হিঙ্গলগঞ্জের দোল মেলা

Heritage Local Fair: হিঙ্গলগঞ্জের শতাব্দী প্রাচীন দোল মেলার পরতে পরতে জড়িয়ে ইতিহাস

উত্তর ২৪ পরগনা: দোল চলে গেলেও এখনও হিঙ্গলগঞ্জে চলছে শতাব্দী প্রাচীন দোল মেলা। আর এই মেলার সঙ্গে জড়িয়ে আছে দারুন সব ইতিহাস। আজকের এই প্রতিবেদনে হিঙ্গলগঞ্জের দোল মেলার সেই সমৃদ্ধ ইতিহাসের কথা তুলে ধরা হবে আপনাদের সামনে।

সাজসজ্জায় শুধু দেবতাকে রাঙিয়ে তোলা নয়, দোল উৎসবের সঙ্গে মিশে আছে জীবনের নানা রং। এই দোলকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন প্রান্তে বসে মেলার আসর। উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের এই দোল উৎসব বেশ বিখ্যাত। প্রত্যন্ত সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি সহ বিভিন্ন দ্বীপ থেকে এই মেলায় আসেন হাজার হাজার ভক্ত। এই মেলার পাশেই বৃন্দাবনচন্দ্র জিউর মন্দির অবস্থিত। সেখানে রাধা-কৃষ্ণের বিগ্রহ রেখে চলে পুজো অর্চনা ও প্রসাদ বিতরণ।

আর‌ও পড়ুন: আউশগ্রামের জঙ্গলে ভয়াবহ আগুন, অনেক বুঝিয়েও সম্বল সেই ব্যর্থতা

দোল পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত শতাব্দী প্রাচীন এই মেলায় এক সময় প্রতিবছর কোলকাতার চিৎপুর থেকে নাটকের দল আসত। যদিও বর্তমানে সেই নাট্যদলের দেখা না মিললেও মেলার আভিজাত্য মোটেও কমেনি। এক সপ্তাহ ধরে এই মেলা চলে। শতাধিক স্টল বসে এই মেলায়। মেলায় এক দিকে যেমন রয়েছে বিদ্যুৎচালিত নাগরদোলা, কিংবা ছোটদের মনোরঞ্জনের হরেক উপকরণ, তেমনই অন্য দিকে পাওয়া যায় পিতলের বাসনপত্র, কসমেটিক্সের স্টল, বেতের ধামা, সাজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানান জিনিস। সব মিলিয়ে দোল উপলক্ষে সুন্দরবন এলাকায় আয়োজিত এই মেলায় দ্বীপ অঞ্চল থেকে মানুষের ভিড় দেখা যায় যথেষ্ট।

জুলফিকার মোল্লা