দক্ষিণবঙ্গ, নদিয়া Lakshmi Puja 2024: একচোখেই অসাধারণ নিপুণতা, লক্ষ্মী ছড়া এঁকে চলেছেন বছর ৭০-এর বৃদ্ধ Gallery October 15, 2024 Bangla Digital Desk দিন ফুরোলেই বাঙালির ঘরে ঘরে লক্ষী পুজো। এইদিনে লক্ষ্মীর ছড়ার পুজো হয় বাঙালির ঘরে ঘরে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ দুর্ঘটনায় একটি চোখ হারিয়েছে, তবুও সংসারের হাল ধরে রাখতে এখনও এক চোখেই রাত দিন লক্ষ্মীরছড়া একে চলেছেন ৭০ বছরের এক বৃদ্ধ। শুধু আজ নয়, বংশ পরম্পরা ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত এই পরিবার। পরিবারে লোক বলতে বর্তমানে রয়েছে ছেলে স্ত্রী ও ওই বৃদ্ধ এবং দুই মেয়ে বিয়ে হয়েছে। জানা যায়, আজ থেকে প্রায় বছর দশেক আগে একটি পথ দুর্ঘটনায় তার একটি চোখ হারাতে হয়েছে। সংসারের হাল ধরতে এক চোখেই দিনরাত করে লক্ষ্মীছড়া একে চলেছেন ওই বৃদ্ধ। নাম চিত্তরঞ্জন পাল বাড়ি ফুলিয়ায়। পরিবারের কাছ থেকে জানা যায় এই কাজ ১২ মাস থাকে না, তাই বাকি সময় চায়ের দোকান করেই সংসার চালাতে হয়। চিত্তরঞ্জন বাবু বলেন অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছি কিন্তু চাকরি হয়নি এমনকি বর্তমান বয়স ৭০ হলেও কপালে জোটেনি বার্ধক্য ভাতা। সংসারের হাল ধরতে বাধ্য হয়েই এই বয়সেও রাত দিন করে কাজ করে সংসার চালাতে হচ্ছে।