দুর্গা পুজো 

Durga Puja 2024: কত স্মৃতি বয়ে নিয়ে চলেছে ২০০ বছরের পুরনো কালিয়াগঞ্জের চৌধুরী বাড়ির দুর্গাপুজো

উত্তর দিনাজপুর: নীল আকাশে পেঁজা তুলোর ভেলা, সাদা কাশবন,মাঠ ভরা ধান, এই সবকিছুই জানান দেয় মা আসছে। পুজো মানেই নতুন জামা, পুজো মানেই রাতজেগে ঠাকুর দেখা।  শুধু শহর নয়, পুজো দেখতে যেতে পারেন গ্রামেও। গ্জোরাম বংলার দুর্গাপুজোর স্বাদ-গন্ধই আলাদা।  প্রায় ২০০ বছরের পুরনো কালিয়াগঞ্জের ভেলাই গ্রামের দুর্গা পুজো। একসময় এই গোটা জায়গাটি ঘন জঙ্গলে ভরা ছিল। সেই সময় আশপাশে তেমন আর দুর্গা পূজা হত না । জানা যায় বর্ধমান থেকে মধুসূদন চৌধুরী এসে এই গ্রামে পুজো শুরু করেছিলেন।

বাড়িতে গাওয়া ঘি দিয়ে বানানো লুচি, গজা, বিভিন্ন ধরনের নারু ও ফল কলাপাতায় করে দুর্গাকে প্রসাদ দেওয়া হয়। একটা সময় এই পুজোকে কেন্দ্র করে ভেলাই গ্রামে বসত যাত্রাপালার পাশাপাশি মেলা। কিন্তু আজ সেই সব-ই ইতিহাস। স্মৃতি বিজারিত ভেলাই গ্রামের চৌধুরীবাড়ির দুর্গাপুজো এখন অস্তিত্ব রক্ষার লড়াই লড়ে কোনওরকমে টিকে আছে।চৌধুরী বাড়ির প্রবীণ সদস্যা অর্চনা চৌধুরী জানান, তিনদিন ধরে নিয়ম নিষ্ঠা সহকারে চলে পুজো। বহু দূরদূরান্ত থেকে মানুষ এই পুজো দেখতে আসেন।

পিয়া গুপ্তা