এথোরা গ্রামের বড় দুর্গার মূর্তি

Durga Puja 2024: দুর্গাষষ্ঠীর ১৫ দিন আগে বোধন! তালপাতার পুঁথি পড়ে পালিত এই ঐতিহ্যবাহী দুর্গো‍ৎসব

নয়ন ঘোষ, আসানসোল, পশ্চিম বর্ধমান : আসানসোল শহরে একাধিক বিগ বাজেটের দুর্গাপুজো হয়। আবার তেমনভাবেই শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক প্রাচীন ঐতিহ্যবাহী পুজো। আসানসোলের সালানপুর ব্লকের এথোরা গ্রাম। এই গ্রামে একসঙ্গে ১১ টি দুর্গাপুজো হয়। কিন্তু সেসবের মধ্যে বিশেষ আকর্ষণ বড় দুর্গার পুজো। স্থানীয় এবং পারিবারিক সদস্যদের মতে, এই পুজো ৩০০ বছরের প্রাচীন।

একই সঙ্গে এখানে প্রচলিত রয়েছে বহু প্রাচীন কিছু নিয়ম। পুজো কমিটির সদস্য পার্থসারথি মুখোপাধ্যায় বলছেন, রাজা সুরথের নিয়ম মেনে বড় দুর্গার পুজো হয়। এখানে পূর্বপুরুষরা যে নিয়মে পুজো করে গিয়েছেন, এখনও পর্যন্ত সেই নিয়ম প্রচলিত রয়েছে। এই গ্রামে বড় দুর্গার পুজো শুরু হয়ে যায় অনেকটা আগে। ষষ্ঠীর ঠিক ১৫ দিন আগে এখানে হয়ে যায় বোধন তারপর থেকে চলতে থাকে পুজো, সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়।

জানা গিয়েছে, এথোরা গ্রামের বড় দুর্গার পুজোর জন্য আরও বেশ কিছু নিয়ম প্রচলিত রয়েছে। সেই বহু প্রাচীনকাল থেকে এখানে তালপাতার পুঁথি দেখে মন্ত্র উচ্চারণ করে পুজো করা হয়। ভুসো কালিতে লেখা সেই তালপাতার পুঁথি দেখে পুজো হয় আজও। তারা বলছেন, যেভাবে পুঁথিটি লেখা আছে, তার জন্য বিশেষ প্রশিক্ষণ না থাকলে এই পুঁথি দেখে পুজো করা সম্ভব হবে না।

আরও পড়ুন : জরির ঝুমকোলতা আঁচল জুড়ে বিছিয়ে, মুর্শিদাবাদ সিল্কের দাম কত টাকা থেকে শুরু? জানুন

গ্রামে ১১ টি দুর্গা পুজো হলেও, বড় দুর্গার পুজো এথোরা গ্রামের জন্য সবথেকে বিশেষ। এই পুজোয় গ্রামের সমস্ত মানুষ অংশগ্রহণ করেন। তাদের বিশ্বাস, দেবীর কাছে মনস্কামনা জানিয়ে মানত করলে, তা অবশ্যই পূরণ হয়। এছাড়াও এখানে দেবীর নিরঞ্জন শোভাযাত্রা দেখার মত। দেবীকে নিরঞ্জনের আগে কাঁধে করে নিয়ে যাওয়া হয়। ব্যবহার হয় না গাড়ির। পুজোর মূল তিনদিনে দু’বার করে দেওয়া হয় ভোগ। প্রথম ভোগে দেওয়া হয় লুচি লাড্ডু। তারপর দেওয়া হয় অন্ন ভোগ।