নদিয়া: ঘুরতে যাওয়ার ইচ্ছা আমাদের অনেকেরই থাকে। তবে অনেক সময় তা পেরে উঠি না পয়সার অভাবে। তবে ইচ্ছে থাকলে কোনও কিছুই যে বাধা হয়ে দাঁড়ায় না তা আবারও প্রমাণ করে দেখাল নদিয়ার এই যুবক। ঘুরতে যাওয়ার নেশায় নিজের সাইকেলকে সঙ্গী হিসেবে বেছে নিলেন কৃষ্ণনগরের যুবক।
সাইকেল নিয়েই এর আগে তিনি ভ্রমণ করেছেন দেশের একাধিক জায়গা। নাম রজত দাস, বাড়ি নদিয়ার কৃষ্ণনগর এলাকায়, তিনি এবং তার চারজন বন্ধু এবার সাইকেল নিয়ে পাড়ি দিলেন সুদূর পাহাড়ে ভ্রমণ ও সমাজচেতনতার বার্তার উদ্দেশ্যে।
সমাজ সচেতনতার বার্তা নিয়ে পাঁচ জন যুবক সাইকেল নিয়ে পাড়ি পাহাড়ের বুকে । প্রথমে দার্জিলিং পুরোটা ঘুরে কিছুটা নেপাল ছুঁয়ে মিরিক হয়ে শিলিগুড়ি পর্যন্ত যায় তারা। এরপর মিরিক হয়ে নেপালের কাঠমান্ডু পর্যন্ত পৌঁছে যান। পাঁচ জনের দলে আছেন পলাশ পাইক, রজত দাস, উত্তম হালদার , নিহার মন্ডল, সত্যজিৎ মিদ্দা।
তাঁদের যাত্রা পথে মানুষের মধ্যে পৌঁছে গিয়ে তাঁদের মাটিকে রক্ষা, নদী সুরক্ষা, থ্যালাসেমিয়া ও পরিবেশ বাঁচানোর বার্তা, এবং মানুষকে সুস্থ্য রাখতে প্রচুর কৃষ্ণনগর থেকে তারা তাদের যাত্রা শুরু করেছে সম্পূর্ণ সাইকেলে চেপেই। এরপর প্রথম দিনেই ১৬০ কিলোমিটার পথ অতিক্রম করে তারা সাইকেলে।
প্রসঙ্গত, এর আগেও রজত ও তার বেশ কয়েকজন বন্ধুরা মিলে সাইকেলে করে একাধিক পরিবেশ সচেতনতার বার্তা দিতে ভ্রমণে গিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তে। কলকাতায় একবার সাইকেল নিয়ে গিয়ে দেখা করেছিলেন মন্ত্রী শশী পাঁজার সঙ্গেও। এবার গেলেন তারা সুদূর পাহাড় ভ্রমনে। তাদের এই কার্যকলাপ দেখে খুশি ভবিষ্যতের তরুণ প্রজন্মরাও।
Mainak Debnath