জলপাইগুড়িতে পদ্মের চাপে ঘাস ফুল! উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মীরা

Lok Sabha Election Result 2024: উত্তরে খেলা ঘুরছে! চার আসনে এগিয়ে তৃণমূল… বিজেপির ভরসা কি শুধুই জলপাইগুড়ি? উচ্ছ্বাসে গেরুয়া কর্মীরা

জলপাইগুড়ি; ভাগ্য গণনায় এগিয়ে কে? উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় চমকে দেওয়ার মতো ফল ভোট গণনার শুরুতেই। আজ, মঙ্গলবার, ৪ জুন। ২০২৪ লোকসভা নির্বাচনের সিংহাসন কার দখলে যেতে পারে, তা নিয়ে জোর তরজা চলছে রাজনৈতিক মহলে। সেই মাহেন্দ্রক্ষণের দিন আজ।

সকাল থেকেই দেশ জুড়ে উৎকণ্ঠা। কী হবে ভোট যুদ্ধের ফল? সেদিকেই তাকিয়ে গোটা দেশবাসী। এদিকে রাজ্যজুড়েও উত্তেজনা তুঙ্গে প্রত্যেকের। এজন্য সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। এই মুহূর্তে যেই ছবি জলপাইগুড়ি জেলায় উঠে আসছে তা একেবারে চমকে দেওয়ার মতোই বটে!

এখনও পর্যন্ত জলপাইগুড়িতে প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা. জয়ন্ত কুমার রায়। আর তাতেই জলপাইগুড়ির ভোটগণনা কেন্দ্রের বাইরে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস চোখে পড়ার মতো।

আরও পড়ুন: হ্যাটট্রিকের পরেও কুর্সি দখলে এগিয়ে শতাব্দী, অনুব্রত-গড়ে আবার উড়বে সবুজ আবির?

বিজেপি তাদের জয় নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিল। আজ সকাল থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি শাখায় ভোট গণনা শুরু হতেই অবাক করা এই ফল সামনে আশায় স্বভাবতই খুশি বিজেপি মহল। শেষমেষ জয় বিজেপি-রই হবে বলে আশাবাদী বিজেপির নেতৃত্বরা। ইতিমধ্যেই বিজেপির ক্যাম্পে চলছে স্লোগান দিয়ে উল্লাস। পরবর্তীতে বিরোধী দলগুলির থেকে বিজেপির এগিয়ে থাকার ব্যবধান আরও বাড়বে বলেই জানালেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী।

সুরজিৎ দে