Tag Archives: Truck

Viral Video: মাঝরাস্তায় বসে আছেন ব্যক্তি, দূর থেকে ধেয়ে এল ট্রাক! তারপর যা ঘটল দেখলে চমকে যাবেন

লখনউ: রাজকীয় ভঙ্গিমায় রাস্তার মাঝখানে বসে আছেন এক ব্যক্তি। পাশ দিয়ে সার দিয়ে চলে যাচ্ছে গাড়ির স্রোত। কিন্তু কুছ পরোয়া নেহি, প্লাস্টিক চেয়ারে বসা ওই ব্যক্তি বসে আছেন এক প্লাস্টিক চেয়ারে। কিছু পরেই একটি ট্রাক এসে তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়।

 

এই ঘটনা সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে সামনে আসতেই নেটাগরিকদের মধ্যে মন্তব্যের ঝড় উঠেছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি উত্তরপ্রদেশের প্রতাপগড়ের। ভিডিওতে দেখা যায়, প্লাস্টিক চেয়ারে শুধুমাত্র একটি কালো শর্টস পরে ওই ব্যক্তি নির্বিকার ভাবে বসে আছেন। পাশ দিয়ে দ্রুত গতিতে বয়ে চলেছে গাড়ির স্রোত। একটু পরেই এক অতিকায় লরি তাঁর প্রায় গা ঘেঁষে যাওয়ার সময় তিনি চেয়ার থেকে মাটিতে পড়ে যান।


মাটিতে পড়ে গেলেও তাঁর বিশেষ আঘাত লাগে নি। যদিও ওই ব্যক্তি পড়ে যাওয়াতে ট্রাক চালক গাড়ি না থামিয়েই এগিয়ে যান। কোনও সহানুভূতি না দেখিয়েই।

আরও পড়ুন: সম্পত্তি বিবাদের জের, নদীর ধার থেকে উদ্ধার মুণ্ডুহীন দেহ, গ্রেফতার ভাই


এই ঘটনার পরেই তা স্থানীয় থানা তদন্তে নামে। স্থানীয় থানার তরফে জানানো হয়, ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। পুলিশ ইতিমধ্যেই ওই ট্রাকটিকে খুঁজছে পুলিশি ব্যবস্থা নেওয়ার জন্য।
প্রতাপগড় পুলিশের তরফ থেকে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়, “কোতোয়ালি নগর থানার তরফ থেকে তদন্ত চালিয়ে জানা গিয়েছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। ওই ব্যক্তির পরিবারও তাই জানিয়েছেন। আমরা ওই ট্রাক চালককে চিহ্নিত করার ব্যবস্থা করছি যাতে ওই ট্রাক চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যায়।”

ট্রাকের পেছনে ‘হর্ন ওকে প্লিজ’ লেখা থাকে কেন? জানলে গাড়ি চালানো আরও সহজ হবে

কলকাতা: দেশে ট্রাকের পিঠে নানা ধরনের কবিতা ও স্লোগান লেখার প্রবণতা বিগত বহু বছর ধরে চলে আসছে। যাই হোক, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল “Horn Ok Please” যা ছোট থেকে বড় সব ধরনের ট্রাকের পিছনে দেখা যায়।

এই লাইনটি এতটাই বিখ্যাত যে, এর উপর বলিউডের একটি ছবিও তৈরি হয়েছে। যদিও নিয়ম অনুযায়ী ট্রাকে এই লাইন লেখার প্রয়োজন নেই, তাহলে এই লাইন লেখার এত জোর প্রবণতা কেন? অনেকেই হয়তো জানেন না, এর পেছনের কারণ। তাই আজ আমরা বলবো, ট্রাকের পেছনের হর্নে ‘Ok Please’ লেখার কারণ কী।

আরও পড়ুন- অযথা প্রতি মাসে এত্ত এত্ত টাকা বিদ্যুতের বিল দিচ্ছেন! এই নিয়মে চললে খরচ হাফ!

এর অর্থ কী –

যদিও ট্রাকের পিছনে হর্ন ওকে প্লিজ লেখার অনেক অর্থ রয়েছে, তবে সবচেয়ে সাধারণটি হল ওভারটেক করার আগে হর্ন বাজিয়ে সতর্ক করা। ট্রাকগুলো বড় এবং ভারী তাই সেগুলোকে দ্রুত ঘোরানো কঠিন। এমতাবস্থায় পেছন থেকে আসা কোনও যানবাহনকে সামনের কোনও ট্রাককে ওভারটেক করতে হয়, এক্ষেত্রে হর্ন বাজালে ট্রাকচালক জানতে পারেন যে, পেছন থেকে আসা গাড়িটি ওভারটেক করতে চায় এবং ট্রাকচালক ওই যানটিকে অতিক্রম করে যেতে দেন।

কিন্তু ওকে কেন লেখা হয় –

“Horn Ok Please”- এ ওকে লেখার অনেক কারণ দেওয়া আছে। যার অন্যতম কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিজেলের তীব্র ঘাটতি। এমতাবস্থায়, ট্রাকগুলি কেরোসিনে চলত এবং তাদের পিছনের পাত্রে কেরোসিন রাখা ছিল যা অত্যন্ত দাহ্য ছিল। তাই পেছন থেকে আসা যানবাহনকে সতর্ক করার জন্য ট্রাকের পেছনে OK অর্থাৎ অন কেরোসিন লেখা ছিল।

আরও পড়ুন- ৫১ টাকা থেকে শুরু করে… জিও প্ল‍্যানে আসছে 5G-র চমক! জেনে নিন বিশদে

এটি আরেকটি কারণ –

আমরা আগেই বলেছি Horn Ok Please লেখার অনেক কারণ আছে। এর আরেকটি কারণ হল, প্রাচীনকালে বেশিরভাগ রাস্তাই সরু ছিল এবং যানবাহনের একে অপরকে ওভারটেক করার জন্য খুব কম জায়গা ছিল। এই কারণে দুর্ঘটনার আশঙ্কাও ছিল। এমতাবস্থায়, বড় ট্রাকের পিছনে হর্ন ওকে প্লিজ লেখা থাকত এবং ওকের উপরে একটি বাল্বও থাকত। যেটি ট্রাকচালক তার পেছনের গাড়িটিকে ওভারটেক করার সংকেত হিসেবে জ্বালিয়ে দেন। এতে পেছনের যানবাহনের পক্ষে ওভারটেক করা সহজ হত।

Offbeat News: প্রথম মহিলা ‘ট্রাক ড্রাইভার’ ভারত থেকে পণ্যবাহী গাড়ি নিয়ে পৌঁছলেন বাংলাদেশ

উত্তর ২৪ পরগনা: ভারত বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক পণ্য আদান-প্রদানের ক্ষেত্রে বনগাঁ সীমান্তের পেট্রাপোল বন্দর, এদিন যেন এক ইতিহাস তৈরি করল। প্রথম এক ভারতীয় মহিলা ট্রাক চালক পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশের মাটিতে পা রাখলেন। নাম অর্ণপুরনী রাজকুমার।

দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বাসিন্দা মহিলা ওই ট্রাক চালক এদিন ছয় চাকার একটি কন্টেনার ট্রাক নিয়ে বাংলাদেশে যান। বন্দর সূত্রে জানা গিয়েছে, কটন জাতীয় জিনিস বাংলাদেশে পৌঁছে দিতেই এদিন আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে বাংলাদেশে গেলেন মহিলা ট্রাকচালক অর্ণপুরনী রাজকুমার।

ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল ক্লিয়ারিং ফরওয়ার্ডিং-এর সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গত ১৯শে মার্চ পেট্রাপোলে ভারত সরকারের অর্থ মন্ত্রণকের সদস্য রেখা রায়কর কুমার, জেন্ডার ইস্যু নিয়ে পুরুষদের পাশাপাশি মহিলারাও যাতে সমানভাবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ট্রাক নিয়ে যাতায়াত করতে পারে সে দিকে নজর দিতে বলেছিলেন। সেই মতোই এদিন প্রথম কোনও মহিলা ট্রাক চালক ভারত থেকে বাংলাদেশ পণ্য বোঝাই ট্রাক নিয়ে পারি দিলেন ওপার বাংলায়।

কার্তিক বাবু আরও জানান, এরপর থেকে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মহিলা চালকদের গাড়ি চালিয়ে পন্য পরিবহনের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। এদিনের এই পদক্ষেপ ভারত বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করল বলেই মনে করছে সীমান্ত এলাকার মানুষজন।

রুদ্র নারায়ণ রায়

Accident: মাত্র ২৫-এই সব শেষ! বেপরোয়া ট্রাকের ধাক্কা, ঘটনাস্থলে মৃত ২

আলিপুরদুয়ার: বীরপাড়ায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। ঘটনায় চাঞ্চল্য বীরপাড়া এলাকাতে। মৃত দুজনেই যুবক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সংলগ্ন বীরপাড়া চৌপথির কাছে।

জানা গিয়েছে, মোটরবাইক চালকের নাম রাজীব গোপ। ২৫ বছর বয়স তাঁর। রাজীবের বাড়ি মাদারিহাটের মুজনাই চা বাগানে। মৃত আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন: আসছে কালবৈশাখী! বজ্রবিদ‍্যত্‍-সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা কোন কোন রাজ‍্যে? তাপপ্রবাহ কমবে কি? আবহাওয়ার বড় আপডেট

এদিন রাতে একটি ট্রাক মোটরবাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরববর্তীতে দু’জন যুবককে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ২ব‍্যক্তিকেই মৃত বলে ঘোষণা করেন।

বীরপাড়া এলাকায় ট্রাকের দৌরাত্ম নতুন ঘটনা নয়। ট্রাক রাস্তার ওপর কোনও রকম আলো না জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। যার ফলে বেড়ে চলে দুর্ঘটনা। এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

Annanya Dey