ডেঙ্গুর উপসর্গ নিয়ে জ্বরে আক্রান্ত হাসপাতালে ভর্তি মহিলা পুরুষ সহ ৫০ জন সচেতনা

North 24 Parganas News: ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ৫০ জন! বসিরহাটে ঘটনায় তৎপর স্বাস্থ্য বিভাগ

বসিরহাট: ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ জন। বসিরহাটের ঘটনায় সচেতনা বার্তা স্বাস্থ্য আধিকারিকদের। বর্ষার শুরু হতেই জ্বরে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ, ডেঙ্গির মত উপসর্গ নিয়ে হাসপাতালেও চিকিৎসাধীন অনেকে।

বসিরহাট স্বাস্থ্য জেলার সীমান্ত থেকে সুন্দরবনের ১০টি ব্লকের বিভিন্ন জায়গা থেকে মাথা যন্ত্রণা, বমি, উচ্চ তাপমাত্রা নিয়ে হাসপাতালে ভর্তি অনেক। ইতিমধ্যে ডেঙ্গির মতো উপসর্গ নিয়ে প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, হাসপাতালের বর্হিবিভাগেও লম্বা লাইন। ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ডেঙ্গির মতো উপসর্গ ও জ্বরে আক্রান্তদের যাতে দ্রুত পরীক্ষার ব্যবস্থা করা যায় সেই পদক্ষেপ করা হচ্ছে। সেই সঙ্গে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সচেতনতার বার্তাও দিচ্ছেন।

আরও পড়ুন: ব্যারাকপুরে বেসরকারি স্কুলে দুর্ঘটনা! প্র্যাকটিক্যালের সময় টেস্টটিউব বিস্ফোরণে আহত ছাত্র

কোনও রকম জ্বরে আক্রান্ত হলে তাঁদের নাম, পরিচয় পত্র, সঠিক ঠিকানা, মোবাইল নম্বার লিপিবদ্ধ করছেন স্বাস্থ্যকর্মীরা। সব মিলিয়ে স্বাস্থ্য দফতর আগেভাগেই সতর্কতা নিচ্ছে যাতে আক্রান্ত সংখ্যা না বাড়ে। বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে ইতিমধ্যে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে থাকতেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র-সহ ব্লক হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। জ্বর হলেই রক্তের নমুনা সংগ্রহ করে দ্রুত ল্যাবরেটরিতে পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং হাসপাতালে যাতে ভর্তি করানো যায় তার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে।