সাত্বিক দে 

Local Sports: জুডোয় সোনা জিতল পূর্ব বর্ধমানের সাত্ত্বিক

পূর্ব বর্ধমান: পঞ্চাশতম ওয়েস্ট বেঙ্গল স্টেট জুডো চ্যাম্পিয়নশিপে সোনা জিতল স্কুল পড়ুয়া সাত্ত্বিক দে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা সে। ছোটো থেকেই বাবার কাছে ক্যারেট অনুশীলন করে। এর আগেও একাধিক প্রতিযোগিতা থেকে সাফল্য এসেছে। এবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওয়েস্ট বেঙ্গল স্টেট জুডো চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে।

আর‌ও পড়ুন: অন্তরালে শিল্পী! ৮৭ বছরেও লিখে চলেছেন একের পর এক নাটক

মার্চের ১৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতাটি অনুষ্টিত হয়। যেখানে ৫৫ কেজি বিভাগে প্রথম স্থান অর্জন করে কাটোয়ার সাত্ত্বিক। সেখানে মোট ১৯ টি জেলা অংশগ্রহণ করে। যার মধ্যে পূর্ব বর্ধমান ছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, বাঁকুড়া, হাওড়া, হুগলি সহ একাধিক জেলার প্রতিযোগীরা অংশ নিয়েছিল। উক্ত প্রতিযোগিতায় মোট প্রতিযোগীর সংখ্যা ছিল ১১৮০ জন। যাদের মধ্যে ৫৫ কেজি ইভেন্টে সোনা পায় কাটোয়ার সাত্ত্বিক দে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আট-নয় বছর ধরে ক্যারাটে শিখছে সাত্ত্বিক। আন্তর্জাতিক স্তরে জোড়া স্বর্ণপদক জয়ী সাত্বিক জানিয়েছে সর্বপ্রথম বাবার হাত ধরেই সে এই ক্যারাটে প্রশিক্ষণ শুরু করে। সাত্ত্বিকের বাবা নিজেও একজন ক্যারাটে প্রশিক্ষক এবং দীর্ঘদিন ধরে তিনি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে আসছেন। ছেলের এই সাফল্যের আনন্দে আত্মহারা সাত্ত্বিকের বাবা তরকচন্দ্র দে জানিয়েছেন, আমি চাইব আমি যেমন আমার ছেলেকে শিখিয়েছি, সেও যেন বড় হয়ে অন্যদের ভাল করে এই প্রশিক্ষণ দিতে পারে।

বনোয়ারীলাল চৌধুরী