Air Conditioner: গরমে সারাদিনে কতক্ষণ এসি চালাবেন? হিসেব দেখে মিলিয়ে নিন, পকেটে টান পড়বে না

গরমে এসি ছাড়া টেকা দায়। বাইরে রোদের হলকা। ঘরের ভিতর যেন জ্বলন্ত ফার্নেস। এই পরিস্থিতিতে স্বস্তি পেতে সারারাত তো বটেই, দিনেও এসি চালিয়ে রাখতে হয়। কিন্তু এয়ার কন্ডিশনার একটা মেশিন। তাকেও বিশ্রাম দেওয়া প্রয়োজন। সারাক্ষণ এসি চালিয়ে রাখলে মেশিন বিগড়োতে সময় লাগবে না। তাহলে প্রশ্ন হল, গরমে কতক্ষণ এয়ার কন্ডিশনার চালানো উচিত?
গরমে এসি ছাড়া টেকা দায়। বাইরে রোদের হলকা। ঘরের ভিতর যেন জ্বলন্ত ফার্নেস। এই পরিস্থিতিতে স্বস্তি পেতে সারারাত তো বটেই, দিনেও এসি চালিয়ে রাখতে হয়। কিন্তু এয়ার কন্ডিশনার একটা মেশিন। তাকেও বিশ্রাম দেওয়া প্রয়োজন। সারাক্ষণ এসি চালিয়ে রাখলে মেশিন বিগড়োতে সময় লাগবে না। তাহলে প্রশ্ন হল, গরমে কতক্ষণ এয়ার কন্ডিশনার চালানো উচিত?
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ গ্রীষ্মের দিনে এয়ার কন্ডিশনারের গড় অপারেটিং সময় ১২ থেকে ১৬ ঘণ্টা। কিন্তু বাইরে যদি অতিরিক্ত গরম বা আর্দ্র আবহাওয়া থাকে, তাহলে ২০ ঘণ্টা পর্যন্ত চালানো যেতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে, একটানা চালালে চলবে না। কিছুক্ষণ অন্তর অন্তর এসি বন্ধ করা উচিত। বিশেষজ্ঞরা আরও বলছেন, ১৫ থেকে ২০ মিনিট চালানোর পর এসি বন্ধ করে দিতে হয়। এভাবে ঘণ্টায় ২ থেকে ৩ বার বন্ধ করা উচিত। কারণ একটানা চালালে সমস্যা হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ গ্রীষ্মের দিনে এয়ার কন্ডিশনারের গড় অপারেটিং সময় ১২ থেকে ১৬ ঘণ্টা। কিন্তু বাইরে যদি অতিরিক্ত গরম বা আর্দ্র আবহাওয়া থাকে, তাহলে ২০ ঘণ্টা পর্যন্ত চালানো যেতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে, একটানা চালালে চলবে না। কিছুক্ষণ অন্তর অন্তর এসি বন্ধ করা উচিত। বিশেষজ্ঞরা আরও বলছেন, ১৫ থেকে ২০ মিনিট চালানোর পর এসি বন্ধ করে দিতে হয়। এভাবে ঘণ্টায় ২ থেকে ৩ বার বন্ধ করা উচিত। কারণ একটানা চালালে সমস্যা হতে পারে।
তবে সব এসি-ই ১২ থেকে ১৬ ঘণ্টা চালানো যাবে, তা কিন্তু নয়। গড় অপারেটিং টাইম নির্ভর করে এসি-র ধরনের উপর। যেমন সেন্ট্রাল এয়ার সিস্টেম সারাদিনে ৮ থেকে ১৪ ঘণ্টা চালানো যায়, উইন্ডো ইউনিট ১২ থেকে ১৫ ঘণ্টা। তবে পোর্টেবল এয়ার কন্ডিশনার ১৬ থেকে ২৪ ঘণ্টা চালানো যেতে পারে। সোজা কথায়, সব এয়ার কন্ডিশনার একইভাবে কাজ করে না। এসির ধরনের উপর সারাদিনে কতক্ষণ চালানো উচিত, সেটা নির্ভর করে।
তবে সব এসি-ই ১২ থেকে ১৬ ঘণ্টা চালানো যাবে, তা কিন্তু নয়। গড় অপারেটিং টাইম নির্ভর করে এসি-র ধরনের উপর। যেমন সেন্ট্রাল এয়ার সিস্টেম সারাদিনে ৮ থেকে ১৪ ঘণ্টা চালানো যায়, উইন্ডো ইউনিট ১২ থেকে ১৫ ঘণ্টা। তবে পোর্টেবল এয়ার কন্ডিশনার ১৬ থেকে ২৪ ঘণ্টা চালানো যেতে পারে। সোজা কথায়, সব এয়ার কন্ডিশনার একইভাবে কাজ করে না। এসির ধরনের উপর সারাদিনে কতক্ষণ চালানো উচিত, সেটা নির্ভর করে।
গরমে এয়ার কন্ডিশনারের কার্যক্ষমতা বাড়ানোর জন্য দুটি কার্যকরী পদ্ধতি রয়েছে। প্রথমত নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। দ্বিতীয়ত ঘন ঘন এসি চালালে চলবে না। এসি অত্যন্ত জটিল সিস্টেম। ছোটছোট যন্ত্রাংশ, অসংখ্য বৈদ্যুতিন উপাদানে ভর্তি। ভাল এসি রক্ষণাবেক্ষণ ছাড়াই দীর্ঘ সময় পরিষেবা দিতে পারে।
গরমে এয়ার কন্ডিশনারের কার্যক্ষমতা বাড়ানোর জন্য দুটি কার্যকরী পদ্ধতি রয়েছে। প্রথমত নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। দ্বিতীয়ত ঘন ঘন এসি চালালে চলবে না। এসি অত্যন্ত জটিল সিস্টেম। ছোটছোট যন্ত্রাংশ, অসংখ্য বৈদ্যুতিন উপাদানে ভর্তি। ভাল এসি রক্ষণাবেক্ষণ ছাড়াই দীর্ঘ সময় পরিষেবা দিতে পারে।
কিন্তু নিয়মিত দেখভাল করলে এসির গড় আয়ু বৃদ্ধি পায়। পাশাপাশি পারফরম্যান্সও বাড়ে। অন্য দিকে, যখন প্রয়োজন তখনই এসি চালানো উচিত। এতে এসির গড় কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
কিন্তু নিয়মিত দেখভাল করলে এসির গড় আয়ু বৃদ্ধি পায়। পাশাপাশি পারফরম্যান্সও বাড়ে। অন্য দিকে, যখন প্রয়োজন তখনই এসি চালানো উচিত। এতে এসির গড় কর্মক্ষমতা বৃদ্ধি পায়।