তীব্র গরমে হাওয়ায় চটি প্রদান কাপড় ব্যবসায়ীর 

Hawai Chappal: হাওয়াই চটি উপহার! ভোটের বাজারে ব্যবসায়ীর কাণ্ডে শোরগোল

নদিয়া: লক্ষ লক্ষ টাকার ব্যবসা করলেও মানবিক কারণে নজর স্বল্প আয়ের মানুষের পায়ের দিকে। আর তাই এই গরমের হাত থেকে অসহায়দের বাঁচাতে তাদের পায়ে পড়ার হাওয়াই চটি দান করলেন ব্যবসায়ী! বিষয়টি অভিনব শোনালেও যুক্তি দিয়ে বিচার করলে বেশ কার্যকরী সাহায্য বলেই মনে হবে আপনার।

অর্থ নয়, প্রচন্ড গরমে দরিদ্রদের হাওয়াই চটি প্রদান করলেন ব্যবসায়ী। প্রচন্ড এই কাঠফাটা রোদে গলে যাচ্ছে রাস্তার পিচ। তার মধ্য দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া অসম্ভব। এসেই কথা মাথায় রেখেই নদিয়ার শান্তিপুরের এক প্রতিষ্ঠিত কাপড়ের ব্যবসায়ী দরিদ্রদের হাওয়াই চটি দান করেন।

আর‌ও পড়ুন: তীব্র গরমে বিধ্বস্ত ডুয়ার্সের চা শিল্প, ভবিষ্যৎ নিয়ে একগুচ্ছ প্রশ্ন

কাঁচের দরজার ভেতরে ২৫ ডিগ্রি টেম্পারেচার হলেও বাইরে ৪৭ ছুঁই ছুঁই। আর এই প্রখর রৌদ্রের মধ্যে ভিক্ষাবৃত্তির জন্যই হোক কিংবা ছোটখাটো বিভিন্ন জীবিকা নির্বাহ করতে পরিবারের মুখে দুবেলা দুটো ভাত তুলে দেওয়ার জন্য রাস্তায় বেরোনো ছাড়া উপায় নেই অনেকেরই। যাদের অনেকেরই পায়ে নেই চটি । হাত পেতেই হোক কিংবা কায়িক পরিশ্রম করে সারাদিনের সংগৃহীত ৫০ -১০০ টাকা দিয়ে কোনও মতে দু’বেলা দুটো খেয়ে বেঁচে থাকেন। তাই অনেকেরই ইচ্ছে থাকলেও পায়ের জুতো কিনতে পারেন না। ফলে এই গরমে সেই মানুষরা প্রচন্ড কষ্ট পান। তাঁদের কথা ভেবেই এগিয়ে আসেন শান্তিপুর গোভাগার মোড়ের প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী সুভাষ দেবনাথ। চলতি বছর তিনি মোট ১৬ জন অসহায় মানুষকে হাওয়াই চটি উপহার দেন।

মৈনাক দেবনাথ