মা বাবার সঙ্গে অভীক

HS 1st Boy: কোহলির ভক্ত, উচ্চ মাধ্যমিকের ‘ফার্স্ট বয়’ অভীক যা বলল, শুনে চমকে উঠছেন সকলে!

আলিপুরদুয়ার: ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির বড় ভক্ত। ক্রিকেটে রয়েছে আগ্রহ। তবে একাদশ, দ্বাদশ শ্রেণিতে পড়ার চাপে মাঠমুখী হতে পারেননি। অ‍্যাস্ট্রো ফিজিক্স নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হতে চায় উচ্চ মাধ্যমিকের প্রথম অভীক দাস।

তাঁর বাড়ি আলিপুরদুয়ার পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে পূর্ব অরবিন্দ নগর এলাকায়। পড়ার চাপে ক্রিকেট খেলতে পারেননি তো কী হয়েছে। ফাঁকা সময় পেলে গোয়েন্দা গল্পের বইয়ে মনোনিবেশ করেছেন অভীক। রহস‍্য তাকে বরাবর আকর্ষণ করে। সে আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম স্কুলের ছাত্র। উচ্চ মাধ‍্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। রাজ‍্যে মেধা তালিকায় প্রথম তিনি।

আরও পড়ুন: পৃথিবীর অবস্থা এত খারাপ! টাল খেয়ে গিয়েছে পূর্ব দিকে, ভারতের জন্য ভয়ঙ্কর বিপদের খবর

মাধ্যমিক ২০২২-এ রাজ্যে চতুর্থ হয়েছিল এই পড়ুয়া। এবারে একবারে প্রথম স্থান অর্জন করবেন তা তিনি বুঝতে পারেননি। তবে আশা ছিল প্রথম পাঁচে থাকবেন। পড়াশুনো ব্যতিত কিছুই করতেন না তিনি। দিনে ৮-১০ ঘন্টা পড়াশুনো করতেন। ফিজিক্স পড়তে ভালোবাসেন। হয়ত ফিজিক্সে নম্বর ভাল এসেছে বলেই তাঁর বিশ্বাস। অভীক বলেন, “একটা সারপ্রাইজ পেলাম। প্রথম হব আশা রাখিনি। উত্তরের নাম উজ্জ্বল করতে পারলাম এতেই আমি গর্বিত। ভবিষ্যতে উত্তরের নাম আরও উজ্জ্বল করতে চাই।”

এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাঁর নাম মেধা তালিকায় প্রথমে আসার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। বাবা প্রবীর দাস পেশায় শিক্ষক ও মা একজন গৃহবধূ। বর্তমানে তাঁর বাড়িতে চলছে মিষ্টি মুখের পালা।

—- Annanya Dey