শুয়ে পড়া কলাগাছ পুনরায় ঠিক করছেন কৃষক

Cyclone Remal Update: ঘূর্ণিঝড়ের দাপটে আখ ও কলা চাষে ব্যাপক ক্ষতি

নদিয়া: রিমলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি নদিয়ায়। আখ ও কলা চাষে বিপর্যয় নেমে এসেছে। ভয়াবহ ক্ষতির মুখে এখানকার চাষিরা। নষ্ট হয়ে গেছে বিঘের পর বিঘে জমিতে চাষ করা আখ ও কলাগাছ। ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডবে যথেষ্টই প্রভাব পড়েছে।

রবিবার মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত অনবরত ঝড়ো হাওয়া হয়ে গিয়েছে জেলার উপর দিয়ে। সঙ্গে ভারী বৃষ্টি। আর তাতেই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হল নদিয়ার কলা এবং আখ চাষিদের। একটানা ঝোড়ো হাওয়ার কারণে মাটিতে শুয়ে পড়েছে কলা গাছগুলি। এছাড়াও শুয়ে পড়েছে বিঘা বিঘা জমিতে চাষ করা আখ। এই ক্ষতির ধাক্কা কিভাবে সামলে উঠবেন বুঝতে পারছেন না কৃষকরা।

আরও পড়ুন: পুরসভার সরবরাহ করা পানীয় জল খাওয়ায় নিষেধাজ্ঞা শিলিগুড়িতে

এই আখ ও কলা চাষের উপরে নির্ভর করেই চলে সারা বছরের সংসার। কিন্তু এই প্রবল ঝড়ে ক্ষতি হ‌ওয়ায় এখন মাথায় হাত পড়ার জোগাড়। অনেকেই ধারদেনা করে চাষ করেছিলেন। তাঁরা কীভাবে ঋণ পরিশোধ করবেন বুঝে উঠতে পারছেন না।

উল্লেখ্য ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান-এও ক্ষতির মাত্রা যথেষ্ট উল্লেখযোগ্য।

মৈনাক দেবনাথ