বিশ্ব মাদক বিরোধী দিবসের ছবি

International Anti Drug Day: মাদক বিরোধী দিবসে নেশা মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

হুগলি: বিশ্ব মাদক বিরোধী দিবসে নেশা মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুলিশের। যুব সমাজ যাতে নেশার কবল থেকে মুক্ত হতে পারে তার জন্য একাধিক সচেতনতা মূলক ব্যবস্থা নিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট। নেশা মুক্তির বার্তা নিয়ে অভিনব ট্যাবলোর উদ্বোধন হয়, যা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বার্তা দেবে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে।

বুধবার বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করল চন্দননগর পুলিশ কমিশনারেট। চন্দননগর পুলিশ কমিশনারেটের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে স্কুল পড়ুয়া, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নেশা মুক্তির কাজের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের নিয়ে একটি অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভলগি, ডিসি চন্দননগর ঈশানী পাল সহ পুলিশ আধিকারীকরা।

আর‌ও পড়ুন: জাতীয় স্তরের জুডোয় জোড়া সাফল্য, সোনা জয় দুই পড়ুয়ার

পুলিশ কমিশনার বলেন, মাদকের নেশার পাশাপাশি বর্তমান সময়ে দেখা যাচ্ছে মোবাইলে আশক্তি, রিল তৈরির নেশা যুব সমাজকে পেয়ে বসেছে। নেশা যদি করতেই হয় তবে পড়াশোনা, গান, খেলাধুলো, শরীর চর্চার নেশা করুন। এমনও দেখা গেছে নেশায় আশক্ত হয়ে নাসার বিজ্ঞানীও শেষ হয়ে গেছেন। তার মানে নেশা বিষয়টা শিক্ষা-অশিক্ষা, নিম্নবিত্ত-উচ্চবিত্ত সবার ক্ষতি করে। এই মাদক যাতে সহজে না পাওয়া যায় পুলিশ তার ব্যবস্থা করতে পারে। তবে মানুষকে নিজেকেই সচেতন হতে হবে।

রাহী হালদার