শর্মিলা সরকার 

Fire Accident News: আগুনে পুড়ে ছাই চারটি বাড়ি! ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন তৃণমূল প্রার্থী

পূর্ব বর্ধমান: রান্না করতে গিয়ে ঘটে গেল বিরাট কাণ্ড। রান্নার আগুন থেকে বড়সড় দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলায়। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে একাধিক বাড়ি। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। বুধবার সকালে, একটি বাড়ির রান্না ঘরে রান্না করার সময় আগুন লেগে ঘটে এই বিপত্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বড়কোবলা এলাকায়। পূর্ব বর্ধমান জেলার পুর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের বড়কোবলা জেলে পাড়ার এই ঘটনায় মাথায় হাত ক্ষতিগ্রস্থদের। বড়কোবলা জেলে পাড়া এলাকার একটি বাড়িতে রান্না করার সময়, অসাবধানতা বশত আগুন লেগে যায়। প্রাথমিক অবস্থায়, বিষয়টি কারোর চোখে পড়েনি বলে মত স্থানীয়দের।

আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডারের কাছে গেছিল ছোট্ট শিশু! তারপরের ঘটনা গায়ে কাঁটা দেওয়ার মতো

মুহূর্তের মধ্যেই এই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একাধিক বাড়িতে। জ্বলন্ত আগুনের শিখা দেখে ছুটে আসে এলাকার মানুষজন। জ্বলন্ত আগুনের শিখায় পুড়ে ছাই হয় পরপর চারটি বাড়ি। সঞ্জয় প্রামাণিক নামের এক স্থানীয় বাসিন্দা জানায়, “সকাল নটার দিকে খবর পেয়ে এসে দেখি আগুন জ্বলছে। এলাকার লোকজনই বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। দমকল এসে আগুন নেভানোয় সাহায্য করে। সব পুড়ে গেছে।” ক্ষতিগ্রস্ত এই যুবক আরও জানিয়েছে, “বইখাতা জামা কাপড়-সহ প্রয়োজনীয় ডকুমেন্টস সব পুড়ে গেছে, কিছুই নেই।” অন্যদিকে সন্তোষ প্রামাণিক নামের এক ব্যক্তি জানায়, তাঁদের প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আগুন জ্বলতে দেখে প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাই। যদিও তাতে আগুনের দাপট নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে নবদ্বীপ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অপর দিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সেই সঙ্গে ক্ষতিগ্রস্থ এলাকায় উপস্থিত হন আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডঃ শর্মিলা সরকার। তিনি ভস্মীভূত এলাকা ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন স্থানীয় মানুষ ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে।

বনোয়ারীলাল চৌধুরী