বাঁশি 

Flute Player: বর্ধমানে তৈরি এই বাঁশি পাড়ি দিয়েছে বিদেশ

এই ব্যক্তি শুধুমাত্র যে বাঁশি বাজান তাই নয়, তিনি বাঁশি তৈরিও করেন। নাম শঙ্কর মাল। বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের গাজীপুর পঞ্চায়েতের অন্তর্গত ছোট কুলগাছি গ্রামে।
এই ব্যক্তি শুধুমাত্র যে বাঁশি বাজান তাই নয়, তিনি বাঁশি তৈরিও করেন। নাম শঙ্কর মাল। বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের গাজীপুর পঞ্চায়েতের অন্তর্গত ছোট কুলগাছি গ্রামে।
শঙ্কর মালের বাড়ির ভিতর প্রবেশ করলেই চোখে পড়বে শুধু বাঁশি। সেখানে গেলেই দেখা যাবে এক মনে বসে বসে চলছে বাঁশি তৈরির কাজ। শঙ্কর মালের তৈরি বাঁশি বেশ জনপ্রিয়। বংশ পরম্পরায় এই কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
শঙ্কর মালের বাড়ির ভিতর প্রবেশ করলেই চোখে পড়বে শুধু বাঁশি। সেখানে গেলেই দেখা যাবে এক মনে বসে বসে চলছে বাঁশি তৈরির কাজ। শঙ্কর মালের তৈরি বাঁশি বেশ জনপ্রিয়। বংশ পরম্পরায় এই কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
শিল্পী শঙ্কর মাল আরও জানান, বাঁশি তৈরি এবং বিক্রি তাঁদের চার পুরুষের ব্যবসা। বাবা, দাদারা এই কাজই করেছেন। এখন তিনি এবং তাঁর ছেলেরা করছেন। তাঁদের বাড়ির সকলেই বাঁশি তৈরির সঙ্গে যুক্ত।
শিল্পী শঙ্কর মাল আরও জানান, বাঁশি তৈরি এবং বিক্রি তাঁদের চার পুরুষের ব্যবসা। বাবা, দাদারা এই কাজই করেছেন। এখন তিনি এবং তাঁর ছেলেরা করছেন। তাঁদের বাড়ির সকলেই বাঁশি তৈরির সঙ্গে যুক্ত।
শঙ্কর মালের কাছে ১৫ টাকা থেকে শুরু করে পাওয়া যাবে ১৫ হাজার টাকা দামের বাঁশি। যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বাঁশি, যেমন স্কেলের বাঁশি, সোজা বাঁশি এবং বাচ্চাদের জন্য অন্য ধরনের বাঁশি। তবে শঙ্কর মাল জানিয়েছেন, বাঁশের দাম অনুযায়ী নির্ধারিত হয় বাঁশির দাম।
শঙ্কর মালের কাছে ১৫ টাকা থেকে শুরু করে পাওয়া যাবে ১৫ হাজার টাকা দামের বাঁশি। যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বাঁশি, যেমন স্কেলের বাঁশি, সোজা বাঁশি এবং বাচ্চাদের জন্য অন্য ধরনের বাঁশি। তবে শঙ্কর মাল জানিয়েছেন, বাঁশের দাম অনুযায়ী নির্ধারিত হয় বাঁশির দাম।
ইতিমধ্যেই শঙ্কর মালের তৈরি এই বাঁশি পাড়ি দিয়েছে বিদেশে। শঙ্কর মাল আগে কলকাতার ভবানীপুরে বাঁশি বিক্রি করতেন। সেখান থেকেই বাঁশি বিদেশে গিয়েছে বলে জানান। বর্তমানে তার তৈরি বাঁশি আমেরিকা, বাংলাদেশ, নেপাল সহ বিভিন্ন দেশে বিক্রি হয়।
ইতিমধ্যেই শঙ্কর মালের তৈরি এই বাঁশি পাড়ি দিয়েছে বিদেশে। শঙ্কর মাল আগে কলকাতার ভবানীপুরে বাঁশি বিক্রি করতেন। সেখান থেকেই বাঁশি বিদেশে গিয়েছে বলে জানান। বর্তমানে তার তৈরি বাঁশি আমেরিকা, বাংলাদেশ, নেপাল সহ বিভিন্ন দেশে বিক্রি হয়।