Tag Archives: basirhat lok sabha election

Sheikh Shahjahan: তৃণমূল জিততেই শাহজাহানকে ঘিরে ফিরল পুরনো উচ্ছ্বাস, ‘জয় বাংলা’ শুনে মুখে হাসি ‘প্রাক্তন’ নেতার

উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনে বসিরহাটে তৃণমূল বিরাট জয় পেতেই বদলে গেল পরিস্থিতি। সন্দেশখালির ধৃত প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহাজানকে ঘিরে আবারও উচ্ছ্বাস ফিরে এল। আদালত চত্বরে তাকে দেখে উঠল ‘জয় বাংলা’ স্লোগান। তা শুনে হাসি ফিরল শাহজাহানের মুখেও।

উল্লেখ্য, নির্বাচনের আগেই শেখ শাহজাহান ভবিষ্যৎবাণী করেছিলেন, বসিরহাটে ভালভাবেই জিতবে তৃণমূল কংগ্রেস। তা মিলে যাওয়ায় খুশি তাঁর প্রাক্তন অনুগামীরা। বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম ৩ লক্ষ ৩৩ হাজার ৫১৮ ভোটে জয়ী হন। ২০১৯ সালে টলিউড তারকা নুসরত জাহান যে ব্যবধানে বসিরহাটে জয়ী হয়েছিলেন তার থেকেও বেশি ব্যবধানে জিতেছেন হাজি নুরুল।

আর‌ও পড়ুন: ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিশেষ শান্তির বার্তা, কেন জানেন?

সন্দেশখালিতে অবশ্য তৃণমূল বিজেপির থেকে কম ভোট পেয়েছে। কিন্তু তাতেও ব্যবধান খুব বেশি নয়। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন সন্দেশখালি থেকে তাঁরা এক লক্ষেরও বেশি ভোটের লিড নেবেন। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি মোটে আট হাজার ভোটের কাছাকাছি লিড নিতে পেরেছে। ফলে অনেক আশা নিয়ে সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করলেও বিজেপিকে সেই শূন্য হাতেই ফিরতে হয়েছে। এদিন শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করার সময় প্রশ্ন করলে তিনি বললেন, আমি তো আগেই বলে দিয়েছিলাম তৃণমূল জিতবে।

জুলফিকার মোল্যা

Fake Note: টাকা কিন্তু টাকা নয়! ভোটের আগের রাতে বসিরহাটের আবাসনে ভয়ঙ্কর কাণ্ড! ভিন রাজ্য থেকে কারা এলেন?

অনুপম সাহা, বসিরহাট: বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট শুরু হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে, গভীর রাতে একটি বহুতল আবাসন থেকে কয়েক লক্ষ টাকা জাল নোট সহ চারজন বহিরাগতকে গ্রেফতার করে SOG এবং বসিরহাট থানার পুলিশ। সূত্রের খবর কয়েক লক্ষ জল টাকা সহ আরও কিছু জিনিস তাদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বসিরহাটের বর্ণালী পাড়া এলাকায় একটি বহুতল আবাসন থেকে ২২ লক্ষ টাকারও বেশি জাল নোট সহ ৮ জনকে গ্রেফতার করে SOG এবং বসিরহাট থানার পুলিশ। এরমধ্যে কয়েকজন ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, এই টাকা বিজেপি নিয়ে এসেছিল ভোটারদের প্রভাবিত করার জন্য এবং তৃণমূল কর্মী সমর্থকদের টাকা দিয়ে কেনার জন্য।

আরও পড়ুন: ফের নজরে সন্দেশখালি! রেখা পাত্রকে ভোট দিতে বাধা তৃণমূল এজেন্টের? বড় অভিযোগ বিজেপির

কিন্তু পুলিশ তা ব্যর্থ করে দিয়েছে। অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির অবজারভার ডক্টর অর্চনা মজুমদার বলেন, এত টাকা বিজেপির নেই, আর জাল নোটের তো কোনও প্রশ্নই ওঠে না, এসব তৃণমূলের চক্রান্ত। নিজেদের পিঠ বাঁচাতে এখন বিজেপির নামে দোষ দিচ্ছে।

এদিকে, বসিরহাট লোকসভার সন্দেশখালি খুলনা অঞ্চলের দক্ষিণ খুলনার ১৭৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মনিকা মণ্ডলের স্বামী তথা এলাকার তৃণমূলের কর্মী রামকৃষ্ণ মণ্ডলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মারধরের অভিযোগ অস্বীকার করে বিজেপি।