সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১ জুলাই, পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন নির্দিষ্ট করল বোর্ড

#নয়াদিল্লি: দেশব্যাপী পরীক্ষার সূচি অবশেষে ঘোষণা করল সিবিএসই বোর্ড। পূর্ব ঘোষণা মতই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ১লা জুলাই থেকে থেকে ১৫ই জুলাই পর্যন্ত নেবে সিবিএসই বোর্ড।সোমবার ট্যুইট করে সিবিএসই বোর্ডের উত্তর পূর্ব দিল্লির দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য এবং সারা দেশব্যপী দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। পরীক্ষার সূচি ঘোষণার পাশাপাশি কী কী গাইডলাইন মেনে চলতে হবে ছাত্র-ছাত্রীদের ও তাদের অভিভাবকদের সে বিষয়ে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে।

বোর্ডের তরফে যে দেশব্যাপী পরীক্ষার সূচি  দেওয়া হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণীর জন্য তা হল :

১লা জুলাই হবে হোম সায়েন্স পরীক্ষা

২রা জুলাই হবে হিন্দি পরীক্ষা

৭ই জুলাই হবে নতুন সিলেবাসের ইনফরমেটিক প্র্যাকটিক্যাল কম্পিউটার সায়েন্স এবং পুরনো সিলেবাসের ইনফরমেটিক্স প্র্যাকটিক্যাল ও কম্পিউটার সায়েন্স এবং তার সঙ্গে ইনফরমেশন সায়েন্স পরীক্ষা।

৯ই জুলাই হবে বিজনেস স্টাডিজ পরীক্ষা।

১০ই জুলাই হবে বায়োটেকনোলজি পরীক্ষা।

১১ই জুলাই হবে ভূগোল পরীক্ষা।

১৩ই  জুলাই হবে সোশিওলজি পরীক্ষা।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী আগেই জানিয়েছিলেন সিবিএসই সারাদেশব্যাপী দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য যে যে বিষয়গুলি কলেজে ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই বিষয় গুলি পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসে। পরীক্ষার সূচি ঘোষণার পাশাপাশি বোর্ডের তরফে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে। তা হল:

১) ছাত্র-ছাত্রীদের নিজেদের হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসতে হবে ট্রান্সপারেন্ট বোতলে।

২) সব ছাত্র-ছাত্রীদের নাক-মুখ মাস্ক অথবা কাপড় দিয়ে ঢেকে আসতে হবে।

৩) সব ছাত্র-ছাত্রীদের সামাজিক দূরত্ব বিধির নিয়ম মেনে চলতে হবে ক্লাসরুমে।

৪) অভিভাবকদের জানাতে হবে করোনাভাইরাস আটকাতে কি কি পদক্ষেপ নিয়েছেন তারা।

৫) অভিভাবকদের নিশ্চিত করতে হবে তাদের সন্তানের জ্বর হয়নি।

৬) পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে যে সমস্ত নির্দেশিকা দেওয়া থাকবে তা মেনে চলতে হবে।

৭) পরীক্ষা কেন্দ্র গুলো যে সমস্ত বিধি জারি করবে পরীক্ষা নেওয়ার জন্য তা মেনে চলতে হবে সব পরীক্ষার্থীদের।

৮) কত সময়ের জন্য পরীক্ষা হবে তা পরীক্ষার্থীদের এডমিট কার্ডে দেওয়া থাকবে।

৯) সকাল ১০ টা থেকে ১৫মিনিট ধরে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়ার প্রক্রিয়া চলবে।

১০)১০:১৫ থেকে ১০ টা ৩০ পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পড়বেন।

১১) সকাল সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু হবে ছাত্র-ছাত্রীদের।

সিবিএসই বোর্ড সূত্রে খবর, পরীক্ষা কেন্দ্র গুলি কিভাবে পরীক্ষা নেবে ছাত্র-ছাত্রীদের তার জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বোর্ডের তরফেও গাইডলাইন দেওয়া হবে। এই বিষয়ে বোর্ডের আধিকারিকরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে বলে জানা গেছে।এ দিকে দীর্ঘদিন বাদে পরীক্ষার সূচি ঘোষণা হওয়াতে খুশি ছাত্রছাত্রীরা। এ প্রসঙ্গে কলকাতার অভিনব ভারতী স্কুলের প্রিন্সিপাল শ্রাবণী সামন্ত বলেন ” আমরা আশা করছি ছাত্র-ছাত্রীদের কিভাবে আমরা পরীক্ষা নেব তার জন্য বিস্তারিত গাইড লাইন পাব। তবে এটা ভালো খবর ছাত্র-ছাত্রীদের জন্য যে তাদের পরীক্ষাটা হচ্ছে। আমরা আশা রাখছি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অভিভাবকরাও আমাদের সহযোগিতা করবেন।”

Somraj Bandopadhyay