Tag Archives: Kalimpong

Darjeeling News: পাহাড়ের তরুণ তরুণীদের কর্মসংস্থানে বিরাট উদ্যোগ! কালিম্পংয়ে চলছে জব ফেয়ার

কালিম্পং: কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে কালিম্পং জেলার ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ হল ‘চাকরি মেলা’। এই মেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘কর্মদিশা’ অ্যাপের বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করা হয়। এই অ্যাপের মধ্যেই সাইকোমেট্রিক পরীক্ষা দিয়ে ছাত্র-ছাত্রীরা কোন পথে গেলে সাফল্য মিলবে তা জেনে নিয়ে তাদের কেরিয়ারের পথকে সুনিশ্চিত করতে পারবে।

আরও পড়ুন: যেন মাদকের আঁতুড়ঘর, রয়েছে দক্ষ কারিগর! চলে প্রশিক্ষণের কাজও!

ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কালিম্পং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চাকরি মেলা। এই মেলায় চাকরি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের ধারণা দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। অন্যদিকে কর্মদিশা অ্যাপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নিজেদেরকে ক্যারিয়ার কিভাবে সুনিশ্চিত করবে সেই সমস্ত বিষয়ের উপর একটি ট্রেনিং করানো হবে।

আরও পড়ুন: পুজোর মুখে নিম্নচাপের বৃষ্টিতে সমস্যায় ছোট ব্যবসায়ীরা! ব্যাপক ক্ষতি কেনাবেচায়

এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে কালিম্পং জেলার যুবক-যুবতীদের চাকরি দিয়ে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করাই মূল লক্ষ্য। এ প্রসঙ্গে কালিম্পং জেলা প্রশাসক বালা সুব্রামণিয়ম টি বলেন কালিম্পং জেলায় বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির কথা মাথায় রেখে কী করে মোবাইল অ্যাপ তৈরি করা যায় , লোকাল এন্টারপ্রেনারশিপ কি করে বাড়ানো যায় সেই সমস্ত বিষয়গুলিকে ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে ধরা হয়।

সুজয় ঘোষ

Darjeeling News: মহিলাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা! কালিম্পং এর রাস্তায় ছুটবে পিঙ্ক পেট্রোল ভ্যান

দার্জিলিং: আরজি করের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। এই ঘটনার পরেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। সেই অর্থেই কালিম্পং জেলা পুলিশ দ্বারা মহিলাদের নিরাপত্তা সুদৃঢ় করার উদ্দেশ্যে ‘পিঙ্ক পেট্রোল’ নামক পেট্রোলিং ভ্যানের উদ্বোধন করা হয়েছে। এই ভ্যান বিশেষভাবে মহিলাদের নিরাপত্তার জন্য নিয়োগ করা হবে। যেখানে ইন্সপেক্টর স্তরের মহিলা পুলিশ এবং মহিলা ড্রাইভারও থাকবেন।

সমতলে প্রথম এই পিঙ্ক পেট্রল টিম অর্থাৎ নারী নিরাপত্তায় এই বিশেষ মহিলা পুলিশ বাহিনীর শুভ সূচনা করা হয়। সে অর্থেই এবার কালিম্পং জেলায় মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পিঙ্ক পেট্রল টিম চালু করা হল। এই পিঙ্ক পেট্রোল টিম কালিম্পং জেলার হাসপাতাল, স্কুল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মহিলাদের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে। বর্তমানে কালিম্পং জেলায় নারী নিরাপত্তায় তৈরি এই পিঙ্ক পেট্রল টিমের শুভ সূচনা করেন কালিম্পং জেলার জেলা প্রশাসক বালাসুব্রামানিয়াম টি, জেলা পুলিশ সুপার শ্রীহরি পান্ডে, এসপি পূর্ণিমা শেরপা সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা।

এই প্রসঙ্গে কালিম্পং জেলার পুলিশ সুপার শ্রীহরি পান্ডে জানান,”নারী নিরাপত্তার কথা মাথায় রেখে এই বিশেষ মহিলা পুলিশ বাহিনী অর্থাৎ পিঙ্ক পেট্রোল টিম তৈরি করা হয়েছে। ভবিষ্যতের জেলার বিভিন্ন থানা গুলিতে এই টিম তৈরি করা হবে।” জেলার নাগরিকদের যে কোন সমস্যায় তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুনঃ India vs Bangladesh: সমস্যায় পড়বে বাংলাদেশ! নতুন ‘অস্ত্র’ তৈরি করছেন রোহিত-গম্ভীর জুটি

বর্তমানে কালিম্পং জেলার বিশেষ মহিলা বাহিনী অর্থাৎ পিঙ্ক পেট্রল টিমের দায়িত্বে রয়েছে এএসআই মহিলা পুলিশ কর্মকর্তা শুভনা সেওয়াল। এর পাশাপাশি ‘সেফড্রাইভ, সেভলাইফ’ অভিযানের অংশ হিসেবে যানবাহনে স্টিকার লাগানো এবং ড্রাইভারদের সাবধানে গাড়ি চালাবার জন্য উৎসাহিত করা হয়। নারী নিরাপত্তায় এই পিং পেট্রোল টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সুজয় ঘোষ

Darjeeling News: দুর্গাপুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? রয়েছে বিরাট চমক! কারণ জানলে অবাক হবেন আপনিও

দার্জিলিং: সামনেই আসছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই অর্থেই ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। এবছর শুধু সমতলেই নয় পাহাড়েও দুর্গাপুজোর প্রস্তুতি চলছে, জোর কদমে। এবার পর্যটকরা পাহাড়ে গেলেও উপভোগ করতে পারবে দুর্গাপুজোর আনন্দ।

ইতিমধ্যেই বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে মন্ডপসজ্জার কাজ চলছে জোরকদমে, থেমে নেই সমতল থেকে পাহাড়। এর আগে বিভিন্ন জেলায় পুজো কমিটিদের সুবিধার্থে অনলাইন পোর্টাল চালু করা হলেও গত বছর বর্ষার জেরে কালিম্পং সেই কাজ সম্পন্ন হয়নি সেই অর্থেই এ বছর দুর্গাপুজো উপলক্ষে কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু করা হল অনলাইন পোর্টাল।

আরও পড়ুন-      বলুন তো, কোন প্রাণীর রক্তের দাম সবচেয়ে বেশি? ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে ডাহা ফেল! চমকে দেবে উত্তর, গ্যারান্টি…!

এই প্রসঙ্গে কালিম্পং এর জেলাশাসক বালাসুব্রামানিয়াম টি বলেন, এবার থেকে আর পুজো কমিটির সদস্যদের পুজোর অনুমতির জন্য দফতরে দফতরে ঘুরতে হবে না, এই অনলাইন পোর্টালে এক ক্লিকেই বিদ্যুৎ বিভাগ দমকল বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং পুজোর অনুমতি সবটাই মিলে যাবে। সেই অর্থেই কালিম্পং জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামের পুজো কমিটি গুলিকে দূর-দূরান্ত থেকে আর ছুটে আসতে হবে না।

আরও পড়ুন-       ভয়ঙ্কর দুঃসময় শেষ…! বৃহস্পতি-চন্দ্রর মহামিলনে ‘গোল্ডেন টাইম’ শুরু ৪ রাশির, গজকেশরী রাজযোগে সোনায় মুড়বে ভাগ্য…

এই উদ্যোগে খুশি কালিম্পং জেলার দুর্গাপুজো কমিটি গুলি। এই প্রথম কালিম্পং জেলায় দুর্গাপুজো কমিটিগুলির জন্য খোলা হল এই অনলাইন পোর্টাল। এই অনলাইন পোর্টালে ক্লিক করলেই পুজো কমিটি গুলি হাতের নাগালে পেয়ে যাবে সমস্ত তথ্য পাশাপাশি যে কোনও সমস্যায় জারি করা হয়েছে টোল ফ্রি নাম্বার।

সুজয় ঘোষ

North Bengal Weather update: উত্তরবঙ্গের কিছু কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস, পাহাড় থেকে সমতল- কিছু জেলার জন্য সুখবর

উত্তরবঙ্গের আকাশ রোদ ঝলমলে, পারদ চড়ছে, মেঘলা পাহাড়, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসশিলিগুড়ি:  আকাশ পরিষ্কার থাকবে। রোদ এবং আদ্রতা বজায় থাকবে, তাপমাত্রা ২৮ ডিগ্রি।
উত্তরবঙ্গের আকাশ রোদ ঝলমলে, পারদ চড়ছে, মেঘলা পাহাড়, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
শিলিগুড়ি: আকাশ পরিষ্কার থাকবে। রোদ এবং আদ্রতা বজায় থাকবে, তাপমাত্রা ২৮ ডিগ্রি।
দার্জিলিং: আকাশ মেঘলা থাকবে, হালকা ঠান্ডা। তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি থাকবে। কালিম্পং: হালকা মেঘ থাকবে, আকাশ পরিস্কার থাকবে। তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির কাছাকাছি!
দার্জিলিং: আকাশ মেঘলা থাকবে, হালকা ঠান্ডা। তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি থাকবে।
কালিম্পং: হালকা মেঘ থাকবে, আকাশ পরিস্কার থাকবে। তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির কাছাকাছি!
জলপাইগুড়ি: জলপাইগুড়িতে আকাশ রোদ ঝলমলে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.০১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০৮ ডিগ্রি সেলসিয়াস।ডুয়ার্স: পরিষ্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়ি: জলপাইগুড়িতে আকাশ রোদ ঝলমলে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.০১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০৮ ডিগ্রি সেলসিয়াস।
ডুয়ার্স: পরিষ্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ার: রোদ উজ্বল পরিষ্কার আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।কোচবিহার: আকাশ পরিষ্কার- রোদ উজ্বল থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ার: রোদ উজ্বল পরিষ্কার আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার: আকাশ পরিষ্কার- রোদ উজ্বল থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরদিনাজপুর: পরিষ্কার আকাশ। ঝলমলে আবহাওয়া। প্রখর রোদ। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।ইসলামপুর: পরিস্কার, রোদ ঝলমলে আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। 
গঙ্গারামপুর: পরিষ্কার আকাশ, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিনদিনাজপুর :: পরিষ্কার আকাশ বালুরঘাটে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ২৬.০৩ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরদিনাজপুর: পরিষ্কার আকাশ। ঝলমলে আবহাওয়া। প্রখর রোদ। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।
ইসলামপুর: পরিস্কার, রোদ ঝলমলে আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গঙ্গারামপুর: পরিষ্কার আকাশ, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিনদিনাজপুর :: পরিষ্কার আকাশ বালুরঘাটে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ২৬.০৩ ডিগ্রি সেলসিয়াস।

North Bengal rainfall alert: ২১শে জুলাই থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, জেনে নিন বিস্তারিত

উত্তরবঙ্গে দুর্যোগ যেন কমছেই না। আজ এবং কাল অর্থাৎ ২১ জুলাই উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার অধিকাংশ এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে দুর্যোগ যেন কমছেই না। আজ এবং কাল অর্থাৎ ২১ জুলাই উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার অধিকাংশ এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলীপুরদুয়ার জেলায়।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলীপুরদুয়ার জেলায়।
রবিবার অর্থাৎ ২১ জুলাই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
রবিবার অর্থাৎ ২১ জুলাই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
রবিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই দুই জেলায়।
রবিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই দুই জেলায়।
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। সোমবার থেকে উত্তরবঙ্গের কিছু এলাকায় বৃষ্টিপাত (ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন) হবে।
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। সোমবার থেকে উত্তরবঙ্গের কিছু এলাকায় বৃষ্টিপাত (ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন) হবে।

Monsoon Weekend Destination: মেঘপিওনের ব্যাগের ভিতর রঙিন অর্কিড! বর্ষায় রূপকথার মায়ারী ঠিকানা এই পাহাড়ি গ্রাম

যতই বর্ষা আসুক উত্তরে, বর্ষাতেই ডুয়ার্সের আসল সুন্দরী রূপ দেখার সৌভাগ্য হয় ভ্রমণপিপাসুদের। তাই রইল আরও একটি চোখ ধাঁধানো ভিউ পয়েন্টের খোঁজ। কালিম্পং-এর সেরা পর্যটন কেন্দ্র হিসেবে মানা হয় এই গ্ৰামটিকে। লাভা থেকে ১৬ কিলোমিটার দূরে এবং কালিম্পং থেকে ২০ কিলোমিটার দূরে ৪৩০০ ফুট উচ্চতায় অবস্থিত।
যতই বর্ষা আসুক উত্তরে, বর্ষাতেই ডুয়ার্সের আসল সুন্দরী রূপ দেখার সৌভাগ্য হয় ভ্রমণপিপাসুদের। তাই রইল আরও একটি চোখ ধাঁধানো ভিউ পয়েন্টের খোঁজ। কালিম্পং-এর সেরা পর্যটন কেন্দ্র হিসেবে মানা হয় এই গ্ৰামটিকে। লাভা থেকে ১৬ কিলোমিটার দূরে এবং কালিম্পং থেকে ২০ কিলোমিটার দূরে ৪৩০০ ফুট উচ্চতায় অবস্থিত।
সৌন্দর্যের সম্ভারে ভরপুর
সৌন্দর্যের সম্ভারে ভরপুর “সানটোক” গ্রাম। স্থানীয় শেরপা ও লেপচারা কটেজের মতো বেশ কিছু কটেজ বানিয়েছেন পর্যটকদের থাকার জন্যে। জানলার পাশে এক টুকরো মেঘ ছুঁয়ে যাবে ।
তিব্বতের পাহাড়গুলি সহ এখান থেকে হিমালয়ের অসাধারণ দৃশ্য চোখ পড়ে। প্রকৃতির অসীম সুন্দর রূপ দেখার পাশাপাশি পাহাড়ের মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়।
তিব্বতের পাহাড়গুলি সহ এখান থেকে হিমালয়ের অসাধারণ দৃশ্য চোখ পড়ে। প্রকৃতির অসীম সুন্দর রূপ দেখার পাশাপাশি পাহাড়ের মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়।
এই গ্রামে পৌঁছতেই চোখে পড়ে সারি সারি পাহাড়। নানা আকৃতি, নানা রং। এক্কেবারে ছবির মত। পাহাড় - নদী দ্বারা বেষ্টিত একটি আদর্শ হিমালয়ান গ্রাম। প্রকৃতি জায়গাটিকে ঢেলে সাজিয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাহারি অর্কিড ফুল।
এই গ্রামে পৌঁছতেই চোখে পড়ে সারি সারি পাহাড়। নানা আকৃতি, নানা রং। এক্কেবারে ছবির মত। পাহাড় – নদী দ্বারা বেষ্টিত একটি আদর্শ হিমালয়ান গ্রাম। প্রকৃতি জায়গাটিকে ঢেলে সাজিয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাহারি অর্কিড ফুল।
কীভাবে যাবেন? নিউ মাল জংশন থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে অবস্থিত এই অসাধারণ জায়গা যেখানে নিরিবিলি পরিবেশ, শান্ত। নিউ জলপাইগুড়ি স্টেশনে থেকে ১০৯ কিলোমিটার দূরে অবস্থিত সেখানে থেকে গাড়ি ভাড়া কম বেশি ৪০০০ মতো।
কীভাবে যাবেন? নিউ মাল জংশন থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে অবস্থিত এই অসাধারণ জায়গা যেখানে নিরিবিলি পরিবেশ, শান্ত। নিউ জলপাইগুড়ি স্টেশনে থেকে ১০৯ কিলোমিটার দূরে অবস্থিত সেখানে থেকে গাড়ি ভাড়া কম বেশি ৪০০০ মতো।
সানটোক ভিলেজ একরাত্রি খাওয়া-দাওয়া নিয়ে খরচ প্রায় ১৬০০ টাকা। তবে, কটেজের সংখ্যা কম তাই আগে থেকে কটেজের সঙ্গে যোগাযোগ করে যাওয়া প্রয়োজন।
সানটোক ভিলেজ একরাত্রি খাওয়া-দাওয়া নিয়ে খরচ প্রায় ১৬০০ টাকা। তবে, কটেজের সংখ্যা কম তাই আগে থেকে কটেজের সঙ্গে যোগাযোগ করে যাওয়া প্রয়োজন।

Viral Video: ‘১৫ জনের মধ্যে ১৩ জন মৃত, আমাকে বাঁচান’, রাশিয়ায় বাধ্য হয়ে ‌যুদ্ধ করছেন এই ভারতীয় ‌যুবক! বেঁচে দেশে ফেরার আর্তি! ভাইরাল ভিডিও

কালিম্পং: ভারতীয় সেনা থেকে অবসরের পর রাশিয়ায় নিরাপত্তারক্ষীর কাজে গিয়েছিলেন উর্গেন তামাং। কিন্তু রাশিয়ায় পৌঁছে তিনি জানতে পারেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে হবে। গত ছ’মাস ধরে কালিম্পংয়ের এই যুবক রাশিয়া সৈন্যবাহিনীর সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে লড়ছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে উর্গেন বলেন, ‘আমি কালিম্পংয়ের বাসিন্দা। মার্চ থেকে আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটকে পড়েছি। রাশিয়ার বাইরে থেকে ১৫ জনকে যুদ্ধ করতে নিয়ে আসা হয়েছিল, তাদের মধ্যে ১৩ জন মৃত। আমি এবং শ্রীলঙ্কার একজন এখনও বেঁচে আছি। আমাদের দেশে ফেরানো হোক।’

আরও পড়ুনঃ আঘাত লাগা-আমোদ উল্লাস, বরফ চাই-ই-চাই…! ভারতে প্রথম কীভাবে, কথা থেকে এল বরফ? ইতিহাস জানুন

উর্গেন তামাংয়ের প্রতিটা দিন যেন দুর্বিষহ হয়ে উঠছে রাশিয়ায়। তারই সঙ্গে থাকা আরও ভারতীয় সঙ্গী যারা রাশিয়ার ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করছিলেন তাদের যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়। তবে এখনও কোনওক্রমে প্রাণে বেঁচে রয়েছেন উর্গেন। তার সঙ্গে যোগাযোগ হয়েছে কালিম্পং পুরসভার চেয়ারম্যান রবি প্রধানের। উর্গেনের সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা স্বীকার করেছেন রবি প্রধান। তিনি আশ্বস্ত করেছেন তাকে ফিরিয়ে আনার সবরকম প্রচেষ্টা করবেন।

আরও পড়ুনঃ একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে জীবনভর! ১০ মিনিটে বানিয়ে নিন এই ভর্তা, গরম ভাতে জমে ক্ষীর

তবে এটাই প্রথমবার নেই, আগে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মাধ্যমে তাঁকে দেশে ফেরানোর জন্য পদক্ষেপ নেন  মস্কোয় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তারপর লোকসভা নির্বাচনের কারণে থমকে যায় গোটা প্রক্রিয়া। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর আশার আলো দেখছেন উর্গেন।

সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে উর্গেন তামাংয়ের চোখেমুখে আতঙ্কের ছাপ। এখন একটি জঙ্গলে ঘেরা মাটির নীচে বাঙ্কারে দিন কাটছে তাঁর। নিরাপত্তারক্ষীর কাজ করতে গিয়ে যে এমন পরিস্থিতি হবে তা কিন্তু স্বপ্নেও ভাবেননি উর্গেন। উর্গেনের স্ত্রী অম্বিকা তামাং বলেন, “অবসরের পর গুজরাত থেকে নিরাপত্তারক্ষীর কাজের প্রস্তাব এলে রাশিয়ায় যান স্বামী। সংসার চালাতে উনি বিদেশে চাকরিটা নিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে এজেন্টের প্রতারণায় পরে রাশিয়ার সৈন্য হিসেবে কাজ করতে বাধ্য করা হয়। আমার দু’টো ছোট সন্তান রয়েছে। জানি না কী হবে। এখন আমরা শুধু ওকে সুস্থভাবে ফিরে পেতে চাই।”

অনির্বাণ রায়

North Bengal Trip: গ্রামে একটিই হোমস্টে, বর্ষায় ঘুরে আসুন কালিম্পংয়ের এই হ্যামলেটে, অ্যাডভেঞ্চারে ঠাসা ট্রিপ আপনার অপেক্ষায়

*ইট-কাঠ-পাথরের নগরের কোলাহল ছেড়ে প্রাণভরে শ্বাস নিতে চান? গতে বাধা চেনা সমুদ্র এবং পাহাড় ডুয়ার্স আর ভাল লাগছে না? তাহলে এই জায়গাটি আপনারই জন্যে। একান্তে নিজের মতো সময় কাটাতে আসতে হবে কালিম্পিংয়ের অফবিট ডেস্টিনেশন মুডুং খোলায়।
*ইট-কাঠ-পাথরের নগরের কোলাহল ছেড়ে প্রাণভরে শ্বাস নিতে চান? গতে বাধা চেনা সমুদ্র এবং পাহাড় ডুয়ার্স আর ভাল লাগছে না? তাহলে এই জায়গাটি আপনারই জন্যে। একান্তে নিজের মতো সময় কাটাতে আসতে হবে কালিম্পিংয়ের অফবিট ডেস্টিনেশন মুডুং খোলায়।
*অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর পরিবেশের সঙ্গে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ মন মুগ্ধ করবেই। জায়গাটি এখনও খুব বেশি প্রকাশ্যে না আসায় বেশ নিরিবিলি। এখানে মাত্র একটিই হোমস্টে রয়েছে এখনও পর্যন্ত।
*অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর পরিবেশের সঙ্গে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ মন মুগ্ধ করবেই। জায়গাটি এখনও খুব বেশি প্রকাশ্যে না আসায় বেশ নিরিবিলি। এখানে মাত্র একটিই হোমস্টে রয়েছে এখনও পর্যন্ত।
*পাহাড়-জঙ্গল-ঝর্না..তার মাঝে হোমস্টেতে রাতযাপন। বলাই বাহুল্য একেবারে রোমাঞ্চকর পরিবেশ। প্রাইভেট না হলেও জায়গাটি নিরিবিলি থাকায় অনেকটাই নিজস্বতা বজায় রেখেই প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন।
*পাহাড়-জঙ্গল-ঝর্না..তার মাঝে হোমস্টেতে রাতযাপন। বলাই বাহুল্য একেবারে রোমাঞ্চকর পরিবেশ। প্রাইভেট না হলেও জায়গাটি নিরিবিলি থাকায় অনেকটাই নিজস্বতা বজায় রেখেই প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন।
*বর্ষায় পাহাড় একটু ভয়ঙ্কর হলেও আসল অ্যাডভেঞ্চারের মজা হল পাহাড়ে বর্ষার সময়ই। বর্ষায় পাহাড় আলদা রকমভাবে সেজে ওঠে। তাও বর্ষাতেই ঘুরতে আসতে পারেন এই অপরূপ সুন্দর জায়গা। যেখানে রয়েছে প্রাকৃতিক ঝর্ণা।
*বর্ষায় পাহাড় একটু ভয়ঙ্কর হলেও আসল অ্যাডভেঞ্চারের মজা হল পাহাড়ে বর্ষার সময়ই। বর্ষায় পাহাড় আলদা রকমভাবে সেজে ওঠে। তাও বর্ষাতেই ঘুরতে আসতে পারেন এই অপরূপ সুন্দর জায়গা। যেখানে রয়েছে প্রাকৃতিক ঝর্ণা।
*কিভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র ১২৪ কিলোমিটার এবং জলপাইগুড়ির অন্তর্গত মালবাজার শহরের মাল জংশন থেকে? মাত্র ৭৬ কিলোমিটার পথ পেরোতে হবে। দুই স্টেশন থেকেই পেয়ে যাবেন ভাড়া গাড়ি। সব মিলিয়ে জনপ্রতি আনুমানিক খরচ হতে পারে ২-৩ হাজার টাকা।
*কিভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র ১২৪ কিলোমিটার এবং জলপাইগুড়ির অন্তর্গত মালবাজার শহরের মাল জংশন থেকে? মাত্র ৭৬ কিলোমিটার পথ পেরোতে হবে। দুই স্টেশন থেকেই পেয়ে যাবেন ভাড়া গাড়ি। সব মিলিয়ে জনপ্রতি আনুমানিক খরচ হতে পারে ২-৩ হাজার টাকা।
*মুডুং খোলা পর্যটন কেন্দ্রে এখনও পর্যন্ত তেমনভাবে মানুষের আনাগোনা নেই। নদীর ধারে এই পর্যটন কেন্দ্রের একদিকে রয়েছে পাহাড়ি জঙ্গল, অন্যদিকে বর্ষায় পাহাড় থেকে নেমে আসা জলের কলরব। মনমুগ্ধ করে তোলা পরিবেশে রয়েছে মন ভাল করা সব উপাদানই রয়েছে।
*মুডুং খোলা পর্যটন কেন্দ্রে এখনও পর্যন্ত তেমনভাবে মানুষের আনাগোনা নেই। নদীর ধারে এই পর্যটন কেন্দ্রের একদিকে রয়েছে পাহাড়ি জঙ্গল, অন্যদিকে বর্ষায় পাহাড় থেকে নেমে আসা জলের কলরব। মনমুগ্ধ করে তোলা পরিবেশে রয়েছে মন ভাল করা সব উপাদানই রয়েছে।
*অন্য জায়গায় গরম থাকলেও এখানে ঠান্ডা কনকনে ভাব থাকে সারা বছরই। সেখানে একটিই রিসর্ট রয়েছে কিন্তু রয়েছে বহু টেন্টের ব্যবস্থা। সেখানে পর্যটকরা রাত্রিবাস করতে পারবেন বেড়াতে গিয়ে।
*অন্য জায়গায় গরম থাকলেও এখানে ঠান্ডা কনকনে ভাব থাকে সারা বছরই। সেখানে একটিই রিসর্ট রয়েছে কিন্তু রয়েছে বহু টেন্টের ব্যবস্থা। সেখানে পর্যটকরা রাত্রিবাস করতে পারবেন বেড়াতে গিয়ে।
*একেবারে অফবিট এই জায়গায় প্রাকৃতিক ঝরনার পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সুইমিং পুল। থাকা-খাওয়া খরচ সবকিছুই সাধ্যের মধ্যে। সন্ধ্যার রোমাঞ্চকর পরিবেশ মন মেজাজ করে তুলবে ফুরফুরে।
*একেবারে অফবিট এই জায়গায় প্রাকৃতিক ঝরনার পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সুইমিং পুল। থাকা-খাওয়া খরচ সবকিছুই সাধ্যের মধ্যে। সন্ধ্যার রোমাঞ্চকর পরিবেশ মন মেজাজ করে তুলবে ফুরফুরে।

Sikkim Landslide: রাস্তাই হয়ে উঠছে মরণফাঁদ! ফের ধস সিকিম কালিম্পংয়ের একাধিক জায়গায়, বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

পাহাড়ে টানা বৃষ্টির জেরে ফের ধস নামল জাতীয় সড়কে । বন্ধ করে দেওয়া ১০ নম্বর জাতীয় সড়ক ।সম্পূর্ণ বন্ধ বাংলা-সিকিমের এই লাইফলাইন ।
পাহাড়ে টানা বৃষ্টির জেরে ফের ধস নামল জাতীয় সড়কে । বন্ধ করে দেওয়া ১০ নম্বর জাতীয় সড়ক। সম্পূর্ণ বন্ধ বাংলা-সিকিমের এই লাইফলাইন ।
মাঝে ছোট গাড়ি জাতীয় সড়ক দিয়ে চলাচল শুরু করলেও, রবিবার সকালে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় ।
মাঝে ছোট গাড়ি জাতীয় সড়ক দিয়ে চলাচল শুরু করলেও, রবিবার সকালে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় ।
রবিবার সকালে কালিম্পংয়ের লিকুভিরে ১০ নম্বর জাতীয় সড়কের উপর বড় বড় পাথর গড়িয়ে পরতে শুরু করে । এতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
রবিবার সকালে কালিম্পংয়ের লিকুভিরে ১০ নম্বর জাতীয় সড়কের উপর বড় বড় পাথর গড়িয়ে পরতে শুরু করে । এতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
নতুন করে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেয় প্রশাসন । একইভাবে ১০ নম্বর জাতীয় সড়ক ধরে কিরনে থেকে মল্লি যাওয়ার পথও ধসের কারণে বন্ধ হয়ে যায় ।
নতুন করে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেয় প্রশাসন । একইভাবে ১০ নম্বর জাতীয় সড়ক ধরে কিরনে থেকে মল্লি যাওয়ার পথও ধসের কারণে বন্ধ হয়ে যায় ।
এছাড়াও এদিন সকালে ভালুখোলায় ধসের ঘটনা ঘটে । তবে কয়েক ঘণ্টার মধ্যে প্রশাসন তৎপরতার সঙ্গে ধস সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে ৷
এছাড়াও এদিন সকালে ভালুখোলায় ধসের ঘটনা ঘটে । তবে কয়েক ঘণ্টার মধ্যে প্রশাসন তৎপরতার সঙ্গে ধস সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে ৷
অন্যদিকে, মঙ্গন থেকে গ্যাংটক ও মঙ্গন থেকে সিংথাম যাওয়ার রাস্তায় একাধিক জায়গায় ধসের কারণে রাস্তা বন্ধ রয়েছে ৷
অন্যদিকে, মঙ্গন থেকে গ্যাংটক ও মঙ্গন থেকে সিংথাম যাওয়ার রাস্তায় একাধিক জায়গায় ধসের কারণে রাস্তা বন্ধ রয়েছে ৷

Monsoon Travel Destination: বর্ষায় ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা, কম খরচে ঘুরে আসুন কালিম্পং-এর এই পাহাড়ি গ্রাম থেকে

শিলিগুড়ি: বর্ষা ঢুকেছে পাহাড়ে। আর এই বৃষ্টির মরশুমে প্রকৃতির কোলে কিছুটা সময় উপভোগ করতে ঘুরে আসতে পারেন কালিম্পং-এর এই গ্রামে।কালিম্পং শহরের একটি অফবিট গ্রামের নাম দাড়াগাঁও । কালিম্পং থেকে গ্যাংটক যাওয়ার পথে রমধুরা গ্রাম ছাড়িয়ে একটু এগোলেই পরে শান্ত, নিরিবিলি, পাহাড়ের কোলে ছোট্ট এই গ্রাম।

ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা থেকে শুরু করে রাতের রংপো শহর জ্বলজ্বল করতে দেখা, এ এক চরম আনন্দের দৃশ্য। কালিম্পং শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার ও শিলিগুড়ি শহর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে এই পাহাড়ি ছোট্ট গ্রাম।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

এখানে এলে পুরনো ধাঁচের বাড়ির দেখা মিলবে। এখানে তামাং সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। অন্য সম্প্রদায়ের লোকও রয়েছে। তবে সেই সংখ্যাটা কম। এখানে এক বৌদ্ধ মনেস্ট্রিও রয়েছে। এখানকার বেশিরভাগ মানুষ চাষ করেন। প্রায় প্রতিটি বাড়ির সঙ্গেই রয়েছে চাষের জমি।শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং বা গ্যাংটক থেকে খুব সহজেই শেয়ার গাড়িতে আসতে পারবেন এখানে।এখানে থেকে আপনি জলসা বাংলো, তিস্তা ভিউ পয়েন্ট, বার্মিক মহাদেব ধাম, হিমালি পার্ক, লাভা, রিশপ, লোলেগাঁও, ডেলো, দুরপিন দাঁড়া বা পুরো কালিম্পং শহর, সিলেরি গাও, ইচ্ছে গাও, রামধুরা, ইত্যাদি জায়গাগুলি সব ঘুরতে পারবেন।

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আপনি এই পাহাড়ি গ্রামে থেকে হিমালয় পর্বতমালা তথা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখার ও সুযোগও পাবেন। চারিদিক দিক দিয়েই পাহাড় দিয়ে ঘেরা এই গ্রাম । পাহাড়ের নীচে দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, যার একদিক সিকিমের আর একদিক পড়ছে দার্জিলিং-এর মধ্যে। থাকার অন্যতম সেরা স্থান এই গ্রামের হোমস্টে এটিসি টিবেটিয়ান ভিলা, দাড়াগাঁও। ফোন: 7031626241/6289421510 নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালবাজার বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে পিক আপ /ড্রপ বা এখানে আসে পাশে ঘোরার জন্যে গাড়ি পাওয়া যাবে।

অনির্বাণ রায়