ইছামতী বরণ

Lok Sabha Election 2024: ঢাক বাজালেন মহিলারা, বসিরহাটের নদী ইছামতীকে বরণ করলেন ঘরের লক্ষ্মীরা, এভাবেই ভোটপ্রচার শুরু TMC প্রার্থীর

বসিরহাট: ঘরের লক্ষ্মীদের বসিরহাটের ‘গঙ্গা’ ইছামতী বরণের মধ্যে দিয়ে প্রার্থীর প্রচার শুরু। এ যেন শেষ দফার নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারে বেরিয়ে পড়লেন ঘরের লক্ষ্মীরা। বসিরহাট শহরের বুক চিরে প্রবাহিত হয়েছে ইছামতি নদী। সেই ইছামতি নদীকে গঙ্গা হিসেবে বরণ করে প্রচারে বেরলেন বসিরহাট শহরের ৫ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

আরও পড়ুন: হাতে আর দু’ঘণ্টা! ধেয়ে আসছে ঝড়, উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রপাত-সহ বৃষ্টির সতর্কতা জারি

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রানা দাসের নেতৃত্বে ওই ওয়ার্ডের মহিলারা ইছামতি নদীতে ধূপধুনো শঙ্খধ্বনি ঢাক বাজিয়ে বরণ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে পদযাত্রা শুরু করলেন।

এই পথযাত্রা শুরু হয় বসিরহাট নৈহাটি বটতলা থেকে ইটিন্ডা রোড ধরে ডন্ডিরহাট আমতলায় গিয়ে এই পদযাত্রায় শেষ হয়। তবে এই প্রচার অভিযানে ইছামতি নদীকে বরণ করে নেওয়ার পাশাপাশি মহিলা ঢাকিরাই ঢাকের তালে ছন্দ তুলে প্রচার রাঙিয়ে তোলেন। এই মিছিলে বহু মহিলারা হাতে ফেস্টুন ব্যানার ও লক্ষী ভান্ডার এর প্রতিকী নিয়ে দীর্ঘ ৪ কিলোমিটার রাস্তা হাঁটলেন।

জুলফিকার মোল্যা