ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে বাড়ি

Bangla Video: সুন্দরবনে সাফ হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ, গ্রামবাসীরা সরব হতেই যা হল

উত্তর ২৪ পরগনা: নদীর চর অবৈধভাবে দখল করে ম্যানগ্রোভ কেটে বাড়ির নির্মাণ করা অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করলো কুলতলী থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলতলির তাপস বাগানি নামে এক ব্যক্তি অবৈধভাবে নদীর চরে ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরি করছিল সেই অভিযোগ পাওয়ার পর কুলতলী থানার পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।

কুলতলী থানায় বনদফতর ও জ্বালাবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে তপন বাগানি কে গ্রেফতার করে, নেতার বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল ম্যানগ্রোভ কাটাসহ একাধিক মামলার রজু করেছে পুলিশ, ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতকে নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানিয়েছে কুলতলী থানার পুলিশ।

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যার অন্ধকার ঘুচিয়ে আলোয় ঝলমলে বিষ্ণুপুর কালীবাড়ি! কোথায় জানেন?

গ্রেফতার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর বিজেপির পক্ষ থেকে অভিযোগ তার নিজের বাড়ি লাগোয়া একটা ঘর বানাচ্ছিল রাজনৈতিক প্রতিহিংসা করে তৃণমূল অভিযোগ দায়ের করে এবং পুলিশ তৃণমূল নেতার কথায় তাদের নেতাকে গ্রেপ্তার করেছে । তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ নদীর চরের জমি দখল করে গাছপালা নষ্ট করে বাড়ি তৈরি করছিল সেই জন্যই প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছে। যদিও এই বিষয় তৃণমূলের ব্লক সভাপতি তিনি বলেন, বিজেপির নেতারা যে বড় চোর সেটা আবারও প্রমাণ করে দিল।

ম্যানগ্রোভকে ধ্বংস করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অবৈধভাবে নির্মাণ করছে, নদীর চর দখল করছে। তৃণমূল এইরকম অনৈতিক এবং অবৈধ কাজকে সমর্থন করে না। গ্রামবাসীদের অভিযোগে জালাবেড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন হালদার সম্পূর্ণ তথ্য প্রমাণ নিয়ে কুলতলী থানা ও বনদফতরের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে সেই লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা স্বপন হালদার তিনি বলেন ,গতকাল বেশ কয়েকজন কুলতলী থানার পুলিশ আমাদের প্রতিবেশী বিজেপি নেতা তাপস বাগানিকে এসে গ্রেফতার করে মূলত নদী চর এলাকায় গাছ কেটে ঘর তৈরি করছিল সেই অভিযোগে গ্রেফতার করে। বিজেপি নেতার গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর।

সুমন সাহা