Tag Archives: Dengue Death

Dengue Death: ‘সরকারি হাসপাতালে চিকিৎসা হল না!’ এবার ডেঙ্গিতে মৃত কিশোরের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ পরিবারের

কলকাতা: দক্ষিণ দমদম পুরসভার ২৭নং ওয়ার্ডের শ্যামনগর দাস ভিলা এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর এগারোর পঞ্চম শ্রেণীর ছাত্র সৃজন সাহার। পরিবারের দাবি, ছেলের জ্বর হয় বেশ কিছুদিন ধরে৷ বৃহস্পতিবার রক্তের নমুনা পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপরেই শুক্রবার সকালেই দক্ষিণ দমদম পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পঞ্চম শ্রেণীর ছাত্রকে।

পরিবারের অভিযোগ, শুক্রবার দক্ষিণ দমদম পৌর হাসপাতালে নিয়ে গেলেও সেখানে কোনওরকম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। উল্টে তারা পরিষেবা দিতে পারবেন না বলে অন্যত্র ছাত্রকে ভর্তি করার পরামর্শ দেন। এরপরেই ওইদিন মৃত্যু ছাত্রের পরিবার তাদের সন্তানকে নিয়ে বেলঘাটা আই ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন-      বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

তাদের আরও অভিযোগ, আইডি-তে সামান্য স্যালাইন টুকু দেওয়া হয়নি। আই ডি-তে থাকাকালীন প্লেটলেট দেড় লক্ষ থেকে ৪০ হাজার নেমে যায়। ওইদিন ভোর রাতে সন্তানের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপরে শনিবার সকালে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সৃজনকে ভর্তি করা হয়। ওইদিন বিকেলে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়৷ সৃজনের মাসির অভিযোগ, অন্দোলনের জেড়ে পরিষেবা তারা পাওয়া যায়নি। আন্দোলনকে তারাও সমর্থন করেন। কিন্তু তাদের মত অসহায় মানুষদের দিকে তাকানো উচিৎ। এই অন্দোলনের জেড়ে পরিষেবা না পেয়ে মৃত্যু হয় তাদের সন্তানের। তার দাবি, মুমূর্ষু রোগীদের পরিষেবা দেওয়া উচিৎ। সৃজনের মায়ের দাবি, দক্ষিণ দমদম পুরসভার পৌর হাসপাতালে সঠিক পরিষেবা মেলেনি। তার সাথে আই ডি-তে পরিষেবা না মেলায় তিনি সন্তান হারা হলেন।

আরও পড়ুন-       বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ দমদম পৌর হাসপাতালে কোনও রোগীর সঠিক পরিষেবা পাওয়া যায় না। তাদের পরিষেবা নিয়ে বারবার খবরের শিরোনামে উঠে আসে দক্ষিণ দমদম পৌর হাসপাতাল। জুন মাসেও হাসপাতালের পরিষেবা নিয়ে উত্তেজনা ছড়ায়। মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, দক্ষিণ দমদম পৌর হাসপাতালেও কোনওরকম পরিষেবা দেওয়া হয়নি। দু’বার করে তারা পৌর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় তারা পরিষেবা দিতে পারবে না। তাদের পরিকাঠামো নেই।

Dengue Death: ডেঙ্গিতে ১২ বছরের কিশোরের মৃত্যু, তীব্র আতঙ্ক মেদিনীপুরে

পশ্চিম মেদিনীপুর: ভয় ধরাতে শুরু করেছে ডেঙ্গি। পশ্চিম মেদিনীপুরে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক নাবালকের। গতবছর এই জেলায় প্রথম ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে। এই বছর সেই ১৪ নম্বর ওয়ার্ডেই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। ডেঙ্গি আক্রান্ত হয়ে পূর্ব মেদিনীপুরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হল এক নাবালকের।

ডেঙ্গি আক্রান্ত হয়ে নাবালকের এই মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই ভয় ধরিয়েছে মেদিনীপুর শহরের বাসিন্দাদের মনে। যদিও এই মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগের বিশেষ টিম নজরদারি শুরু করেছে। এলাকায় ঘুরে বিভিন্ন নমুনা ও নজরদারি চালাচ্ছে জেলা স্বাস্থ্য দফতরের গঠন করা বিশেষ টিম। তবে প্রশাসনের পক্ষ থেকে আতঙ্কিত না হয়ে বাসিন্দাদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কেবল লাইন সারানোর সময় রাস্তায় ছিটকে পড়ল যুবক! তারপর…

পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শারীরিক অসুস্থতা নিয়ে এক নাবালককে ভর্তি করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে ডেঙ্গি রিপোর্ট পজেটিভ আসে এবং বৃহস্পতিবার তার মৃত্যু হয়। চলতি মরশুমে ডেঙ্গি আক্রান্ত হয়ে এটি জেলায় দ্বিতীয় ও মেদিনীপুর শহরে প্রথম মৃত্যুর ঘটনা। মৃত নাবালকের বয়স ১২ বছর বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, ওই নাবালক প্রথমে টাইফয়েড ও জন্ডিসে আক্রান্ত হয়েছিল। পরে বড়মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ডেঙ্গি রিপোর্ট ‘পজিটিভ’ আসে। বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়।

এই বিষয়ে, পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী বলেন, খুবই দুঃখজনক খবর। আমরাও আজ সকালে জানতে পেরেছি। আত্মীয়তার সূত্রে, অসুস্থ অবস্থায় ওই নাবালককে ভর্তি করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়। এরপর স্বাস্থ্য দফতরের সার্ভেলেন্স টিম ঘটনাস্থলে গিয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে, এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শহরবাসী এবং পুর প্রশাসনকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

রঞ্জন চন্দ

Dengue Death: শুরু ডেঙ্গির চোখ রাঙানি, এই জেলায় এক মহিলার মৃত্যু

হুগলি: এবারের বর্ষার বৃষ্টি কিছুটা দেরিতে শুরু হয়েছে দক্ষিণবঙ্গে তবে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি সংক্রমণ। বুধবার সকালে হুগলি জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম সন্ধ্যা দাস (৪৫)।

ওই মহিলা বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। সেই কারণে তাঁকে বলাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয়। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, ডেঙ্গির হটস্পট হয়ে উঠেছে বলাগড়। গোটা জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২০০ জন। তার মধ্যে শুধুমাত্র বলাগড় ব্লকেই আক্রান্তের সংখ্যা ৩২ জন। ডেঙ্গি মোকাবিলায় সারদানগর শিশু শিক্ষা কেন্দ্রে স্পেশাল মেডিকেল টিম নিয়ে আসা হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ বড়ুয়ার নেতৃত্বে ডেঙ্গি পরীক্ষা চলছে ওই এলাকায়। স্পেশাল মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে সারদানগরে।

আর‌ও পড়ুন: রোদ হোক বা বৃষ্টি, মাথা বাঁচাতে এই টুপিতেই নজর সবার! দাম কত জানেন?

স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগেই জেলা স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর এসে সরোজমিনে পরিদর্শন করে গেছেন গোটা এলাকা। কীভাবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যায় তার দিকে নজর দিতে বলা হয়েছে। একইসঙ্গে ওই এলাকায় প্রচুর পরিমাণে জমা জল নিকাশি না হওয়া মশাবাহিত রোগ বৃদ্ধির একটি অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। যার প্রভাবে দিন দিন বাড়ছে ডেঙ্গি মশার সংখ্যা।

তবে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে আরও একটি মত উঠে এসেছে। স্থানীয়দের মতে, ওই এলাকায় অনেক পরিযায়ী শ্রমিকের বসবাস। তাঁরাই মূলত বাইরে থেকে ডেঙ্গির জীবাণু শরীরে নিয়ে আসছেন। যার ফলে সংক্রমিত হচ্ছে এলাকা। জেলা স্বাস্থ্য দফতরের তরফে ডেঙ্গি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

রাহী হালদার