Tag Archives: jadavpur lok sabha election

South 24 Parganas News: জয়ের পরেই নিজের কেন্দ্রের প্রতি বুথে যাওয়ার আশ্বাস সায়নীর

দক্ষিণ ২৪ পরগনা: ভোটে জয়লাভ করার পর যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ কর্মী সমর্থকদের সঙ্গে উৎসবে মেতে উঠলেন। তিনি এই প্রথমবার সাংসদ হলেন এবং মানুষের জন্য তিনি কাজ করতে চান এমনটাই জানিয়েছেন।  পাশাপাশি তিনি আরও বলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে আমার কাছে একটি চ্যালেঞ্জিং এবং প্রেসটিজের লড়াই ছিল । এই জয়টি শুধুমাত্র সায়নী ঘোষের নয় যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রতিটি তৃণমূল সৈনিক কর্মীদের জয় । কারণ ভোটের সময় এই সমস্ত লোকসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকরা  প্রতিটি বুথে বুথে গিয়ে বলেছেন আমিই সায়নী ঘোষ আমাকে ভোট দিন, এটাই তার প্রতিফলন। এবং এই জয়টাকে তিনি তার মাকেও উৎসর্গ করেন। মা ছাড়া প্রথম জয়লাভ।

আরও পড়ুন:  ভোট মিটতেই ভিন রাজ্যে ফেরার হিড়িক পরিযায়ী শ্রমিকদের

এর পাশাপাশি তিনি আরও বলেন। বিজেপি নেতা তথাগত রায়ের বাড়িতে মিষ্টি পাঠাতে চাই। জয়ের পর সোনারপুর উত্তর বিধানসভায়  জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। এবার লড়াই যথেষ্ট কঠিন ছিল বলে বক্তব্যে । দলের কর্মীদের জন্যই এই জয় সম্ভব হয়েছে বলে তিনি জানান। আগামী পাঁচ বছরে তার লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে তিনি যাবেন। যেখানে যা যা সমস্যা আছে তার সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি। তৃণমূল নেত্রী যেভাবে গাইডলাইন দেবেন সেভাবেই তিনি আগামীদিনে কাজ করবেন বলে স্পষ্ট বক্তব্য সায়নীর। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামালগাজিতে বিজয় সভা হয়। সেখানে দলীয় কর্মীরা তাকে সম্বর্ধনা দেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

Lok Sabha Election 2024: ক্যানসারের সচেতনতা ‌যাদবপুরের মহিলা পরিচালিত গোলাপী বুথে

মডেল বুথ। গড়িয়া বরদাপ্রসাদ স্কুলের এই বুথে ঢুকলে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ঢুকলে মনে হবে যেন কোনও অনুষ্ঠান বাড়ি।
মডেল বুথ। গড়িয়া বরদাপ্রসাদ স্কুলের এই বুথে ঢুকলে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ঢুকলে মনে হবে যেন কোনও অনুষ্ঠান বাড়ি।
মহিলা ভোটারদের কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। বসার জন্য সোফা, বাচ্ছাদের খেলার জন্য জায়গা, বাথরুম সব মিলিয়ে এলাহি আয়োজন। খুশি ভোটকর্মী থেকে এজেন্ট, ভোটার সহ সকলেই।
মহিলা ভোটারদের কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। বসার জন্য সোফা, বাচ্ছাদের খেলার জন্য জায়গা, বাথরুম সব মিলিয়ে এলাহি আয়োজন। খুশি ভোটকর্মী থেকে এজেন্ট, ভোটার সহ সকলেই।
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভার বরদাপ্রসাদ হাইস্কুলে আটটি বুথ হয়েছে। এই বুথগুলি মহিলা পরিচালিত। গোলাপি থিমের উপর ভিত্তি করে সাজানো হয়েছে ভোটকেন্দ্রটি।
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভার বরদাপ্রসাদ হাইস্কুলে আটটি বুথ হয়েছে। এই বুথগুলি মহিলা পরিচালিত। গোলাপি থিমের উপর ভিত্তি করে সাজানো হয়েছে ভোটকেন্দ্রটি।
ভোট নিয়ে সচেতনতার পাশাপাশি এই বুথ থেকে ক্যান্সার রোগ সংক্রান্ত সচেতনামূলক বার্তাও দেওয়া হবে। নানা ধরনের পোস্টার, ব্যানার ইত্যাদি টাঙানো।
ভোট নিয়ে সচেতনতার পাশাপাশি এই বুথ থেকে ক্যান্সার রোগ সংক্রান্ত সচেতনামূলক বার্তাও দেওয়া হবে। নানা ধরনের পোস্টার, ব্যানার ইত্যাদি টাঙানো।
রংবেরঙের কৃত্রিম ফুল দিয়ে সাজানো। দরজা দিয়ে ঢোকার পর মণ্ডপের আকারে জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে কাঠামো। সবকিছুর রং গোলাপি। ঝাড়বাতি ঝুলছে মাথার উপর। বিভিন্ন ধরনের আলো ঝলমল করছে।
রংবেরঙের কৃত্রিম ফুল দিয়ে সাজানো। দরজা দিয়ে ঢোকার পর মণ্ডপের আকারে জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে কাঠামো। সবকিছুর রং গোলাপি। ঝাড়বাতি ঝুলছে মাথার উপর। বিভিন্ন ধরনের আলো ঝলমল করছে।