শর্মিলা সরকার

Lok Sabha Election 2024: প্রচারে বেরিয়ে একী করে বসলেন তৃণমূল প্রার্থী! জানলে অবাক হবেন

পূর্ব বর্ধমান: প্রচারে বেরিয়ে পুজোর রান্নার কাজে হাত লাগালেন বর্ধমান পূর্বের জোড়া ফুল প্রার্থী।সঙ্গে উপস্থিত ছিলেন একঝাঁক দলীয় নেতা কর্মী ও এলাকার বিধায়ক। মঙ্গলবার এমনই ছবি ধরা পড়ল আপূর্ব বর্ধমানের পুর্বস্থলীতে। হাতে আর মাত্র কয়েকটা দিন, তার পরেই রাজ্যের একাধিক জায়গায় লোকসভা নির্বাচন। ভোটের দিন ঘোষণার আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা শুরু করেছে জন সংযোগ। প্রার্থীদের নাম ঘোষণা হতেই মাঠে নেমেছে দলীয় প্রার্থীরা।

প্রচারে বেরিয়ে বিভিন্ন কাজে হাত লাগাতেও দেখা গিয়েছে তাদের। এবারও সেই ছবিই দেখা গেলপূর্ব বর্ধমান জেলায়। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী ডঃ শর্মিলা সরকার। প্রচারে বেরিয়ে তাকে এবার দেখা গেলো পুজোর রান্নার কাজে হাত লাগাতে। মঙ্গলবার পূর্বস্থলী ২ ব্লকের পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের বৈদিক পাড়া এলাকায়, বুড়ো মা দক্ষিণা কালীর পুজোয় হাজির হনশর্মিলা সরকার। বুড়ো কালীর কাছে পুজো দিতে দেখা যায় তাকে। এবং সেখানেই ঠাকুরের ভোগ রান্নার জন্য যে উনুন রয়েছে সেখানে দাঁড়িয়ে উনুন ধরানোর কাজে হাত লাগান তিনি। শর্মিলা সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক তপন চ্যাটার্জী।

এই প্রসঙ্গে তিনি বলেন, “বুড়ো কালী মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান আছে। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। প্রার্থীও এখানে এসেছিলেন।”প্রসঙ্গত পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পূর্বস্থলী পঞ্চায়েতের অন্তর্গত বৈদিক পাড়া এলাকায় বুড়ো মা দক্ষিণা কালীর পুজোকে কেন্দ্র করে ব্যাপক ভক্ত সমাগম মঙ্গলবার সকাল থেকেই। মঙ্গলবার সকালে কাস্টশালীর গঙ্গার ঘাট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় প্রায় ৫ হাজারের উপর ভক্ত অংশগ্রহণ করেন। মন্দিরে এক পুরোহিতের কথায়, শুধু পূর্বস্থলীর বাসিন্দারাই নয়, ভারত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা হাজির হন এই বুড়ো মা পুজোকে কেন্দ্র করে।

আরও পড়ুন: গরমে কড়া করে মাছ ভেজে খাচ্ছেন? বড় ক্ষতি! জানুন কীভাবে মাছ খাবেন

বুড়ো মায়ের মন্দিরের এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার হাজির হয়েছিলেন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার। তিনিও এখানে এসে পুজো দেন, আর এরপরই তিনি জনসংযোগ করেন।

বনোয়ারীলাল চৌধুরী