পড়ুয়াদের হাতে ড্রাগন ফ্রুট 

Dragon Fruit Cultivation: সোশ্যাল মিডিয়া দেখে স্কুলের ছাদে ফলের বাগান, তারপর যা হল!

পূর্ব বর্ধমান: এখন ড্রাগন ফ্রুট সকলের কাছেই বেশ পরিচিতি লাভ করেছে। অনেকেই বর্তমানে এই ড্রাগন ফ্রুটের চাষও শুরু করেছেন। এবার পূর্ব বর্ধমান জেলায় দেখা গেল এক ভিন্ন ছবি। সোশ্যাল মিডিয়া দেখে বিদ্যালয়ের ছাদে ড্রাগন ফ্রুটের চাষ করছেন শিক্ষকরা। হ্যাঁ এমনই এক ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের একটি বিদ্যালয়ে।

পূর্ব বর্ধমান জেলার রায়না-১ ব্লকের শ্যামসুন্দর অঞ্চলে অবস্থিত মাদানগর প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের ছাদে ড্রাগন ফ্রুট চাষ করছেন বিদ্যালয়ের শিক্ষকরা। কিন্তু বিদ্যালয়ের ছাদে ড্রাগন ফ্রুটের চাষ কেন? কী কারণে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এহেন সিদ্ধান্ত নেওয়া হল? চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: আম আঁটির বাজার! আম খেয়ে আঁটি ফেলে না দিয়ে বিক্রি করুন

এই বিষয়ে মাদানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, প্রথমত এই ফল এখানে প্রায় নতুন বলা যেতে পারে। সোশ্যাল মিডিয়া দেখে প্রথম এই বিষয়ে জানতে পারি। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষক পীযুষবাবুর উদ্যোগে এই চাষ শুরু হয়। পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে এই ফল তাদের খাওয়ানো হয়। এছাড়াও পরবর্তীতে বিদ্যালয়ের উন্নতির জন্য বাজারে এই ফল বিক্রির চিন্তাভাবনাও রয়েছে।

জানা গিয়েছে গত দু’বছর ধরে বিদ্যালয়ে চলছে এই ড্রাগন ফলের চাষ। বিদ্যালয় ভবনের ছাদের ওপরে রয়েছে ১০০ টিরও বেশি ড্রাগন ফলের গাছ। ২০২৩ সাল থেকে এই ড্রাগন ফলের গাছ থেকে মিলছে ফল। বর্তমানে এইসকল গাছ থেকে প্রাপ্ত ফল বিদ্যালয়ের পড়ুয়াদেরও খাওয়ানো হয়। জানা গিয়েছে, আগামী দিনে পড়ুয়াদের এই ফল খাওয়ানোর পাশাপাশি, বিদ্যালয়ের উন্নয়নের জন্য বাজারজাত করার কথাও ভাবছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমানের এই বিদ্যালয়ের এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

বনোয়ারীলাল চৌধুরী