Category Archives: ক্রিকেট

Sanju Samson helps footballer : মানবিক সঞ্জু, কেরলের তরুণ ফুটবলারকে স্পেনে যাওয়ার বিমান খরচা দিলেন

 

#তিরুবন্তপুরম: মানবিক সঞ্জু স্যামসন। ভারতীয় দলে তার জায়গা পাকা হয়তো হয়নি। কিন্তু প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারো। এবার এমন একটা কাজ করলেন যার প্রশংসা না করলেই নয়। স্প্যানিশ লিগে পঞ্চম বিভাগীয় দল ভিরেগন দেল কামিনোয় মাসব্যাপী অনুশীলনের ডাক পেয়েছেন ভারতের কেরলের এক ফুটবলার। কিন্তু তাঁর জন্য স্পেনে উড়ে যাওয়া তো আর সহজ বিষয় না। আর্থিক সমস্যা থাকায় সাহায্য চেয়েছিলেন এই লেফট উইঙ্গার। কেরলের তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন তাতে দ্রুত সাড়া দিয়ে ফুটবলারটির স্পেনে উড়ে যাওয়ার বিমান খরচের ব্যবস্থা করে দেন।

আরও পড়ুন – East Bengal vs Mumbai City : বাঙালি গোলরক্ষকের হাতেই আইএসএলে ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব থাকছে নতুন মরশুমে

সংবাদমাধ্যম জানিয়েছে, স্যামসন নিজ পৃষ্ঠপোষকতায় আদর্শ পিআর নামের ওই ফুটবলারের বিমানের টিকিট খরচ তুলে দেন। স্থানীয় বিধানসভার সদস্য সাজি চেরেইন ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় কারাক্কাদ লিও ক্লাব ৫০ হাজার টাকা সাহায্য তুলেছে এ ফুটবলারের জন্য। বাকি তহবিলের ব্যবস্থা করেছেন সাজি চেরেইন, আর স্যামসন বহন করছেন তাঁর বিমানের টিকিট খরচ।

নিজের দীর্ঘ ফেসবুক পোস্টে চেরেইন লেখেন, সপ্তাহখানেক আগে আদর্শ নামে এক তরুণ আমার সঙ্গে দেখা করে। থিরুভাল্লা মার্থোমা কলেজে সে স্নাতক সম্পন্ন করেছে। সে দারুণ ফুটবলার। আদর্শ দারুণ এক সুযোগ পেয়েছে। কিন্তু আর্থিক সমস্যায় সে এই সুযোগ হারানোর ভয়ে ভীত ছিল। স্পেনের তৃতীয় বিভাগের (পঞ্চম বিভাগ) দল ভিরেগন দেল কামিনোয় এক মাস অনুশীলনের সুযোগ পেয়েছে সে। এ সময় সে অন্তত পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে। তাঁর পারফরম্যান্স ক্লাবগুলোর নজরে পড়লে চুক্তিও হয়ে যেতে পারে। আমাদের স্থানীয় ফুটবলারদের জন্য এমন কিছু স্বপ্নপূরণের সুযোগ।

চেরেইন এরপর লিখেছেন, ‘আমাদের প্রিয় তারকা সঞ্জু স্যামসন আদর্শর বিমান টিকিটের ব্যবস্থা করেছে। বাকিরাও যে যাঁর মতো পেরেছেন সাহায্য করেছেন। কারাক্কাদ লিও ক্লাব তার হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়েছে। একদিন পরই আদর্শ মাদ্রিদের উদ্দেশে রওনা দেবে। সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ভক্ত। আশা করি এ সুযোগ তার পথ খুলে দেবে।’

ভারতের হয়ে ১০টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলা স্যামসনকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দলে রাখেননি নির্বাচকেরা। এ নিয়ে অবশ্য বিসিসিআই নির্বাচকদের সমালোচনা করেন অনেকেই। আইপিএলে তিনি নিয়মিত পারফরমার। তবে এবার ফুটবলারকে সাহায্য করে ভক্তদের মনে আরও গভীরভাবে দাগ কাটলেন স্যামসন। বুঝিয়ে দিলেন তিনি কত বড় মনের মানুষ। তরুণ ফুটবলারটি জানিয়েছেন তিনি ভারতীয় ক্রিকেট তারকার কাছে ঋণী থাকবেন।

IND vs NZ: কানপুরে অধিনায়ক রাহানে, কোহলি খেলবেন দ্বিতীয় টেস্টে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা ভারতের

মুম্বই: টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ ৷ এবার টিম ইন্ডিয়ার ফোকাস পুরোটাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন সিরিজে (India vs New Zealand) ৷ শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের বিরুদ্ধে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ প্রথম টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে ৷ দ্বিতীয় টেস্টে খেলবেন বিরাট কোহলি ৷ সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন চেতেশ্বর পূজারা (India’s squad for Tests against New Zealand announced) ৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে সেভাবে কোনও চমক নেই ৷ দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে এসেছেন শ্রীকর ভরত ৷ কারণ বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থকে ৷ দুই টেস্টেই কিপারের ভূমিকায় ঋদ্ধিমান সাহাকেই দেখতে পাওয়ার কথা ৷ দ্বিতীয় কিপার হিসেবে স্কোয়াডে এসেছেন ভরত ৷ রোহিতকে দুই টেস্টেই বিশ্রাম দেওয়ার পাশাপাশি কোহলি দ্বিতীয় টেস্টে খেলবেন, এ কথা এদিন জানান জয় শাহ ৷ অর্থাৎ শুধুমাত্র প্রথম টেস্টেই অধিনায়কের ভূমিকায় দেখা যাবে রাহানেকে ৷

টেস্ট সিরিজে খেলছেন না জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামিও ৷ চার পেসার রয়েছেন দলে ৷ তাঁরা হলেন, ইশান্ত শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ এবং উমেশ যাদব ৷ স্কোয়াডে রয়েছেন চার স্পিনার- রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং জয়ন্ত যাদব ৷

আগামী ২৫ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। দ্বিতীয় টেস্ট মুম্বইয়ে। ৩ ডিসেম্বর থেকে শুরু ওয়াংখেড়েতে টেস্ট ৷

India’s Test squad: Ajinkya Rahane (Captain), KL Rahul, Mayank Agarwal, Cheteshwar Pujara (vice-captain), Shubman Gill, Shreyas Iyer, Wriddhiman Saha (wicket-keeper), KS Bharat (wicket-keeper), Ravindra Jadeja, R. Ashwin, Axar Patel, Jayant Yadav, Ishant Sharma, Umesh Yadav, Md. Siraj, Prasidh Krishna

Virat Kohli will join the squad for the second Test and will lead the team.

ICC T20 World Cup: শুয়ে রয়েছেন ICU-তে, ফুসফুসের সংক্রমণ সারিয়ে দেশকে ভালোবেসে মাঠে নেমেই কামাল রিজওয়ানের

গ#নয়াদিল্লি: পাকিস্তানের দ্বিতীয়বারের টি টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup) জয়ের স্বপ্ন ভেঙে গেল৷ তারা সেমিফাইনালে অস্ট্রেলিয়া (AUS vs PAK) পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জিতেছে৷ এটাই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের প্রথম হার৷ আর তারই ধাক্কায় অভিযানই শেষ হয়ে গেল তাদের৷ এবারের টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলেছে পাকিস্তান যার জন্য তারা ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে৷ কিন্তু পাকিস্তানের এক ক্রিকেটারের নাম এখন সকলের মুখে মুখে৷ তাঁর লড়াইয়ের স্পিরিট সকলকে মুগ্ধ করে দিচ্ছে৷ তিনি হলেন পাকিস্তানের উইকেটরক্ষক ক্রিকেটার মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)৷ তিনি আইসিইউতে ২ দিন থাকার পরেও সেমিফাইনাল খেলতে মাঠে নেমেছিলেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধ তিনি ৫২ বলে ৬৭ রান করেন৷

ম্যাচের আগে অবশ্য কেউই জানতেন না রিজওয়ান (Mohammed Rizwan) হাসপাতালে ভর্তি ছিলেন৷ হঠাৎই ওঁর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সেমিফাইনালের ঠিক আগে উইকেটরক্ষক ব্যাটসম্যান ভীষণ অসুস্থ ছিলেন৷ পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা ম্যাথু হেডেন ম্যাচের মধ্যে এই খবর নিজে দেন৷ ২৪ ঘণ্টা আগে ফুসফুসে সংক্রমণের দরুণ রিজওয়ান আইসিইউতে ভর্তি ছিলেন৷ কিন্তু তারপরেও তিনি সেমিফাইনালে খেলতে নামেন এবং অর্ধশতরানও করেন৷ তিনি একজন প্রকৃত যোদ্ধা৷ তাঁর সাহস খুবই প্রশংসনীয়৷

Mohammed Rizwan spent two days in icu score stunning 67 in the semifinals
Mohammed Rizwan spent two days in icu score stunning 67 in the semifinals

রিজওয়ান সেমিফাইনালের ২ দিন আগে আইসিইউতে ছিলেন

পাকিস্তান ক্রিকেট দলের চিকিৎসক নজীব সোমরু বলেছেন, রিজওয়ান ফুসফুসে সংক্রমণের কারণে ২ দিন ধরে আইসিইউতে ছিলেন৷ তিনি আরও জানান, ‘‘মহম্মদ রিজওয়ান ৯ নভেম্বর বুকের গভীর সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন৷ তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়৷ উনি ২ রাত আইসিইউতে থাকেন৷ কিন্তু উনি খুব দ্রুত সেরে ওঠেন৷ সমস্ত পরীক্ষার পর তাঁকে ফিট ঘোষণা করা হয়৷ আমরা ওঁর মজবুত ইচ্ছাশক্তি দেখতে পাই, তিনি চাইছিলেন দেশের জার্সিতে পারফরম্যান্স দিতে৷ তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত পুরো টিম ম্যানেজমেন্ট নিয়েছে৷ এটা পুরো দলের মনোবলের বিষয় ছিল, তাই এই খবর সকলকে দেননি৷ ’’

আরও পড়ুন – ICC T20 World Cup: শুয়ে রয়েছেন ICU-তে, ফুসফুসের সংক্রমণ সারিয়ে মাঠে নেমেই কামাল রিজওয়ানের

আরও পড়ুন – Panchang 12 November: পঞ্জিকা ১২ নভেম্বর: জগদ্ধাত্রী পুজোর দিন দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল, কখন সারবেন ভালো কাজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি যখন খেলতে নামেন তখন তাঁর মুখ চোখে অস্বস্তি দেখা যাচ্ছিল৷ কিন্তু তারপরেও তিনি ব্যাটিং ও উইকেটকিপিং দুটোই করেন৷ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তাঁর ভূয়সী প্রশংসা করেন, তিনি বলেন রিজওয়ান সত্যি সত্যি দলের জন্য সমর্পিত ক্রিকেটার৷

এর পাশাপাশি প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারও তাঁর ভূয়সী প্রশংসা করেন৷ তিনি তাঁকে আসল নায়ক বলেন৷

রিজওয়ান টি টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৭০ গড়ে ২৮১ রান করেন৷ টুর্নামেন্টে তিনি ৩ টি অর্ধশতরান করেন৷ রিজওয়ান টি টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৭০ গড়ে ২৮১ রান করেছেন৷

Pakistan vs Australia: পাকিস্তানের জন্য হাততালি! সানিয়া মির্জা কি ভারতীয়? প্রশ্ন উঠে গেল সোশ্যাল মিডিয়ায়

#আবুধাবি: একের পর এক বাঁকা মন্তব্য উড়ে এল তাঁর জন্য। তিনি কেন পাকিস্তানের জন্য হাততালি দিলেন! টুইটারে এই প্রশ্নটাই করলেন অনেকে। সানিয়া মির্জা এদিন পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন। তিনি বরাবরই চেষ্টা করেন, গুরুত্বপূর্ণ ম্যাচে স্বামী শোয়েব মালিককে মাঠে থেকে সমর্থন জোগানোর। এদিনও সেটাই করেছিলেন ভারতীয় টেনিস সুন্দরী। আর সেটা করেই তিনি আরও একবার ব্যাপক ট্রোলড হলেন সোশ্যাল মিডিয়ায়।

আসলে অনেকেই এদিন অন্যের রাগ সানিয়া মির্জার উপর ঝেড়ে ফেললেন। ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর কিছু পাকিস্তানি সমর্থক হাতে প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে দাঁড়িয়েছিলেন। সেই পোস্টার-এ লেখা ছিল- বাই বাই ইন্ডিয়া। সেটা মোটেও ভাল চোখে দেখেননি ভারতীয় সমর্থকরা। তাঁরা তাই সুযোগের অপেক্ষায় ছিলেন। সেই সুযোগ চলে এল বৃহস্পতিবার। এবার পাকিস্তানকে ছিটকে দিল অস্ট্রেলিয়া। এবারও টি-২০ বিশ্বকাপ জয় হল না পাকিস্তানের। আর এদিন পাকিস্তানের কিছু সমর্থকের উপর জমে থাকা রাগ ভারতীয় সমর্থকরা ঝাড়লেন সানিয়া মির্জাকে।

আরও পড়ুন- রিজওয়ান এবং ফখরের ব্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াকু টোটাল পাকিস্তানের

এদিন পাকিস্তানি ক্রিকেটারদের ভাল পারফরম্য়ান্স দেখে সানিয়া মির্জা স্ট্যান্ডে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। এর পরই অনেকে প্রশ্ন করেন, ভারতীয় হয়ে তিনি কী করে পাকিস্তানের জন্য হাততালি দেন! সানিয়া মির্জা ভারতে। তবে তাঁর শ্বশুরবাড়ি পাকিস্তানে। এই জন্য তিনি মাঝেমধ্যেই ট্রোলড হন।

আরও পড়ুন- ক্রিকেট কেন ভদ্রলোকের খেলা, এক মিনিটে বুঝিয়ে দিলেন নিউ জিল্যান্ডের মিচেল

এদিন একের পর এক প্রশ্ন উড়ে এল সানিয়া মির্জার জন্য। কেউ লিখলেন, ভারতীয় দলের ম্য়াচ থাকলে কখনও সানিয়াকে এভাবে মাঠে থেকে সমর্থন করতে দেখা যায় না। কেউ আবার লিখলেন, অলিম্পিকে হারের পর সঙ্গে সঙ্গে দেশে ফিরে এসেছিলেন সানিয়া। তিনি একদিনের জন্যও অন্য ভারতীয় খেলোয়াড়দের সমর্থন করতে মাঠে হাজির থাকেননি। অথচ সেই সানিয়া মির্জা পাকিস্তানের জন্য এদিন মাঠে থেকে হাততালি দিলেন। অনেকে তো আবার প্রশ্ন করলেন, সানিয় মির্জা কি সত্যিই নিজেকে মন থেকে ভারতীয় বলে মনে করেন!

T20 World Cup, Aus beat Pak: নাটকীয় ম্যাচে ওয়েডের দুরন্ত ইনিংসে পাকিস্তানকে মাত করে ফাইনালে অস্ট্রেলিয়া

পাকিস্তান – ১৭৬/৪

অস্ট্রেলিয়া- ১৭৭/৫

অস্ট্রেলিয়া জয়ী ৫ উইকেটে

#দুবাই: পাকিস্তানের রান তাড়া করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। শাহিন আফ্রিদির বলে এলবিডব্লিউ হলেন অধিনায়ক ফিঞ্চ। খাতা না খুলেই ফিরে গেলেন তিনি। ওই ওভারেই এলবিডব্লিউ আবেদন উঠেছিল মিচেল মার্শকে ঘিরে। অল্পের জন্য বেঁচে যান তিনি। চতুর্থ ওভারে ইমাদ ওয়াসিমকে ১৭ রান নিলেন ডেভিড ওয়ার্নার। হ্যারিস রউফকে আক্রমণ করলেন মিচেল মার্শ। পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫২/১।

দুই শক্তিশালী ব্যাটসম্যান অস্ট্রেলিয়াকে ম্যাচের মধ্যে রেখে দিয়েছিলেন। শাদাব খান এসেই ফিরিয়ে দিলেন মার্শকে। ছয় মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন মার্শ (২৮)। ডেভিড ওয়ার্নার পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু স্টিভ স্মিথ ফিরে গেলেন সেই শাদাব খানের বলে (৫)। হাততালি দিতে দেখা গেল সানিয়া মির্জাকে। এলেন ম্যাক্সওয়েল। ১০ ওভারে অস্ট্রেলিয়া পৌঁছে গেল ৮৯/৩। রান তাড়া করার ব্যাপারে সঠিক গতিতে এগোচ্ছিল অজিরা।

এগারো ওভারের মাথায় আবার সেই শাদাব খানের ম্যাজিক। রং ওয়ান বুঝতে পারেননি ওয়ার্নার। ৪৯ করে মারতে গিয়ে জমা পড়লেন উইকেটরক্ষক রিজওয়ানের হাতে। কিন্তু পরে রিপ্লে দিয়ে দেখা যায় ব্যাটে খোঁচা লাগেনি। কিন্তু ওয়ার্নার নিজে বেরিয়ে যান। রিভিউ নেননি।

স্টইনিস এবং ম্যাক্সওয়েল স্বাভাবিক গতিতে রান তুলতে পারছিলেন না। রিভার্স সুইপ মারতে গিয়ে হ্যারিস রউফকে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাক্সওয়েল (৭)। শাদাব খান চার ওভারে ২৬ রান দিয়ে নিলেন ৪ উইকেট। একবার ম্যাথিউ ওয়েড কিছুটা চেষ্টা করলেন। শেষ পাঁচ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ৬২ রান। স্তইনিস এবং ওয়েদ চেষ্টা চালিয়ে গেলেন । ৫০ রানের জুটি করে ফেললেন।

শাহিন আফ্রিদির বলে স্কুপ করে ছয় মারলেন ওয়েড।পরের বলে আবার ছয়। এখানেই ম্যাচটা জিতে নিল অস্ট্রেলিয়া। এক ওভার বাকি থাকতেই। পাকিস্তানের দুরন্ত দৌড় অবশেষে থামল। ফাইনালে নিউজিল্যান্ড এর সামনে অস্ট্রেলিয়া।পাকিস্তান প্রথম হারল। এবং টুর্নামেন্টের বাইরে চলে গেল। আফ্রিদির এক ওভারে চারটি ছয়  রং বদলে দিল।

PAK vs AUS First innings : রিজওয়ান এবং ফখরের ব্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াকু টোটাল পাকিস্তানের

পাকিস্তান –  ১৭৬/৪

#দুবাই: টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ যে বল করার সিদ্ধান্ত নেবেন তাতে আশ্চর্যের কিছু ছিল না। সেটাই নিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ম্যাচের কয়েক ঘন্টা আগে পরিস্কার হয়ে যায় জ্বরের কারণে বাইরে বসতে হবে না রিজওয়ান এবং শোয়েব মালিককে। কথায় বলে ভাগ্য সাহসীদের সহায় হয়। এই পাকিস্তান দলটার ক্ষেত্রে কথাটা খেটে যায়। পাওয়ার প্লেতে পাকিস্তান তুলল ৪৭/০। বাবর দেখার মত কয়েকটা বাউন্ডারি মারলেন। রিজওয়ান হাজেলউডকে মিড উইকেট দিয়ে একটা দুরন্ত ছক্কা হাঁকান। ২৫০০ রান পূর্ণ করে ফেললেন টি টোয়েন্টিতে। ৬২ ইনিংসে।

পাকিস্তানের এই দলটাকে জেতানোর পেছনে অন্যতম ভূমিকা থাকছে ওপেনিং জুটির। আজ বাবর অথবা রিজওয়ানকে তাড়াতাড়ি ফিরিয়ে দিলে অস্ট্রেলিয়ার সুবিধা হত। সেটা হল না। পাকিস্তানকে শক্ত প্ল্যাটফর্মের ওপর নিয়ে যেতে থাকলেন এই দুজন। দশ ওভারে আউট হলেন বাবর। জাম্পার বলে মারতে গিয়ে লং অনে ওয়ার্নারের হাতে ধরা পড়লেন (৩৯)। এলেন ফখর জামান।

এই পর্বে পাকিস্তানের রান তোলার গতি কিছুটা ধাক্কা খেল।অ্যাডাম জাম্পা বুদ্ধি করে বল করলেন। অতিরিক্ত বোলার হিসেবে ম্যাক্সওয়েল খারাপ বল করলেন না। রিজওয়ান অবশ্য লড়াই চালিয়ে গেলেন রান বাড়িয়ে নিয়ে যাওয়ার। মিচেল স্টার্ক এর বলে হেলমেটে আঘাত খেলেন। অন্যদিকে জামান নিজের স্বাভাবিক আক্রমনাত্মক শট খেলার চেষ্টা করলেও, টাইমিং করতে পারছিলেন না।

অর্ধশতরান পূর্ণ করলেন রিজওয়ান। টুর্নামেন্টের নিজের তৃতীয় অর্ধশতরান। একটি ক্যালেন্ডার বছরে টি টোয়েন্টি ক্রিকেটে হাজারের ওপর করে ফেললেন তিনি। ১৪ ওভারে একশো রানে পৌঁছে গেল পাকিস্তান। মাঠে পাকিস্তানি দর্শকদের দাপটে ক্রিকেটাররা মোটিভেটেড হচ্ছিলেন বেশি করে। শেষ পর্যন্ত মিচেল স্টার্ক ফিরিয়ে দিলেন রিজওয়ানকে।

৬৭ রানের ইনিংস সাজানো ছিল তিনটি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি দিয়ে।ফখর জামান অবশ্য আক্রমনাত্মক ইনিংস খেলার চেষ্টা করলেন। ওভার বাউন্ডারি মারলেন।কিন্তু শেষ দুটি ওভারে কামিন্স এবং মিচেল স্টার্ক নিয়ন্ত্রিত বোলিং করলেন। শোয়েব মালিক বোল্ড হয়ে গেলেন ১ রান করে। শেষ ওভারে পরপর দুটো ছক্কা মেরে নিজের অর্ধশত রান পূর্ণ করলেন ফখর জামান। পাকিস্তানকে পৌঁছে দিলেন লড়াকু রানে।

 

PAK vs AUS preview : ফর্মের বিচারে পাকিস্তান, অভিজ্ঞতায় অস্ট্রেলিয়া! সেমি ফাইনালে আজ বাজিমাত করবে কোন দল?

দুবাই: গ্রুপ পর্বের লড়াই আর নকআউট পর্বের ম্যাচ এক জিনিস নয়। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া। ওয়াসিম আক্রম আগেই সাবধান করে দিয়েছেন পাকিস্তানকে। টুর্নামেন্টে এখনও অপরাজিত পাকিস্তান। সেমি-ফাইনালেও ফেভারিট হিসেবেই মাঠে নামবেন বাবর আজমরা। তবে অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নেওয়া ঠিক হবে না। গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেও দারুণ কামব্যাক করেছেন অ্যারন ফিঞ্চরা। পাশাপাশি অজিদের অভিজ্ঞতাও কাঁটা হতে পারে পাকিস্তানের।

আরও পড়ুন – Ireland vs Portugal match : পর্তুগালের জার্সিতে আজ রাতে আইরিশদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন রোনাল্ডো

বৃহস্পতিবার দুবাইয়ে ধুন্ধুমার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। এবারের বিশ্বকাপে বড় অঘটন অবশ্যই গ্রুপ পর্ব থেকে ‘টিম ইন্ডিয়া’র বিদায়, যা কিছুটা অপ্রত্যাশিতই ছিল। বিরাট কোহলিদের পদস্খলন শুরু হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে বশ মানিয়ে বাড়তি অক্সিজেন পেয়ে গিয়েছিলেন শাহিন আফ্রিদিরা। আর তাঁরা পিছন ফিরে তাকাননি। গ্রুপ পর্বের সবক’টি ম্যাচ জিতে শেষ চারে উঠেছে।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং– তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করেছেন পাক ক্রিকেটাররা। তবে নক-আউট পর্বের লড়াই একেবারেই আলাদা। প্রবল চাপ নিয়ে সেরাটা মেলে ধরতে হয়। তাই এখন দেখার, পাকিস্তানের জয়যাত্রা বজায় থাকে কিনা। অন্যদিকে, পাঁচবারের ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে টি-২০ বিশ্বকাপ আজও অধরা। সেই আক্ষেপ মেটাতে মরিয়া ফিঞ্চ বাহিনী। অস্ট্রেলিয়ার অবস্থা খোঁচা খাওয়া বাঘের মতো। একবার যখন সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে তারা, তখন পাকিস্তানের কাছে লড়াইটা মোটেও সহজ নয়।

বিশেষ করে নকআউট ইতিহাসে আজ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি পাকিস্তান। সেই ট্রেন্ড বজায় থাকে কিনা দেখার দুবাইয়ের মাঠে। ওপেনার মহম্মদ রিজওয়ান জ্বরের জন্য অনিশ্চিত। একই কারণে খেলার সম্ভাবনা খুবই কম শোয়েব মালিকেরও। তাঁদের জায়গায় দলে আসতে পারেন সরফরাজ আমেদ ও হায়দর আলি। তিন নম্বরে নামতে পারেন ফখর জামান। মিডল অর্ডারে দলকে ভরসা জোগাচ্ছেন মহম্মদ হাফিজ। তবে তাঁর সামান্য চোট রয়েছে।

ঝোড়ো ব্যাটিংয়ের জন্য সুনাম রয়েছে আসিফ আলির। শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ দুই ফাস্ট বোলার ছন্দে রয়েছেন। স্পিনার হিসেবে ইমাদ ওয়াসিম এবং শাদাব খান বেশ কৃপণ। তাছাড়া বর্তমান ফর্মের বিচারে এগিয়ে পাকিস্তান। কিন্তু মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেটে আগে থেকে কিছু ভবিষ্যদ্বাণী করা যায় না। তাই ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোন দল টিকিট পায় সেটা জানার জন্য আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

Rohit Sharma new captain T20 : ভারতের টি টোয়েন্টি অধিনায়ক রোহিত, দলে জায়গা পেলেন ঋতুরাজ, ভেঙ্কটেশ

#মুম্বই: জল্পনা কল্পনার কোনো ব্যাপার ছিল না। বিরাট কোহলি টি টোয়েন্টি যদি নায়ক হিসেবে দেশের দায়িত্ব ছাড়ার পর, রোহিত শর্মার হাতেই যে ব্যাটন উঠতে চলেছে নিশ্চিত ছিলেন সকলে। সুনীল গাভাসকার থেকে সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর- প্রাক্তন ক্রিকেটাররা এক বাক্যে রোহিতকে ভোট দিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বিসিসিআইয়ের তরফে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হল তাতে অধিনায়ক হয়েছেন রোহিত। সহ-অধিনায়ক কে এল রাহুল।

আরও পড়ুন – Joni Kauko Mohun Bagan target : মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করা ছাড়া দ্বিতীয় টার্গেট নেই ইউরো খেলা জনির

আইপিএলের দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে দলে জায়গা পেয়েছেন কেকেআর অলরাউন্ডার ভেঙ্কটেশ আইআর, দিল্লির আবেশ খান, চেন্নাই সুপার কিংস দলের ঋতুরাজ গায়কোয়াড়। কাম ব্যাক হল যুজবেন্দ্র চাহালের। বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া। বিশ্রাম দেওয়া হল বিরাট কোহলিকে। টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেই থাকবেন।

১৭, ১৯ ও ২১ নভেম্বর তিনটি টি ২০ আন্তর্জাতিক হবে যথাক্রমে জয়পুর, রাঁচি ও কলকাতায়। প্রথম টেস্ট কানপুরে। যেহেতু আগামী ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতের কোনও একদিনের আন্তর্জাতিক নেই, তাই ওই সফরের আগে একদিনের দলের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারত তিনটি করে টেস্ট ও ওয়ান ডে এবং চারটি টি ২০ আন্তর্জাতিক খেলবে।

তারপর ভারতের ওয়ান ডে সিরিজ রয়েছে ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহকে। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হর্ষল প্যাটেল দলে জায়গা পেয়েছেন। শ্রেয়স আইয়ারও কামব্যাক করলেন। সিরাজ ফিরে এসেছেন টি টোয়েন্টিতে। উইকেট রক্ষক হিসেবে ঋষভ পন্থ এবং ঈশান কিষান রয়েছেন দলে।নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, দু’বছর আগে একদিনের বিশ্বকাপ এবং এবার টি টোয়েন্টি বিশ্বকাপ হারতে হয়েছিল ভারতকে। ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপ্সদের হারিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা ভারতীয় দলের।

MS Dhoni: টি২০ বিশ্বকাপের পর ‘মেন্টর’ ধোনির ভবিষ্যত কী ? উঠছে প্রশ্ন

দুবাই: এ বারের টি২০ বিশ্বকাপে বি-গ্রুপে ভারতের পাশাপাশি আরও ৫টা দল থাকলেও মূল লড়াই যে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড, এই তিন দলের মধ্যেই ছিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়াকে গ্রুপ পর্বের খেলায় উড়িয়ে দিয়ে নেট রান রেটে সবার উপরে থাকলেও সেমিফাইনালের টিকিট জোগাড় করতে ব্যর্থ কোহলিরা ৷ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পরেই ঠিক হয়ে যায় টিম ইন্ডিয়ার এবারের বিশ্বকাপের ভবিষ্যত ৷

আরও পড়ুন– শেল গ্যাসের ব্যবসায় আধিপত্য; রিলায়েন্সের নতুন চুক্তি আমেরিকার সংস্থার সঙ্গে !

নামিবিয়ার বিরুদ্ধে সোমবার টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেলেছে ভারত। সেই সঙ্গে শেষ হয়েছে কোচ রবি শাস্ত্রীর যুগ। টি২০ ক্রিকেটের অধিনায়ক পদে আর নেই বিরাট কোহলিও। পাশাপাশি আরও একজনের কথাও এখন উঠছে ৷ তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি ৷ মরুদেশে টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মেন্টর পদে তাঁকে দেখা গেলেও আগামী দিনে কি আর এই পদে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে ?

আরও পড়ুন– Amazon অ্যাপে এই পাঁচটি সহজ প্রশ্নের উত্তর দিলেই মিলবে ১৫০০০ টাকার পে ব্যালেন্স!

সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে রবি শাস্ত্রীর পাশেই অনেক সময় দেখা গিয়েছে ধোনিকে ৷ বোর্ডের এক কথাতেই মেন্টরের কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন ধোনি ৷ কোনও পরিশ্রমিকও তিনি নেবেন না বলেই জানিয়েছিলেন ৷ কিন্তু এত কিছু করেও বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স ভালো হয়নি ৷ অনেক বছর পরে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছে টিম ইন্ডিয়াকে ৷  টি২০ বিশ্বকাপের পর ধোনিকে ভারতীয় দলে দেখার সম্ভাবনা কম বলেই তাই মনে করা হচ্ছে। দলের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড় কেমন ভাবে তাঁর টিম সাজান, সেটাই এখন দেখার ৷

Virat Kohli reaction : টি টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে যাত্রা শেষের পর কী বললেন বিরাট কোহলি?

#দুবাই: বিরাট কোহলি টি টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে আর নেতৃত্ব দেবেন না। নামিবিয়াকে হারিয়ে ভারত অধিনায়ক জানিয়ে দিলেন দীর্ঘ ছয়, সাত বছর ধরে একই কাজ করতে করতে কিছুটা পরিশ্রান্ত। রোহিত সঠিক সময় দলের দায়িত্ব নিচ্ছেন। অধিনায়ক না থাকলেও টি টোয়েন্টিতে নিজের সেরাটা দিয়ে দলের জন্য পারফর্ম করবেন। এমনকি আগেও যখন তিনি অধিনায়ক ছিলেন না, তখনও চেষ্টা করতেন ম্যাচ রিডিং বুঝতে।

আরও পড়ুন – IND vs NAM result : নিয়ম রক্ষার ম্যাচে রোহিত এবং রাহুলের দাপটে নামিবিয়াকে উড়িয়ে দিল ভারত

মহেন্দ্র সিং ধোনিকে সামনে থেকে দেখে শেখার চেষ্টা করেছেন অবিরত। বিদায় বেলায় জানিয়ে গেলেন, অধিনায়ক থাকা তার কাছে বড় কথা নয়। আসল গর্ব দেশের হয়ে খেলা। সেটা যেদিন থাকবে না, জায়গা আটকে রাখবেন না তিনি। খেলা শেষ হওয়ার পরেই তিনি উঠে দাঁড়ালেন। জড়িয়ে ধরলেন অন্যতম সেরা শিষ্যকে। দীর্ঘদিন ধরে যাঁদের রসায়ন ভারতীয় ক্রিকেটে বহুচর্চিত ছিল, সোমবার রাতের পর থেকে তা ইতিহাস হয়ে গেল।

অবশেষে ভাঙল রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির জুটি। টি২০ বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়ছেন, একথা আগেই জানিয়েছিলেন শাস্ত্রী। সেই মতো সোমবারই ছিল তাঁর শেষ ম্যাচ। শুধু বিরাট নয়, ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে জড়িয়ে ধরলেন তিনি। ম্যাচের পরেই টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে যাত্রা শেষ হয়ে গেল কোহলির। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ছিল তাঁর স্বপ্ন। কিন্তু শেষ প্রতিযোগিতাতেও খালি হাতে ফিরতে হচ্ছে তাঁকে।

শোনা যাচ্ছে, একদিনের ক্রিকেটেও আর অধিনায়ক থাকবেন না বিরাট। ফলে সীমিত ওভারে নেতা হিসাবে বিশ্বকাপ জেতা হয়তো স্বপ্নই থেকে যাবে তাঁর কাছে। কিন্তু সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় দেওয়া ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম ধাক্কা তাতে সন্দেহ নেই। বিরাট যাই বলুন না কেন, এই ব্যর্থতা মেনে নিতে পারছেন না দেশের মানুষ।