কালিম্পং

Darjeeling News: দুর্গাপুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? রয়েছে বিরাট চমক! কারণ জানলে অবাক হবেন আপনিও

দার্জিলিং: সামনেই আসছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই অর্থেই ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। এবছর শুধু সমতলেই নয় পাহাড়েও দুর্গাপুজোর প্রস্তুতি চলছে, জোর কদমে। এবার পর্যটকরা পাহাড়ে গেলেও উপভোগ করতে পারবে দুর্গাপুজোর আনন্দ।

ইতিমধ্যেই বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে মন্ডপসজ্জার কাজ চলছে জোরকদমে, থেমে নেই সমতল থেকে পাহাড়। এর আগে বিভিন্ন জেলায় পুজো কমিটিদের সুবিধার্থে অনলাইন পোর্টাল চালু করা হলেও গত বছর বর্ষার জেরে কালিম্পং সেই কাজ সম্পন্ন হয়নি সেই অর্থেই এ বছর দুর্গাপুজো উপলক্ষে কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু করা হল অনলাইন পোর্টাল।

আরও পড়ুন-      বলুন তো, কোন প্রাণীর রক্তের দাম সবচেয়ে বেশি? ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে ডাহা ফেল! চমকে দেবে উত্তর, গ্যারান্টি…!

এই প্রসঙ্গে কালিম্পং এর জেলাশাসক বালাসুব্রামানিয়াম টি বলেন, এবার থেকে আর পুজো কমিটির সদস্যদের পুজোর অনুমতির জন্য দফতরে দফতরে ঘুরতে হবে না, এই অনলাইন পোর্টালে এক ক্লিকেই বিদ্যুৎ বিভাগ দমকল বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং পুজোর অনুমতি সবটাই মিলে যাবে। সেই অর্থেই কালিম্পং জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামের পুজো কমিটি গুলিকে দূর-দূরান্ত থেকে আর ছুটে আসতে হবে না।

আরও পড়ুন-       ভয়ঙ্কর দুঃসময় শেষ…! বৃহস্পতি-চন্দ্রর মহামিলনে ‘গোল্ডেন টাইম’ শুরু ৪ রাশির, গজকেশরী রাজযোগে সোনায় মুড়বে ভাগ্য…

এই উদ্যোগে খুশি কালিম্পং জেলার দুর্গাপুজো কমিটি গুলি। এই প্রথম কালিম্পং জেলায় দুর্গাপুজো কমিটিগুলির জন্য খোলা হল এই অনলাইন পোর্টাল। এই অনলাইন পোর্টালে ক্লিক করলেই পুজো কমিটি গুলি হাতের নাগালে পেয়ে যাবে সমস্ত তথ্য পাশাপাশি যে কোনও সমস্যায় জারি করা হয়েছে টোল ফ্রি নাম্বার।

সুজয় ঘোষ