জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের কাঠামো পুজো

Durga Puja 2024: শুরু দুর্গোৎসবের প্রস্তুতি, জন্মাষ্টমীতে নিষ্ঠা মেনে কাঠামো পুজো জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে

সুরজিৎ দে, জলপাইগুড়ি: পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে ইতিমধ্যেই! শরৎ-কে স্বাগত জানাতে প্রস্তুত শিউলি, কাশ! কাঠামো পুজো শুরু হয়েছে এখন থেকেই। তবে এখানকার কাঠামো পুজো আর পাঁচটা পুজো থেকে আলাদা জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গাপুজো। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে প্রত্যেক বছরের মতো এ বছরও জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে কাঠামো পুজো অনুষ্ঠিত হল ।

সোমবার সকালে রামকৃষ্ণ মিশন আশ্রমে এই কাঠামো পুজো অনুষ্ঠিত হয়‌। কিন্তু, কেন এই পুজো আলাদা জানেন? জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের দুর্গোৎসবের জন্য কাঠামো পুজো করা হয় এই জন্মাষ্টমী তিথিতে। জন্মাষ্টমীর পুণ্যতিথিতে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কাঠামো পূজো অনুষ্ঠিত হল এদিন। এখানে দেবী দুর্গা সাবেকি রূপে পূজিতা হন। এখানকার দেবী মূর্তির একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এদিন সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের পর বিশুদ্ধ সিদ্ধান্তের পঞ্জিকা মেনেই দুর্গাপুজার কাঠামো পুজো হয়।

আরও পড়ুন : আজ জন্মাষ্টমীতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি, জানুন এই তিথিতে তাঁর পুজোর শ্রেষ্ঠ মুহূর্ত

এই কাঠামো পুজোতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিব প্রেমানন্দজী মহারাজ। তিনি বলেন, “আজ রামকৃষ্ণ মঠ ও মিশন আশ্রমে কাঠামো পুজো অনুষ্ঠিত হচ্ছে। বিশুদ্ধ পঞ্জিকা মতে এই পুজো হয়।” অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে যাবতীয় রীতিনীতি মেনেই আশ্রমে কাঠামো পুজো থেকে শুরু করে দুর্গোৎসব পালন করা হয়।