জলপাইগুড়িতে ভোটের তারকা প্রচার

Lok Sabha Elections 2024: জমে উঠেছে জলপাইগুড়ি, ভোট চাইতে দুয়ারে তারকারা! মমতা, মিঠুন…আর? তুমুল চমক

জলপাইগুড়ি: পাখির চোখ উত্তরবঙ্গ! দলের হেভিওয়েট নেতৃত্ব থেকে শুরু করে তারকা প্রচারে সরগরম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা। আর দিনকয়েক বাদেই লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট। প্রথম দফাতেই ভোট রয়েছে উত্তরের কয়েকটি জেলায়। যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি।

কীভাবে জনগণের মন জয় করা যায় তা নিয়ে বেজায় ব্যস্ত রাজনৈতিক দলগুলি। তৃণমূল, বিজেপি, বাম কেউই কারও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। প্রতিটি রাজনৈতিক দলই জমিয়ে প্রচার কার্য চালাচ্ছে শহর জলপাইগুড়ি নানা প্রান্তে।

আরও পড়ুন: অভিষেকের পর এবার রাহুল গান্ধি, হেলিকপ্টারে কী আছে! হাজির নির্বাচন কমিশনের আধিকারিকরা

জলপাইগুড়ি লোকসভা ভোটের অন্যতম বড় অংশ জুড়ে রয়েছে চা বলয়। তাই চা বাগানে গিয়ে, চা শ্রমিকদের কাছে গিয়ে প্রচার কার্য চালাচ্ছেন রাজনৈতিক নেতারা। যেমনটা দেখা গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের মধ্য দিয়েই নববর্ষ পালন করলেন উত্তরের চা বলয়ে। জলপাইগুড়ি সংলগ্ন মাল বাজারে বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচারের পাশাপাশি সাধারণ মানুষের উপলক্ষে বাংলা নতুন বর্ষের শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী। নাচে গানে রীতিমতো উৎসবের মেজাজ।

আরও পড়ুন: স্বপ্নে কুকুর দেখেন? কামড়ের আতঙ্ক না পোষ্যকে জড়িয়ে আদর? স্বপ্নশাস্ত্র অনুযায়ী এর অর্থ জানলে চমকে যাবেন!

সম্প্রতি জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল প্রার্থীর সমর্থনে র‍্যালি করতে দেখা গিয়েছিল অভিনেতা দেবকে। তাঁকে স্বচক্ষে কাছে দেখতে উপচে পড়েছিল জনগণের ভিড়। অন্যদিকে, ময়নাগুড়িতে দেখা গেল তারকা প্রচার। বিজেপি প্রার্থীর সমর্থনে মিঠুন চক্রবর্তী এসে প্রচার সারলেন জলপাইগুড়ির ময়নাগুড়িতে। এদিকে পিছিয়ে নেই বামফ্রন্ট। কাঁধে কাঁধ মিলিয়ে দিন রাত এক করে নিজেদের মত প্রচার করছে বাম সদস্যরা।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবরাজ বর্মণের সমর্থনে জোর কদমে প্রচারকার্য চালাচ্ছেন তারা। হেভি ওয়েট প্রচার হোক কিংবা তারকা প্রার্থীর প্রচার, উভয় সভাতেই চোখে পড়ে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সব মিলে জলপাইগুড়ি জেলায় রাজনৈতিক দলগুলির প্রচার জোরদার হলেও সিংহাসন কার দখলে যায় তা শুধুই সময়ের অপেক্ষা।

সুরজিৎ দে