স্টেজে বক্তব্য রাখছেন অমিত শাহ

Lok Sabha Election 2024: বাধ্য হয়ে প্রার্থী বদল, সেই বীরভূমে প্রচারে অমিত শাহ

বীরভূম: লোকসভা নির্বাচন দোরগোড়ায়। ইতিমধ্যেই তৃতীয় দফার ভোট হয়ে গিয়েছে, আগামী ১৩ মে চতুর্থ দফার নির্বাচন। ফলে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। কোথাও কোথাও দেখা যাচ্ছে হেবিওয়েট নেতাদের সমাবেশ বা পদযাত্রা, আবার কোথাও দেখা যাচ্ছে অভিনেতা-অভিনেত্রীরা প্রচারে আসছেন বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীদের সমর্থনে। এই আবহে চতুর্থ দফার ভোটের আগে বীরভূমে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার বীরভূমের রামপুরহাট থানার চাকপারা খেলার মাঠে ‘বিজয় সংকল্প’ সভা অনুষ্ঠিত হয় বিজেপির তরফ থেকে। চাকপারা খেলার মাঠের পাশে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে নামে এদিন নামে অমিত শাহের কপ্টার। বিকেল ৫:২০ নাগাদ মঞ্চে উঠে ভারতীয় জনতা পার্টির বীরভূমের প্রার্থী দেবতনু ভট্টাচার্যের হয়ে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা।

আরও পড়ুন: রাইটার নিয়ে পরীক্ষায় বসে মাধ্যমিকে ৮০% নম্বর দৃষ্টিহীন আফরিদার

অমিত শাহের বক্তব্য শোনার জন্য উপস্থিত ছিলেন প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক। অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে অমিত শাহের বক্তব্য শুনতে এসেছিলেন। সবে মিলিয়ে অমিত শাহকে দেখার জন্য বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

সৌভিক রায়