ কোটি টাকা। যেখানে সুপার-১২ পর্ব থেকে বাদ পড়া দলগুলোও  সমানভাবে ৫.৮৫ কোটি টাকা ভাগ করে দেবে আইসিসি।
একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলই পাবে প্রায় ৩.৩২ কোটি টাকা। যেখানে সুপার-১২ পর্ব থেকে বাদ পড়া দলগুলোও সমানভাবে ৫.৮৫ কোটি টাকা ভাগ করে দেবে আইসিসি।

IPL 2024 Virat Kohli: আইপিএলের মরণবাঁচন ম্যাচে অনন্য নজিরের সামনে কিং কোহলি

বেঙ্গালুরু: ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ খেলতে নামতে চলেছে বেঙ্গালুরু। আপাতত দুই দলেরই পয়েন্ট ১২। এই ম্যাচ যে দল জিতবে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকবে সেই দল, অন্য দিকে যে দল হারবে প্লে-অফের আশা শেষ হবে সেই দলের। কার্যত নক-আউট সেই ম্যাচে বিরল নজিরের সামনে কিং কোহলি।

আরও পড়ুন: কেকেআরকে প্লে-অফে তুলেই লজ্জার রেকর্ড নারিনের, কী করেছেন নাইট তারকা?

দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আরসিবির হয়ে ২৫০টি ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন বিরাট কোহলি। একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে এত ম্যাচ খেলার রেকর্ড অন্য কোনও ক্রিকেটারের নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং বিরাট কোহলি, নাম দুটো যেন একে অপরের পরিপূরক। ২০০৮ সালে আরসিবির জার্সি গায়ে চাপিয়েছিলেন বিরাট কোহলি। তার পরে ১৭ বছর বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অনেক পট পরিবর্তন ঘটেছে, কিন্তু মরচে ধরেনি বিরাট-আরসিবি সম্পর্কে। তবে সেই ২০০৭ থেকে শত চেষ্টা করেও বিরাট যেটা পাননি সেটা হল আইপিএল ট্রফি। তিন বার রানার্স এবং চার বার প্লে-অফে উঠেও আইপিএল জিততে পারেননি বিরাট।

আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

১৭ বছরে ২৪৯টি ম্যাচ খেলে ৭৮৯৭ রান করেছেন বিরাট, করেছেন ৮টি শতরান এবং ৫৫টি অর্ধ শতরান। আইপিএলের সব মরসুম মিলিয়ে স্ট্রাইক রেট ১৩১.৬৪। এই বছর দুরন্ত ছন্দে আছেন বিরাট, ১২টি ম্যাচ খেলে ৪১৩ বলে ৬৩৪ রান করেছেন তুমি।

বাবা ‘ক্রিকেটের দৈত্য’, মেয়ে দেখার মতো সুন্দরী! আইপিএলে সবার নজরে এই মহিলা

তাঁর বাবাকে বলা হত- ক্রিকেটের দৈত্য। বিরাট চেহারা। ঠিক তেমনই চেহারার সঙ্গে মানানসই আক্রমণাত্মক ব্যাটিং করতেন তিনি। এখনও চিনতে পারলেন না?
তাঁর বাবাকে বলা হত- ক্রিকেটের দৈত্য। বিরাট চেহারা। ঠিক তেমনই চেহারার সঙ্গে মানানসই আক্রমণাত্মক ব্যাটিং করতেন তিনি। এখনও চিনতে পারলেন না?
ম্যাথু হেডেনকে কে না চেনে! অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ভারতের বিরুদ্ধে বহু ম্যাচে দুরন্ত পারফর্ম করেছেন। এবার তাঁর মেয়ে আইপিএলে।
ম্যাথু হেডেনকে কে না চেনে! অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ভারতের বিরুদ্ধে বহু ম্যাচে দুরন্ত পারফর্ম করেছেন। এবার তাঁর মেয়ে আইপিএলে।
ক্রিকেট অ্যাঙ্কর হিসেবে জনপ্রিয় হচ্ছেন গ্রেস হেডেন। এবার তাঁকে দেখা যাচ্ছে আইপিএলে। তিনি সম্প্রচারকারী চ্যানেলের উপস্থাপিকা হিসেবে কাজ করছেন।
ক্রিকেট অ্যাঙ্কর হিসেবে জনপ্রিয় হচ্ছেন গ্রেস হেডেন। এবার তাঁকে দেখা যাচ্ছে আইপিএলে। তিনি সম্প্রচারকারী চ্যানেলের উপস্থাপিকা হিসেবে কাজ করছেন।
গ্রেস হেডেনকে একাধিকবার তাঁর বাবার সাক্ষাৎকার নিতেও দেখা গিয়েছে। তিনি এবার আইপিএলে সবার নজর টানছেন নিজের দিকে।
গ্রেস হেডেনকে একাধিকবার তাঁর বাবার সাক্ষাৎকার নিতেও দেখা গিয়েছে। তিনি এবার আইপিএলে সবার নজর টানছেন নিজের দিকে।
ভারত সফরে এসে গ্রেস আপ্লুত। এদেশের বিভিন্ন জায়গা ঘুরেছেন তিনি। ভারতের সংস্কৃতি তাঁকে অবাক করেছে বলেও জানিয়েছেন তিনি।
ভারত সফরে এসে গ্রেস আপ্লুত। এদেশের বিভিন্ন জায়গা ঘুরেছেন তিনি। ভারতের সংস্কৃতি তাঁকে অবাক করেছে বলেও জানিয়েছেন তিনি।
গ্রেস জানিয়েছেন, আর আগে তিনি বাবার মুখে ভারত সম্পর্কে শুনেছেন। এবার নিজের চোখে এদেশের বিভিন্ন জায়গা দেখে তিনি আপ্লুত।
গ্রেস জানিয়েছেন, আর আগে তিনি বাবার মুখে ভারত সম্পর্কে শুনেছেন। এবার নিজের চোখে এদেশের বিভিন্ন জায়গা দেখে তিনি আপ্লুত।
এবার আইপিএলে তাঁর সঞ্চালনা প্রশংসা কুড়িয়েছে। গ্রেস জানিয়েছেন, বাবার থেকেই তিনি প্রথম ক্রিকেট শিক্ষা পান।
এবার আইপিএলে তাঁর সঞ্চালনা প্রশংসা কুড়িয়েছে। গ্রেস জানিয়েছেন, বাবার থেকেই তিনি প্রথম ক্রিকেট শিক্ষা পান।

ভারতের নতুন কোচ কে? দ্রাবিড়ের পর আবার ২টো ‘বড়’ নাম, জয় শাহর ইঙ্গিত!

মুম্বই: রাহুল দ্রাবিড় আর ভারতীয় দলের কোচ হিসাবে কাজ করতে চান না। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পর দ্রাবিড়কে এক্সটেনশন দিয়েছিল বিসিসিআই। কিন্তু এবার আর তা হবে না।

এবার বিসিসিআই নতুন কোচের সন্ধান করবে। এর আগে ২ বছরের চুক্তিতে দ্রাবিড়কে দায়িত্ব দেওয়া হয়েছিল। সাপোর্ট স্টাফ-সহ ফের এক্সটেনশন দেওয়া হয়েছিল। তবে বিসিসিআই সচিব জয় শাহ এবার বলেছেন, ‘আমরা আগামী কয়েক দিনের মধ্যে কোচের পদের জন্য আহ্বান জানাব। রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে। ও কোচ হিসেবে থাকতে চাইলে পুনরায় আবেদন করতে হবে। আমরা তিন বছরের জন্য দীর্ঘমেয়াদী ভিত্তিতে নতুন কোচ খুঁজছি।’

আরও পড়ুন- ফিরল সেই ‘পুরনো’ কেকেআর! প্লে-অফে শাহরুখের দল, এবারই নাইটদের আসল চিন্তা

জানা যাচ্ছে, দ্রাবিড় আর নতুন করে আবেদন করবেন না। তা হলে পরবর্তী কোচ কে! দুটি নাম ভেসে আসছে। এক, ভিভিএস লক্ষ্মণ। দুই, বীরেন্দ্র শেহবাগ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বর্তমান চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ। তবে শেহবাগ কোনও পদে নেই আপাতত।

জানা যাচ্ছে, সচিন তেন্ডুলকর ইচ্ছেপ্রকাশ করলে তাঁকেও কোচ হিসেবে দায়িত্ব দিতে আগ্রহী বোর্ড। তবে পরিস্থিতি যা তাতে বিসিসিআই বিদেশি কোচের দিকেও ঝুঁকতে পারে। আর সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন জয় শাহ।

আরও পড়ুন- বিদেশি ক্রিকেটারদের পুরো টাকাই দেওয়া উচিত নয়! কাদের উদ্দেশে এমন বললেন গাভাসকর?

তিনি এদিন বলেছেন,  ‘আলাদা ফরম্যাটের জন্য আলাদা কোচের কোনও নজির নেই ভারতীয় ক্রিকেটে। আমাদের অনেক ক্রিকেটার অল ফরম্যাটে খেলে। ঋষভ পন্থ, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা সব ফরম্যাটে খেলে। ক্রিকেট উপদেষ্টা কমিটি শেষ কথা বলবে। ওরা যদি বিদেশি কোচ বেছে নেয়, তা হলে আমার কিছু বলার নেই।’

সানা প্রেম করলে আপত্তি আছে? ডোনার সোজা জবাব, সৌরভও শুনলে হা হয়ে যাবেন!

কলকাতা: তাঁদের মেয়ে এখন ২৪ বছর বয়সী এক যুবতী। তিনি থাকেন লন্ডনে। চাকরি করেন। মেয়ে কীভাবে জীবন কাটাবে, সে স্বাধীনতা তাঁর রয়েছে। তবুও মা-বাবার তো চিন্তার শেষ থাকে না! সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা কিন্তু এখনও সানাকে নিয়ে চিন্তিত।

সানা ছোট থেকেই পড়াশোনা নিয়েই এগোতে চেয়েছিলেন। সেই মতো পড়াশোনা শেষে তিনি এখন চাকরী জীবনে পা রেখেছেন। বাবা বিশ্ববিখ্যাত ক্রিকেটার, মা স্বনামধন্যা নৃত্যশিল্পী। তবুও সানা যেন কিছুটা প্রচারের আড়ালেই থাকেন!

আরও পড়ুন- প্লে-অফে উঠেই বিসিসিআইয়ের শাস্তির কোপে রমনদীপ, কী করেছেন কেকেআর ব্যাটার?

লন্ডনে নিজের মতো থাকেন সানা। মাঝেমধ্যে বাড়ি আসেন। লন্ডনে থাকেন বলেই হয়তো চাকরিক্ষেত্রে তাঁর সৌরভের মেয়ে বলে শুনতে হয় না। তবে মায়ের সঙ্গে সানার সম্পর্ক বন্ধুর মতো। ব্যক্তিগত অনেক কথাই সানা মায়ের সঙ্গে শেয়ার করেন। একথা জানালেন ডোনা।

মেয়ে প্রেম করলে আপনার আপত্তি আছে? এই প্রশ্নের উত্তরে ডোনা বলেন, এতে আমার কোনও আপত্তি নেই। তবে আমি নিজে ওর জন্য জীবনসঙ্গী খুঁজতে চাই না। আমি ওকে বিয়ের জন্য জোরও করব না। ও যেটা ভাল বোঝে করবে। যদি ও বিয়ে করবে না বলেও ঠিক করে তাতেও আমার আপত্তি নেই।

আরও পড়়ুন- KKR: কেকেআরে পাকা রোহিত শর্মা? ইডেনে নাইটদের ড্রেসিংরুমে মিটিং! জানুন বিস্তারিত

ডোনা বলছিলেন, সাম্প্রতিক সময়ে ডিভোর্সের সংখ্যা বেড়েছে। তিনি কখনওই চান না মেয়ে বিচ্ছেদের যন্ত্রণার মধ্যে দিয়ে যাক। তাই জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সানার পূর্ণ স্বাধীনতা রয়েছে বলে জানান ডোনা। তবে মেয়ে যে কেরিয়ার নিয়ে প্রচণ্ড সিরিয়াস তা ডোনা জানেন। তাই এটাও জানেন, বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো সানা করবেন না আপাতত।

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপ যত এগিয়ে আসছে চিন্তা বাড়ছে ভারতীয় দলের! কারণ জানলে উদ্বেগ হবে আপনারও

আইপিএল ২০২৪-এর গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ লগ্নে চলেছে এসেছে। আইপিএল যত শেষের দিকে এগিয়ে যাচ্ছে ততই এগিয়ে আসছে টি-২০ বিশ্বকাপ শুরু তারিখ। ২ জুন থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে টি-২০ বিশ্বকাপের। কিন্তু বিশ্বকাপ শুরুর সময় যতই এগিয়ে আসছে ততই একটি বিষয় নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় ক্রিকেট প্রেমিদের। সেই চিন্তার কারণ হল রোহিত শর্মা।

টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার গুরু দায়িত্ব রয়েছে রোহিত শর্মার কাঁধে। সঙ্গে করতে হবে ওপেনিং। কিন্তু আইপিএলে শেষ কয়েকটি ম্যাচে একেবারেই রান নেই রোহিত শর্মার ব্যাটে। এবার আইপিএলে মোট ১৩টি ম্যাচে ওপেন করে রোহিত শর্মা করেছেন ৩৪৯ রান। যার মধ্যে একটি শতরান ও একটি ৪৯ রানের ইনিংস রয়েছে। প্রথম সাতটি ম্যাচে রোহিতেরে ব্যাট থেকে এসেছে ১৬৪.১ স্ট্রাইক রেট ২৯৭ রান।

কিন্তু শেষ ৬ম্যাচে রোহিত শর্মার ব্যাটে পুরোপুরি রানের খরা। পাঁচ ইনিংসে রোহিতের নামে রয়েছে মাত্র ৫২ রান। এর বাইরে তাঁর স্ট্রাইক রেট নেমে এসেছে ১০০-র নীচে। আইপিএলের আর একটি মাত্র ম্যাচ রয়েছে রোহিত শর্মার হাতে। ম্য়াচ প্র্যাকটিস বলতে সেটাই সম্বল। ফলে শেষ ম্যাচে রান না পেলে অফ ফর্মকে সঙ্গে নিয়েই টি-২০ বিশ্বকাপে নামবে হিটম্যান।

আরও পড়ুনঃ KKR News: রাসেলকে নিয়ে খারাপ খবর! প্লেঅফের আগে চিন্তা বাড়ল কেকেআরের? জানুন বিস্তারিত

রোহিত শর্মার মত সিনিয়র ক্রিকেটারের কাছে ফর্ম ফিরে পাওয়ার জন্য একটি ম্যাচই যথেষ্ট। নিজের অফ ফর্ম নিয়ে মাঠে একাধিকবার হতাশ হতে দেখা গিয়েছে রোহিতকে। ফর্মে ফিরতে মরিয়া তিনিও। রোহিতের টানা অফ ফর্ম একটু হলেও চিন্তা বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। তবে ফ্যানেরা আশা করছেন আইপিএলে রান না পেলেও, জাতীয় দলের জার্সি গায়ে স্বমহিমায় দেখা যাবে হিটম্যানকে।

IPL 2024 and t20 world cup 2024: বিদেশি ক্রিকেটারদের পুরো টাকাই দেওয়া উচিত নয়! কাদের উদ্দেশে এমন বললেন গাভাসকর?

আইপিএলের জন্য খেলতে এসে পুরো মরসুম না খেলেই দেশে ফিরে যাচ্ছেন বিদেশি খেলোয়াররা। আইপিএলের সঙ্গেই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি, তাই দেশের হয়ে খেলতে অনেক বিদেশি ক্রিকেটারই দেশে ফিরে যাচ্ছেন আইপিএল শেষের আগে। সেই নিয়েই এ বার মুখ খুললেন সুনীল গাভাসকর, সেই সঙ্গে বিদেশ খেলোয়ারদের আটকে রাখার পদ্ধতি বলে দিলেন গাভাসকর।

আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

আইপিএল শেষের আগেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড। ২২ মে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০ ম্যাচ খেলবে ইংল্যান্ড। অন্য দিকে আইপিএলের ফাইনাল ২৬ মে। তাই সেই সিরিজ খেলার জন্য ক্রিকেটারদের দলে যোগ দিতে বলা হয়েছে। সেই জন্যই আইপিএল পুরো না খেলেই দেশে ফিরে যাবেন ইংল্যান্ডের খেলোয়াররা। গাভাসকরের মতে যে সব খেলোয়াররা পুরো আইপিএল খেলবেন না তাদের বেতন কেটে নেওয়া উচিত।

আরও পড়ুন: কেকেআরকে প্লে-অফে তুলেই লজ্জার রেকর্ড নারিনের, কী করেছেন নাইট তারকা?

পাকিস্তান সিরিজের জন্য দেশে ফিরে যাবেন এক ঝাঁক ইংল্যান্ডের খেলোয়ার, সেই জন্য সমস্যায় পড়বে বেশ কিছু আইপিএল দল। প্লে-অফে রাজস্থান পাবে না জোস বাটলারকে, কেকেআর পাবে না ফিল সল্টকে, আর চেন্নাই দলে থাকবে না মইন আলি।

সুনীল গাভাসকর মি-ডেতে লিখেছেন, “যে সব খেলোয়ার আইপিএলের আগে দেশকে গুরুত্ব দিচ্ছেন, আমি তাদের পাশে আছি, কিন্তু তারা পুরো মরসুমের জন্য খেলতে পারবেন সেই জন্যই তারা আসেন। এখন যদি তারা পুরো মরসুম না খেলে নাম তুলে নেন, তা হলে ফ্র্যাঞ্জাইজিদের উপরে ছেড়ে দেওয়া উচিত কত টাকা তারা দেবে। একটি আইপিএল খেলে ক্রিকেটাররা যত টাকা পান বেশ কয়েক মরসুম দেশের হয়ে খেলেও হয়তো সেই পরিমাণ টাকা পান না।”

IPL 2024: প্লে-অফে উঠেই বিসিসিআইয়ের শাস্তির কোপে রমনদীপ, কী করেছেন কেকেআর ব্যাটার?

কেকেআর প্লে-অফে ওঠার পরেই দুঃসংবাদ কলকাতা শিবিরে। বিসিসিআইয়ের শাস্তির কোপে পড়লেন কেকেআর ব্যাটার রমনদীপ সিং। শনিবার মুম্বই ম্যাচে আইপিএলের আচরণবিধি ভাঙার জন্য বিপাকে পড়েছেন রমনদীপ।

ইডেনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আচরণ বিধি ভাঙার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হয়েছে রমনদীপের। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল ১ অপরাধ করেছেন রমনদীপ। তাই ম্যাচ রেফারি তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছেন, শাস্তি মেনেও নিয়েছেন রমনদীপ। তবে লেভেল শাস্তির ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।

আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২০ অনুচ্ছেদ মতে, ক্রিকেটীয় আচরণ অনুযায়ী স্বাভাবিক নয় এমন কিছু কাজ যেমন, উইকেটে ইচ্ছাকৃত আঘাত করা বা লাথি মারা, বিজ্ঞাপনী বোর্ড, সাজঘরের দরজা, জানলা বা অন্য কিছুর ক্ষতি করা এই ধরনের অপরাধের আওতায় পড়ে।

আরও পড়ুন: কেকেআরকে প্লে-অফে তুলেই লজ্জার রেকর্ড নারিনের, কী করেছেন নাইট তারকা?

ব্যাট হাতে মুম্বইয়ের বিরুদ্ধে ৮ বলে ১৭ রান করেছেন রমনদীপ, মেরেছেন একটি চার এবং একটি ছয়। কেকেআর ১৮ রানে মুম্বইকে হারিয়ে প্লে-অফে উঠেছে, সেই রাতের শাস্তির খবর এল নাইট শিবিরে। কলকাতা এর পরে খেলতে নামবে সোমবার, গুজরাতের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতে প্রথম দুইয়ে শেষ করাই লক্ষ্য হবে নাইটদের।