প্রতীকী ছবি।

Dooars: পর্যটকদের জন্য সাজছে ডুয়ার্স! পুজোয় কী কী আকর্ষণ অপেক্ষায়? জানুন বিস্তারিত

জলপাইগুড়ি: পুজোর মরশুম আসন্ন। আর পুজো মানেই ডুয়ার্স কিংবা পাহাড়ে পর্যটকদের আগমন। পর্যটকদের আগমন জানাতে প্রস্তুতি শুরু ডুয়ার্সে। বর্ষাকালীন প্রজননের জন্য মধ্য জুলাই থেকে এখনও বন্ধ রয়েছে জঙ্গলের দরজা। কিন্তু মধ্য সেপ্টেম্বর মাসেই উত্তরের জঙ্গলের দরজা খুলছে। লাটাগুড়ি থেকে গরুমারা শুরু করে ডুয়ার্সের যে কোনও জঙ্গলে রোমাঞ্চকর ট্রিপ করতেই পারবেন পর্যটকেরা। আর সে কারণেই সেই সময় যাতে পর্যটকদের কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য পূর্ত দফতরের তরফে জঙ্গল লাগোয়া রাস্তার দু’ধারের ঘন জঙ্গল পরিষ্কার করা হচ্ছে তৎপরতার সঙ্গে। এমনই ছবি উঠে এল ডুয়ার্সের বিভিন্ন জায়গায়।

জঙ্গল লাগোয়ার রাস্তার দু’ধারে বর্ধিত জঙ্গল এমন ভাবে বেড়ে উঠেছে যে রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। দূর থেকে বোঝা না গেলেও সামনে আসলেই কখনও গজরাজের কবলে পড়তে হয়, কখনও ছোটখাটো বা বড় দুর্ঘটনা ঘটে যাওয়া সম্ভাবনা থেকেই যায়। অন্যদিকে, পুজোর মুখে পর্যটকদের আগমনের সময়ও হয়ে গিয়েছে। সাধারণ মানুষ কিংবা পর্যটকদের যাতে অসুবিধে না হয় সে কারণেই এই প্রস্তুতি পূর্ত দফতরের তরফে। পাহাড় থেকে নেমে আসা জল এবং জঙ্গলের গভীরে মহাকাল মন্দিরের গা ছমছমের পরিবেশ গরুমারা ঘুরতে আসা পর্যটকদের মোহিত করে।

আরও পড়ুনঃ প্রকৃতির রূপ ধোঁয়ায় মোড়া, মার্বেলের বুকে ঠিকরে পড়ে চাঁদের আলো, পুজোয় গন্তব্য হোক এই জলপ্রপাত

আরও পড়ুনঃ ব্যালকনিতে দাঁড়ালে একফ্রেমে দার্জিলিং-সিকিম, গরম চা হাতে কাঞ্চনজঙ্ঘা দর্শন! পুজোয় ঘুরে আসুন

জঙ্গলের মধ্যে শান্ত নিবিড় ঠান্ডা পথ গায়ে কাঁটা দেওয়া এক রোমাঞ্চকর অনুভূতি জাগিয়ে তোলে পর্যটকদের। আর সেই মনমুগ্ধকর ট্রিপে যাতে কোনও অসুবিধে না হয় পর্যটকদের সে কারণেই বর্ধিত জঙ্গল কেটে, রাস্তা পরিষ্কার করা হচ্ছে দ্রুত। ব্যবসায়ীরা এখন থেকেই নিত্য নতুন সামগ্রী দোকানে তোলা শুরু করেছেন। কারণ, বছরের পুজোর মরসুম তাদের ভাল ব্যবসা হওয়ার অন্যতম এক সময়। পর্যটকদের এসে যাতে হতাশ হতে না হয় সে কারণেই সাজছে ডুয়ার্স। পুজোর সময় জঙ্গল কিংবা ডুয়ার্সে এলে স্বাগত জানাতে প্রস্তুত ডুয়ার্সবাসী।

সুরজিৎ দে